সবজি দিয়ে মুরগির মাংসের সুস্বাদু ঝাল পিঠা রেসিপি।🦊প্রিয়@shy-fox 10% beneficiary🦊।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দুআ করি আল্লাহ রহমতে যেনও সব সময় ভালো থাকেন।
আমিও আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-১০( শেয়ার করো তোমার পছন্দের শীতকালীন সবজির রেসিপি)
প্রথমেই @moh.arif ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের কে এতো সুন্দর একটি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি অনেক খুশি এই প্রতিযোগিতায় আমিও অংশ গ্রহণ নিতে পারছি।
জানি না আমার প্রতিযোগিতা কেমন হবে ইনশাআল্লাহ চেষ্টা করেছি ভালো করার।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার পছন্দের শীতের সবজি এবং মুরগির মাংস দিয়ে ঝাল পিঠা রেসিপি। এই পিঠায় আমি অনেক ঝাল দিয়েছি,তবে হলুদ গুঁড়ো একদম কম ব্যবহার করেছি। খেতে অনেক টেস্টি ও মুচমুচে হয়েছে।এই পিঠা গরম গরম খেতে অনেক সুস্বাদু লাগে।
এই পিঠাতে আমার পছন্দের শীতকালীন সব ধরনের সবজি দিয়েছি।আমার আম্মু কাকী মা সবাই খুব পছন্দ করেছেন। জানি না আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লাগবে ।
চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি।
IMG_20211208_205135.jpg

প্রয়োজনীয় উপকরণ

মুরগির মাংস পরিমাণ মতো।
আলু তিনটি।
ডিম দুইটি।
শিম পরিমাণ মতো।
বরবটি চারটি।
লাউ পরিমাণ মতো।
টমেটো তিনটি।
গাজর একটি।
ফুলকপি পরিমাণ মতো।
বাঁধাকপি পরিমাণ মতো।
পেঁয়াজ পাতা পরিমাণ মতো।
পেঁয়াজ দুইটি।
কাঁচা মরিচ ২৫ টি৷
ধনিয়াপাতা গাছ তিনটি।
ময়দা এক কাপ।
চাউলের গুড়া এক কাপ।
হলুদ গুঁড়ো এক চামচ।
মরিচ গুঁড়ো তিন চামচ।
জিরা গুঁড়ো দুই চামচ।
মিক্স মসলা এক চামচ।
আদা বাটা দুই চামচ
রসুন বাটা দুই চামচ
বিস্কুট গুড়ো দুই কাপ পরিমাণ।
সয়াবিন তেল এক কাপ।
লবণ পরিমাণ মতো।

IMG_20211208_220145.jpg

প্রস্তুত প্রণালী

প্রথমে সব গুলো সবজি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে লাউ,শিম,বরবটি, গাজর,পেঁয়াজ পাতা,ফুলকপি, বাঁধাকপি কুচি করে কেটে এক সাথে করে নিয়ে নিবো। এবং আলু গুলো কুচি করে কেটে পানিতে ভিজিয়ে রাখবো।

IMG_20211208_211354.jpg

IMG_20211208_211331.jpg

এবার বাঁধাকপি ও পেঁয়াজ পাতা এক সাথে ধুয়ে নিবো।
IMG_20211208_211204.jpg

এরপর ফুলকপি, গাজর ও শিম এক সাথে ধুয়ে নিবো।
IMG_20211208_211149.jpg

এখন লাউ, বরবটি কুচি এক সাথে ধুয়ে নিবো।

IMG_20211208_211132.jpg

পেঁয়াজ, কাঁচা মরিচ, টমেটো, ধনিয়াপাতা পরিষ্কার করে ধুয়ে নিবো।
এরপর কুচি কুচি করে কেটে রাখি।

IMG_20211208_211305.jpg

IMG_20211208_211248.jpg

এখন মুরগির মাংস গুলো ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রাখি। এরপর একটি থালায় হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, মিক্স মসলা ও পরিমাণ মতো লবণ নিয়ে নিবো।

IMG_20211208_211228.jpg

IMG_20211208_211049.jpg

এখন চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি গুলো দিয়ে একটু ভাজা হলে গেলে এতে আদা ও রসুন বাটা দিয়ে দিবো।

IMG_20211208_211019.jpg

IMG_20211208_210944.jpg

এবার আদা ও রসুন বাটা গুলো ভেজে এতে মুরগির মাংসের টুকরো গুলো দিয়ে দিবো। এরপর এতে শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মিক্স মসলা গুঁড়ো ও লবণ দিয়ে দিবো।

IMG_20211208_210928.jpg

IMG_20211208_210911.jpg

এখন চুলার আগুন টা একদম কমিয়ে মাংস গুলোর সাথে কাঁচা মরিচ ফালি, ফুলকপি, শিম,গাজর কুচি গুলো দিয়ে ভালো ভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করবো।
IMG_20211208_210837.jpg

IMG_20211208_210809.jpg

IMG_20211208_210750.jpg

এবার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নেড়ে এতে বাঁধাকপি ও পেঁয়াজ পাতা কুচি দিয়ে দুই মিনিট রান্না করে নিবো।

IMG_20211208_210722.jpg

IMG_20211208_210703.jpg

এখন লাউ,বরবটি ও আলু কুচি গুলো দিয়ে দিবো। এরপর দশ মিনিট পর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখি। আবার কিছু সময় পর পর নেড়ে দিবো যাতে লেগে না যায়।

IMG_20211208_210552.jpg

IMG_20211208_210534.jpg

IMG_20211208_210630.jpg

১০

দশ মিনিট পর ঢাকনা তুলে টমেটো কুচি গুলো দিয়ে দুই মিনিট রান্না করে এতে ধনিয়াপাতা কুচি দিয়ে নেড়ে টেস্ট করে একটি বাটিতে নামিয়ে রাখি।

IMG_20211208_210517.jpg

IMG_20211208_210441.jpg

IMG_20211208_210402.jpg

১১

এখন সবজি গুলো একটু ঠান্ডা হলে এতে ময়দা ও চাউলের গুড়া দিয়ে হাত দিয়ে মেখে নিবো।

IMG_20211208_210340.jpg

IMG_20211208_210318.jpg

১২

ভালো ভাবে সবজি গুলোর সাথে ময়দা ও চাউলের গুড়া মাখানো হলে হাত দিয়ে গোল করে নিয়ে একটু ফুলের মতো করার চেষ্টা করি।
এরপর তেল দিয়ে সবজি পিঠা গুলো হালকা করে ভেজে নিবো।

IMG_20211208_210152.jpg

IMG_20211208_205442.jpg

১৩

এবার চুলায় একটি প্যান বসিয়ে এক কাপ পরিমাণ তেল দিয়ে গরম করে। এরপর সবজি পিঠা গুলো ডিমে ভিজিয়ে নিয়ে বিস্কুট গুড়ো ভালো ভাবে মাখিয়ে তেলে দিয়ে দিবো।

IMG_20211208_233308.jpg

IMG_20211208_205339.jpg

১৪

এরপর সবজি পিঠা গুলো এক পাশে হয়ে গেলে অন্য পাশে ভাজে একটি থালায় নামিয়ে রাখি।

IMG_20211208_205322.jpg

IMG_20211208_205307.jpg

এখন পরিবেশনের জন্য একটি থালায় সবজি পিঠা নিয়ে একটু টমেটো সস্ দিয়ে সাজিয়ে দিলাম।

IMG_20211208_205135.jpg

আশা করি আমার আজকের শীতের সবজি দিয়ে মুরগির মাংসের সুস্বাদু ঝাল পিঠা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার আজকের রেসিপি কেমন হয়েছে দয়া করে কমেন্ট করে জানাবেন।
বাসার সবাই খেয়ে বলেছেন অনেক সুস্বাদু হয়েছে।
আমার লিখায় ভুল হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আজকে এখানেই শেষ আবার দেখা হবে । ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই।

আল্লাহ হাফেজ সবাইকে।

ধন্যবাদ সবাইকে।

@santa14

Sort:  
 2 years ago 

উফ আপনার রেসিপিটি দেখে মুখে জল চলে আসলো। কি দেখালেন এত রাতে এটি। জিভে জল চলে এসেছে । মনে হচ্ছে এটি খেতে খুবই টেস্টি হয়েছে। আপনাকে প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। অনেক শুভকামনা রইল।

 2 years ago 

জি আপু অনেক মজাদার ও অনেক ঝাল হয়েছে। খেতে তো দারুণ আপু মনি।আপু চলে আসেন এক সাথে বসে খাবো মজা করে।

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

সবজি দিয়ে আপনার মুরগির মাংসের ঝাল পিঠা খুবই সুন্দর হয়েছে ।আপনার ছবিগুলো চমৎকার হয়েছে ।খাবারটি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে ।দেখে লোভ লাগছে খাবার জন্য। প্রতিটি ধাপের বর্ণনা করেছেন খুবই সুন্দর করে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

জি আপু খেতে অনেক সুস্বাদু হয়েছে।
শীতের সবজি মানেই মজার মজার সব রেসিপি।
অনেক ধন্যবাদ আপু মতামত শেয়ার করে উৎসাহিত করার জন্য।

আপনার জন্যও অনেক শুভকামনা রইলো আপু মনি।

 2 years ago 

সবজি দিয়ে আপনার মুরগির মাংসের ঝাল পিঠা খুবই সুন্দর হয়েছে ।খাবারটি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে ।দেখে লোভ লাগছে খাবার জন্য।এই মুহুর্তে খেতে পারলে অনেক ভাল লাগত। আপনার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।প্রতিটি ধাপের বর্ণনা করেছেন খুবই সুন্দর করে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।
আপনার জন্য ও অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

সবজি দিয়ে মুরগির মাংসের ঝাল পিঠা রেসিপি খেতে খুবই মজা। আপনি খুবই সুন্দরভাবে রেসিপি তৈরি করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.034
BTC 64060.81
ETH 3129.62
USDT 1.00
SBD 4.17