DIY-এসো নিজে করি || রঙ্গিন কাগজ ব্যবহার করে একটি গাজর তৈরি |||| 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_20220613_213543_357-01.jpeg

আজ অনেকদিন পর রঙিন কাগজের একটি প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু বানাতে আমার খুব ভালো লাগে। কিন্তু সময় স্বল্পতার কারণে সব সময় বানানো হয় না।
অনেকদিন পর ইচ্ছে করলো রঙিন কাগজ দিয়ে কিছু বানানো। তাই আজ রঙ্গিন কাগজ দিয়ে একটি গাজর বানিয়েছি। এই অরিগামি গাজর আমি কিভাবে বানিয়েছি এর প্রতিটি ধাপ আজ আপনাদের মাঝে উপস্থাপন করবো।

গাজর দেখতে যেমন সুন্দর, তেমনি গাজরে আছে নানা ধরণের পুষ্টিগুণ। আমাদের দেহের সুস্থতায় গাজর অনেক বেশি কার্যকরী। কাচা এবং রেঁধে দুইভাবেই খাওয়া যায় গাজর।
চলুন তাহলে দেরি না করে এই অরিগামি গাজর আমি কিভাবে বানিয়েছি এর পদ্ধতি দেখে নেয়া যাক।

প্রয়োজনীয় উপকরণ

image.png

IMG_20220613_210420_658.jpg

১. রঙিন কাগজ
২.কলম

image.png
image.png

প্রস্তুত প্রণালী

image.png

ধাপ-১

IMG_20220613_210733_441.jpg

একটি কমলা রঙের কাগজ ১৫×১৫ সেন্টিমিটার মাপে কেটে নিয়েছি।

IMG_20220613_210855_860.jpgIMG_20220613_210937_779.jpg

কাগজটিকে কোনাকোনিভাবে মাঝখানে ভাজ করেছি এবং ভাঁজ-এ দাগ ভালোভাবে বসিয়ে নিয়ে ভাজ খুলে দিয়েছি।

image.png

ধাপ-২

IMG_20220613_211017_922.jpg

অপর পাশে একইভাবে কোনাকুনিভাবে মাঝখানে ভাজ করেছি।

image.png

ধাপ-৩

IMG_20220613_211141_540.jpgIMG_20220613_211313_623.jpg

এরপর দুপাশ থেকে মাঝখানের ভাঁজ পর্যন্ত কাগজ ভাঁজ করে এনেছি।

image.png

ধাপ-৪

IMG_20220613_211357_932.jpgIMG_20220613_211522_489.jpg

এপারে কাগজ থেকে ঘুরিয়ে নিয়েছে এবং উপরের দিকের কাগজ এর অংশ মাঝ বরাবর ভাজ করে এনেছি।

image.png

ধাপ-৫

IMG_20220613_211648_981.jpg

এবার এই কাগজটি উল্টিয়ে নিয়েছি।

image.png

ধাপ-৬

IMG_20220613_211855_751.jpg

এবার ৭×৭ সেন্টিমিটার মাপ এ দুটি সবুজ রঙের কাগজ কেটে নিয়েছি।

image.png

ধাপ-৭

IMG_20220613_211933_667.jpg

কাগজটি কোনাকোনিভাবে মাঝখানে ভালোভাবে ভাঁজ করেছি।

image.png

ধাপ-৮

IMG_20220613_212117_275.jpgIMG_20220613_212318_653.jpg

মাঝখানের ভাজটি খুলে দিয়েছি এবং দুপাশ থেকে কোনাকুনিভাবে মাঝখানের ভাজ পর্যন্ত কাগজ ভাঁজ করে এনেছি।

image.png

ধাপ-৯

IMG_20220613_212347_475.jpgIMG_20220613_212621_442.jpg

তারপর কাগজ উল্টিয়ে নিয়েছি এবং দুপাশে চিত্রের মত করে ভাঁজ করেছি।

image.png

ধাপ-১০

IMG_20220613_212752_649.jpg

এবার সবুজ কাগজ দুটি কমলা রঙের কাগজ এর ভেতরে চিত্রের মত করে স্থাপন করে দিয়েছি।
রঙিন কাগজ দিয়ে গাদর বানানো সম্পন্ন হয়েছে। এবার গাজরটিকে আকর্ষণীয় করার জন্য কলম দিয়ে এর চোখমুখ দেবো।

IMG_20220613_213250_686.jpg

অরিগামি গাজরটি আকর্ষণীয় করার জন্য কালো কালির কলম এর সাহায্যে এর ওপরে চোখ মুখ এঁকে দিয়েছি।

image.png
image.png

রঙিন কাগজ দিয়ে বানানো গাজর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।
সবাইকেই অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমার পোস্ট টি পড়ার জন্য।
ভালো থাকবেন সবাই।শুভ কামনা রইলো সকলের জন্য

চিত্র উঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসTecno spark 5 pro
Sort:  
 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর একটি গজর তৈরি করেছেন। গজরটি দেখতে বেশ কিউট। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। রঙ্গিন কাগজ দিয়ে বানানো অরিগামি গাজট আপনার এত পছন্দ হবে এটা সত্যিই ভাবিনি। ভালো থাকবেন।

 2 years ago 

আপু আপনি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটা গাজর তৈরি করেছেন। গাজরটি দেখতে বেশ বাস্তবের মতোই লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দরভাবে এই গাজরটির রূপ দেয়ার। আপনার মন্তব্য দেখে মনে হল আমি সফল হয়েছি। ধন্যবাদ আপু।

 2 years ago 
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি গাজর 🥕 তৈরি করেছেন। শুরু থেকে খুব সুন্দর ভাবে আপনি গাজর তৈরি করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার তৈরিকৃত গাজর। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা গাজর এর অরিগামি কি আপনার ভালো লেগেছে এটা আমার কাছে খুবই আনন্দের। এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার বানানো অনেক আমি কাজের প্রশংসা করার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর গাজর তৈরি করেছেন আপু। আপনি একদম ঠিক বলেছেন আপু ব্যস্ততার কারণে রঙিন কাগজের কোন কিছু তৈরি করা যায় না। আমিও মাঝে মাঝে রঙিন কাগজের জিনিস তৈরি করি। রঙিন কাগজের যেকোনো জিনিস ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে আরো সুন্দর লাগে ।

 2 years ago 

আসলে রঙিন কাগজ দিয়ে তৈরি জিনিস গুলো ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি করে। কিন্তু সময়ের অভাবে সবসময় বানানো হয় না। কিন্তু যখনই সময় পাই কিছু-না-কিছু বানাই। আমিও তোমার পোস্ট দেখি। তুমি মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করো। আমার খুব ভালো লাগে।

 2 years ago 

গাজরে আছে নানা ধরনের পুষ্টিগুণ কথাটি একদম ঠিক বলেছ। আর এই পুষ্টিগুণের কথা চিন্তা করেই গাজর সবজি হিসেবে আমার বাসায় প্রায় প্রায় নিয়ে আসি। তবে এখন গাজরের সিজন না হওয়ার কারণে গাজরের প্রচুর দাম। যাইহোক রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি গাজরের অরিগামি তৈরি করেছো দেখে খুবই ভালো লাগলো। রঙ্গিন কাগজের হলেও গাজরটি দেখতে একদম বাস্তব গাজরের মতো মনে হচ্ছে। এতো চমৎকার করে গাজর টি কিভাবে তৈরী করেছ তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক বলেছ অফ সিজনে গাজরের দাম এতটাই বেশি হয় যে কিনতে যাওয়ার কথা ভাবলেই ভয় লাগে। আমার বানানো অরিগামি খাজুটটি তোমার এত ভালো লেগেছে এটা জানতে পেরে খুবই খুশি হলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ।

খুব সুন্দর হয়েছে আপনার আর্টটি। তবে চোখ মুখ ওয়ালা গাজর এই প্রথমবার দেখলাম।তবে বিজ্ঞানের যে পরিমাণ উন্নতি হচ্ছে তাতে কোনো এক সময় হয়তো চোখ মুখ ওয়ালা গাজর পাওয়াও যেতে পারে।

আমার উপস্থাপনা খুব সুন্দর ছিল। প্রতিটি ধাপ খুব সহভাবেই আমাদের বোঝানোর চেষ্টা করেছেন আপনি। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া এটা আর্ট করিনি। রঙ্গিন কাগজ দিয়ে অরিগামি গাজর তৈরি করেছি।
আর গাজরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটু চোখ মুখে কে দিয়েছিলাম। আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজের সাহায্যে গাজরের অরিগামি বাহ আইডিয়াটা দারুণ ছিল তো খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.029
BTC 63396.97
ETH 2619.18
USDT 1.00
SBD 2.80