|| ম্যাসেনজোর ট্যুর | পর্ব-০৫ ||

in আমার বাংলা ব্লগ2 years ago
◆ নমস্কার আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ◆

আমার আগের পোস্টে আমি আপনাদের ম্যাসেনজোর ড্যাম সম্পর্কে বলেছিলাম। ম্যাসেনজোর ড্যামে আমরা তিরিশ মিনিট মতো সময় কাটিয়েছিলাম এবং তার আশপাশ দৃশ্য দেখেছিলাম। তারপরে আমরা ড্যামের ওইপাশে কয়েকটি ছোটখাটো টিলা ছিল তার উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা ড্যামের ছবিগুলি ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন অপরপ্রান্তে কয়েকটি পাহাড় মত দেখা যাচ্ছে। সেগুলি আসলে একটি টিলা দূর থেকে দেখতে অনেক বড় বড় পাহাড়ের মতো লাগে। ড্যাম অতিক্রম করে আমরা সেই টিলার দিকে রওনা হলাম।

IMG_20220902_235734.jpg

তখন বেশ হালকা পাতলা ঝিরঝির বৃষ্টি হচ্ছিল। দুর্ভাগ্যবশত আমাদের কোন ছাতা ছিল না। তাই আমরা একটা সেডের তলায় কিছুক্ষণ অপেক্ষা করলাম। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন বৃষ্টিটা করলাম আমরা আবার হাঁটা শুরু করলাম।
টিলাতে ওঠার রাস্তাটা ছিল বেশ খাড়াই। নির্দিষ্ট কোনো পথ ছিল না। সেখানে দিয়েই আমরা উপরে উঠছিলাম। যেহেতু আমাদের তিনজনেরই ট্রেকিং করার অভিজ্ঞতা আছে তাই আমাদের উঠতে কোন সমস্যা হয়নি।

IMG_20220902_235508.jpg

PXL_20220814_122857152.jpg

উপরে ওঠার রাস্তাটা মোটামুটি ৬০০ মিটার মতো ছিল। কিন্তু ওইটুকু উঠতেও আমাদের বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল। আমরা পুরো রাস্তার মাঝখানে মাত্র একবার পাঁচ মিনিটের জন্য ব্রেক নিয়েছিলাম। তারপরে আমরা টিলার উপরে চলে আসি। টিলার উপর থেকে চারিপাশের ভিউ টা অসাধারণ লাগছিল। একপাশে আরও একটি বড় টিলা ছিল যেগুলি বিশাল বড় বড় গাছে পরিপূর্ণ। আর এক পাশে ছিল সেই ড্যামটি। সেখানে বেশ হাওয়া দিচ্ছিল এবং সাথে হালকা বৃষ্টিও পড়ছিল। ওপরে আমরা প্রায় ১ ঘন্টার মতো সময় অতিক্রম করলাম। যেহেতু পরেরদিন ১৫ ই আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবস ছিল, আমরা সাথে করে একটি ভারতের পতাকা নিয়ে গেছিলাম কিছু ফটো তোলার জন্য।

IMG_20220814_120659.jpg

IMG_20220814_114838.jpg

IMG_20220902_235553.jpg

আমরা তিনজন মিলে ওখানে বেশ কয়েকটি ফটো তুললাম। আমাদের সাথে অল্প কিছু শুকনো খাওয়ার দাওয়ারও ছিল যেমন কেক,বিস্কুট, বাদাম,চকলেট, লস্যি এবং জল। এনার্জি বাড়ানোর জন্য আমরা অল্প কিছু খাওয়া-দাওয়া করলাম সেখানে।
এরপরে আমরা চিন্তা করলাম সেখান থেকে নেমে আমরা নিচে ড্যামের উদ্দেশ্যে রওনা দেব।

PXL_20220814_122918065.jpg

IMG_20220902_235401.jpg

নিচে ময়ূরাক্ষী নদী ছিল, যেটির কথা আমি আগের পোস্টে উল্লেখ করেছিলাম। সেখানে অসংখ্য ছোট বড় পাথর ছিল। আমরা ঠিক করলাম যে সেখানে গিয়েও বেশকিছু সময় কাটাবো। তাই আমরা আবার টিলা থেকে নেমে ড্যামের উদ্দেশ্যে রওনা দিলাম। নিচে যাওয়ার গল্পটি আপনাদের আগামী পোস্টে শেয়ার করব আজকে এখানেই শেষ করছি।

IMG_20220814_120136.jpg

@samratsaha

দিন14th August,2022
ক্যামেরা পরিচিতিPOCO M3
Locationম্যাসেনজোর ড্যাম,ঝাড়খণ্ড

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65910.66
ETH 2696.65
USDT 1.00
SBD 2.88