গান কভার- “কিছু কিছু কথা আর কিছু পরিচয়”- Covered by @Samhunnahar.
সবাই কেমন আছেন?
গানের কিছু তথ্য
গান-- | “মধুর মধুর কিছু সময় যে জীবনে আসে” | |
---|---|---|
শিল্পী- | অলকা ইয়াগনিক | |
ছায়াছবি | সকাল সন্ধ্যা | |
সুরকার | --- |
গানটি শুনতে এখানে ক্লিক করুন
[গানের কথা]
মধুর কিছু সময় যে জীবনে আসে
গুনগুন করে ওঠে মন কত আবেশে
মধুর কিছু সময় যে জীবনে আসে
গুনগুন করে ওঠে মন কত আবেশে
মনে পড়ে যায় কত স্মৃতি, কত ছবি ভালোবাসার
ভরে যায় খুশিতে তখন এ হৃদয়
ভরে যায় খুশিতে তখন এ হৃদয়
কিছু কিছু কথা আর কিছু পরিচয়
মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়
কিছু কিছু কথা আর কিছু পরিচয়
মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়
এইভাবে যদি কেটে যায় চিরদিন
রঙে রঙে যদি হয় মনটা রঙিন
এইভাবে যদি কেটে যায় চিরদিন
রঙে রঙে যদি হয় মনটা রঙিন
স্বপ্নের দিন যখন আসে আপনজনের ছোঁয়ায়
ভরে যায় খুশিতে তখন এ হৃদয়
ভরে যায় খুশিতে তখন এ হৃদয়
কিছু কিছু কথা আর কিছু পরিচয়
মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়
কিছু কিছু কথা আর কিছু পরিচয়
মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়
কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি
কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি
ভরে যায় খুশিতে তখন এ হৃদয়
ভরে যায় খুশিতে তখন এ হৃদয়
কিছু কিছু কথা আর কিছু পরিচয়
মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়
মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়
মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়
সোর্স
সমাপ্তি-@samhunnahar
আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। প্রতিনিয়ত চেষ্টা করি পছন্দের গান কভার করে শেয়ার করার। আপনারা সব সময় অনেক উৎসাহ দেন অনেক ভাল লাগে। তাই বার বার পছন্দের গান কভার নিয়ে হাজির হয়ে যায় বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন পরিবারকে নিয়ে। |
---|
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
খুবই সুন্দর ও জনপ্রিয় একটি গান কভার করেছেন। আপনার এই গানটি শুনতে পেয়ে আমার অনেক ভালো লাগলো, অসাধারণ লেগেছে আপনার কন্ঠে গানটি।
সময় দিয়ে গান কভার শোনার জন্য ধন্যবাদ।
https://x.com/nahar_hera/status/1819717706670879028?t=GsisRzKWzJdV7FGMTCyQcQ&s=19
আপু ঠিক বলেছেন। ব্যস্ততম সময় একটি সুস্থ ও সুন্দর সময়।আপু আপনার কোকিল কন্ঠে যেকোন গান তুলেন না কেন শুনতে বেশ ভালো লাগে। আজও এত মধুর গানটি আপনার মধুর কন্ঠে শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার কন্ঠ অনেক সুন্দর। গান নিয়ে আপনার অনেক সপ্ন ছিল। আসলে এক জনমে সবার সপ্ন পূরর্ন হয় না। তাতে কি আমরা আপনার মতো একজন ভালো মানের শিল্পী পেয়েছি। আমাদের কাছে আপনি একজন বড় শিল্পী।
আপনারা এত অনুপ্রাণিত করেন আমাকে তাই বারবার গান কভার গুলো করতে ইচ্ছে করে।
আমার খুবই প্রিয় একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই গানটা যে আমার কতটা প্রিয় সেটা বলে বোঝানো সম্ভব নয়। আপনার কন্ঠে এই গানটা শুনতে পেরে খুবই ভালো লাগলো।
শুনে ভালো লাগলো ভাইয়া আমার গান কভার আপনার ভালো লেগেছে।
আমরা যত বেশি ব্যস্ত থাকি ততই ভালো থাকি আপু। ব্যস্ততা আমাদেরকে অনেক সময় ভালো রাখে। আপু আপনার মিষ্টি কন্ঠে এই গান শুনে খুবই ভালো লাগলো। এই গানটি আমার অনেক ভালো লাগে। অসাধারণ হয়েছে আপনার কন্ঠে এই গানটি।
অনেক ধন্যবাদ আপু আপনাকে।
এই গানটা আমার ভীষণ পছন্দ মাঝে মাঝেই শুনি। আর একবার শুনলে মনে হয় সারাদিন মনের ভেতর গেঁথে যায়। যখনই ইচ্ছা হয় গানটি মনে মনে গাই। আজকে আপনার কন্ঠ শুনতে পেরে ভীষণ ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি গান আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার পছন্দের গানটি কভার করে শেয়ার করতে পেরেছি তাই অনেক খুশি হলাম।
আপু আমার এত পছন্দের একটা গানের কভার করেছেন, যেটা একবার শুনেও মন ভরেনি। ইচ্ছে করছে আপনার কন্ঠে এই গানটা বার বার শুনি। এই গানের মুভিটাও আমার দেখা হয়েছিল। আমার কাছে অনেক ভালো লেগেছিল এই গানটা যখন প্রথমবার শুনেছিলাম। এই গানটা আমার মাঝেমধ্যেই শোনা হয়ে থাকে। খালি গলায় এত সুন্দর করে গানটার কভার করেছেন শুনেই অসম্ভব ভালো লাগলো।
বাহ অনেক উৎসাহ পেয়েছি আমি আপনার এত সুন্দর অনুভূতি জানতে পেরে।
আপনি পোস্টের ধারাবাহিকতা যেভাবে বজায় রাখেন সত্যিই প্রশংসনীয়। আপু আপনার কন্ঠে গান শুনতে বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। এই গানটি আগে অনেকবার শুনেছি আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আপনার কন্ঠে শুনতে পেরে মনটা ভরে গেল। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ভালো লেগেছে ভাইয়া আপনার গঠনমূলক মতামত পড়ে।
গানটি অনেকদিন পর শুনলাম। খুব সুন্দরভাবে আপনি পুরো গানটা কভার করেছেন আপু। বেশ ভালো লাগলে অনেকদিন পর আপনার কন্ঠে গানটা শুনে। আপনার কন্ঠ এমনিতেও খুব সুন্দর। ধন্যবাদ আপু এত চমৎকার একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু সময় দিয়ে শোনার জন্য অনেক খুশি হয়েছি।
গানটা শুনে মনটা একেবারে ভালো হয়ে গেলো। আপনার গাওয়া গান গুলো আমি সব সময় শোনার জন্য চেষ্টা করি। খুব সুন্দর ভাবে আপনি গান কভার করেন। আজকে যে গানের কভারটা করেছেন, এটা শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি যখন প্রথম এই গানটা মুভির মধ্যে শুনেছিলাম তখন অসম্ভব ভালো লেগেছিল। তারপর থেকে প্রায় সময় গানটা আমার শোনা হয়ে থাকে। অনেকদিন পর এই গানটি শুনলাম তাও আবার আপনার কন্ঠে। আমার অনেক বেশি ভালো লেগেছে পুরোটা শুনতে।
হ্যাঁ আপু সব সময় আমার শেয়ার করা গান কভার গুলো আপনি শুনে থাকেন। আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেন তাতে আমি অনেক বেশি খুশি।