সবাইকে ভালো রাখা কি সম্ভব?

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১০ জৈষ্ঠ মাস, ১৪৩০ বঙ্গাব্দ।

২৪ মে, বুধবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


সবাইকে ভালো রাখা কি সম্ভব

yoga-2176668_1920.jpg

Image by Shahariar Lenin from Pixabay


আমার মতে কখনোই একটা ভালো মানুষের পক্ষে তার আশেপাশের সব মানুষকে ভালো রাখা সম্ভব নয় , কেননা একটা মানুষ যদি অপর একটা মানুষকে খুশি রাখতে চায় তাহলে অন্য কোন একটা মানুষের কাছে খানিকটা হলেও তাকে খারাপ হতে হয়।

যেমন ধরুন পরিবারের কাছে ভালো হতে হলে আপনাকে খানিকটা বন্ধু-বান্ধব থেকে দূরে থাকতে হবে, পরিবার খুশি হলেও বন্ধুরা কিন্তু একটু অখুশি থেকেই যায়। আবার ঠিক তার উল্টোটাও হতে পারে।

আবার ধরুন একই দিনে দুইজন ব্যক্তির সাথে মিটিং রয়েছে, একটা মিটিং খুবই ইম্পরট্যান্ট আর একটা মিটিং ধরুন বাল্যকালের কোন একটা বন্ধুর সাথে, এক জায়গায় রয়েছে অনুভূতি আর অন্য জায়গায় রয়েছে ইম্পরট্যান্ট কোন একটা কাজ। এখানে প্রয়োজন বুঝে যেকোন একজনকে আপনার বাদ দিতে হবে। একজন খুশি হলে অন্যজন একটু নারাজ।

আবার এমনটা হতে পারে আপনার ভবিষ্যৎ উজ্জলের জন্য বর্তমানের সময়টা একটু কঠিন বা অধ্যাবসায়ের মাধ্যমে কাটাতে হবে, ভবিষ্যতের সে ভালো সময়টার জন্য বর্তমানে কিছু মানুষদেরকে আপনার বিসর্জন করতেই হবে।

আপনি যদি সুবিচারক হন, যদি সঠিক কোন একটা বিচার করেন কখনোই আপনি দুপক্ষকে সমানভাবে খুশি করতে পারবেন না। সত্য কথা একটু অপ্রিয় হবে, সেটা কোন একটা পক্ষের কাছে কখনোই ভালো লাগবে না।

তাই আমি বলব সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন না, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন নিজের পরিবারের জন্য কিছু করুন। নিজেকে সময় দিন, নিজে ভালো তো পুরো দুনিয়া ভালো।

Sort:  
 4 months ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া কখনোই একসঙ্গে সব মানুষকে খুশি করা সম্ভব নয়। তাছাড়া নিজের ভালো থাকার জন্য জীবনে কিছু কিছু মানুষকে অসুখী করতে হয়। প্রত্যেকটি উদাহরণ একদম বাস্তব সম্মত হয়েছে। আমার মনে হয় মানুষকে খুশি করার চিন্তা না করে নিজে খুশি থাকার জন্য সব কিছু করা উচিত।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.08
JST 0.022
BTC 26672.14
ETH 1596.57
USDT 1.00
SBD 2.15