diy Project (রঙিন কাগজ দিয়ে মাছ তৈরি)

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ১০-১১-২০২২

  • বৃহস্পতিবার

আসসালামু আলাইকুম

20221110_153432.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ বাসি। আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি বাংলাদেশ থেকে @sagor444 আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার চমৎকার একটি আয়োজন নিয়ে। আমি সব সময়ই চেষ্ঠা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। ডাই প্রজেক্ট আমার অনেক ভালো লাগে এজন্য আজকে আবারও ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। ডাই প্রজেক্ট করতে ভীষণ আনন্দ উপভোগ করি। আজকে আমি আপনাদের সাথে ডাই প্রজেক্ট শেয়ার করবো। রঙিন কাগজ দিয়ে মাছ তৈরি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।‌


চলুন আর দেরি না করে শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরণ
  • রঙিন কাগজ

  • কাঁচি

  • পেন্সিল

20221110_150852.jpg

মাছ তৈরীর প্রক্রিয়া চলছে

20221110_151111.jpg

20221110_151428.jpg

20221110_151603.jpg

20221110_151752.jpg

আমি রঙিন কাগজ দিয়ে মাছ তৈরি করার জন্য রঙিন কাগজ নিলাম। এবার আমি রঙিন কাগজ চার দিকে সমান করে কেটে নিলাম। তার পরে রঙিন কাগজ দুই দিকেই সমান করে চারটা ভাজ দিয়ে নিলাম ।


মাছ তৈরীর প্রক্রিয়া চলছে

20221110_152022.jpg

20221110_152149.jpg

20221110_152432.jpg

20221110_152538.jpg


এরপর দুই দিকে আড়াআড়ি ভাবে ভাজ করে নিতে হবে। তারপর দুই পাশে একটি করে ভাজ করে নিতে হবে। এরপর মাছের লেজ বানানোর জন্য ভাজ করে নিলাম দুই কোনাতে।


মাছ তৈরীর প্রক্রিয়া চলছে

20221110_152818.jpg

20221110_152802.jpg

20221110_152924.jpg

20221110_153014.jpg

20221110_153049.jpg

এবার নিচের দিক থেকে একটি ভাজ দিয়ে নিলাম তারপর মাছের পাখনা আর মাথা বানানোর জন্য ভাজ করে নিলাম।


মাছ তৈরীর প্রক্রিয়া চলছে

20221110_153408.jpg

20221110_153251.jpg

এরপর রঙিন কাগজ দিয়ে মাছ তৈরি করার পর পেন্সিল দিয়ে চোখ বানিয়ে দিলাম।


আশাকরি আপনাদের সবার রঙিন কাগজ দিয়ে মাছ তৈরি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

আল্লাহ হাফেজ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাস্যামস্যাং এ ১৩
ক্যামেরাম্যান@sagor444
Sort:  
 2 years ago 

রঙিং কাগজ দিয়ে সুন্দর একটি মাছ বানিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন।
image.png
আমার কাছে মনে হয় এটা অনেকটা ঘুড্ডির মতো যদি লেজ না থাকতো ধন্যবাদ আপনাকে আপনার ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ছোটবেলায় অনেক বানাইতাম। পোস্টটা দেখে তাই আর এড়িয়ে যেতে পারলাম না।
খুব ভালো লাগলো দেখে।ধাপগুলো বেশ ভালোভাবে দেখিয়েছেন। শুভ কামনা রইলো

 2 years ago 

আপনার মূল্যবান মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি মাছ তৈরি করেছেন আপনি। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে খুবই সুন্দর ভাবে ফুটে উঠে। আমার কাছে ভীষণ ভালো লাগলো গান কাগজের তৈরি এরকম জিনিস গুলো। অনেক সময় এবং ধৈর্যের সাথে এগুলো তৈরি করতে হয়।

 2 years ago 

আপনার মূলবান মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে একটি মাছ বানিয়েছেন। রঙিন কাগজের যেকোনো জিনিস বানালে দেখতে দারুন লাগে। আপনার রঙিন কাগজের মাছটি আমার কাছে ভালো লাগলো। চেষ্টা করবেন সামনে আরো ভালো ভালো রঙিন কাগজ দিয়ে মাছ বানানোর। ধন্যবাদ আমাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করার জন্য

 2 years ago 

আপনার মূল্যবান মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60704.11
ETH 2452.38
USDT 1.00
SBD 2.62