ভীতিকর ঢাকা শহর।

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আমি কয়েক মাস ঢাকায় অবস্থান করার পর গত নভেম্বরে বাড়িতে ফিরেছিলাম। একটি ব্যক্তিগত কাজে আমাকে কয়েক মাস ঢাকা থাকতে হয়েছিলো। আপনারা যারা আমার পোস্ট পড়েন তারা জানেন যে ঢাকা শহর আমার কাছে কখনোই ভালো লাগে না। এই শহরের বৈচিত্র্যপূর্ণ খাবার ছাড়া আর কিছুই আমার পছন্দ না। তারপরেও মানুষের জীবনটা এমন যে। যে কাজ করতে আপনার কাছে ভালো লাগবে না বারবার আপনাকে সে কাজটিই করতে হবে। আমিও তার ব্যতিক্রম নই। যার ফলে ব্যক্তিগত কিছু কাজে আমাকে আবার ঢাকা আসতে হয়।

IMG_20221121_103202.jpg

তবে এবার ঢাকায় আসার সময় ঢাকার প্রতি খারাপ লাগা থেকেও যে বিষয়টা বেশি কাজ করছিল সেটা হচ্ছে ঢাকা শহর নিয়ে এক ধরনের ভীতি। এতদিন এই শহরের প্রচণ্ড কোলাহলপূর্ণ পরিবেশ, আর রাস্তা ঘাটের যানজট, চারিদিকে নোংরার ছড়াছড়ি এ সমস্ত কিছু খারাপ লাগতো। তবে এবার তার সাথে যোগ হয়েছে ভূমিকম্প নিয়ে ভয় আর হঠাৎ করে গ্যাস থেকে ঘটে যাওয়া নানারকম দুর্ঘটনা। গত কয়েকদিন ধরেই ঢাকা শহর আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। পরপর দুদিন বেশ বড় দুটো দুর্ঘটনা ঘটেছে ঢাকা শহরে। সেই সাথে রয়েছে ভূমিকম্পে পুরো শহরটা ধ্বংস হয়ে যাওয়ার ভয়।

IMG_20221121_103450.jpg

সবকিছু মিলিয়ে ঢাকা এখন একটি ভয়ানক নগরীতে পরিণত হয়েছে। যে শহর যেকোনো সময় ভয়ানক মৃত্যুপুরীতে পরিণত হবে। তবে তারপরও এই শহরে বসবাসকারী লোকজনের খুব একটা মাথাব্যথা আছে বলে মনে হলো না। সবাই এখনো তার ভবিষ্যৎ নিয়ে নানারকম পরিকল্পনা সাজাতে ব্যস্ত। কিন্তু এই শহরের মানুষজন জানেও না আগামীকাল তাদের জন্য কি অপেক্ষা করছে। এমনিতেই মানুষের জীবনের কোন নিশ্চয়তা নেই। কিন্তু এই শহরের পরিণতি মোটামুটি নিশ্চিত বলা যায়। হয়তো অতি শীঘ্রই এই শহরে এমন কোন ঘটনা ঘটবে যা পুরো শহরটাকে ধ্বংসস্তূপে পরিণত করবে। কারণ এই শহর পরিকল্পনাহীনতা এবং পরিবেশ ধ্বংসের খেলায় মেতে উঠেছে। বারবার বিশেষজ্ঞরা তাদেরকে সতর্ক করে যাচ্ছে কিন্তু সেদিকে তাদের কোন ভ্রুক্ষেপ নেই।

যে শহরের একটি ছোটখাটো বিপর্যয় সামাল দেয়ার ক্ষমতা নেই। সেই শহরে বড় কোন বিপর্যয় হলে কি অবস্থা হবে এটা নিয়ে কেউই তেমন চিন্তা করছে না। সবাই সৃষ্টিকর্তার উপর সমস্ত দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত মনে বসে আছে। আমি আজকে যখন আমার বাসা থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তখন মনে মনে চিন্তা করছিলাম যে এই শহর থেকে অক্ষত ফিরে আসতে পারব কিনা বা আদৌ ফিরে আসতে পারবো কিনা। কারণ এই শহর কখন ধ্বংসস্তূপে পরিণত হবে এটা কেউই বলতে পারেনা। তবে বিশেষজ্ঞরা বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেই যাচ্ছে যে। যে কোন সময় এই শহরে একটি প্রলয়ংনকারি ভূমিকম্প হবে।

আর মানব সৃষ্ট নানা রকম সমস্যা তো রয়েছেই। এই যেমন দুদিন পরপর অগ্নি দুর্ঘটনা ঘটেই চলেছে। তবে এই শহরের মানুষজনকে দেখলে মনে হয় তারা তাদের নিয়তি হিসেবে এই সমস্ত দুর্ঘটনা মেনে নিয়েছে। আমি মনে মনে চিন্তা করছি আমার কাজ শেষ হলে দ্রুত এই শহর থেকে চলে যাব। তবে আমি চলে গেলেও আমার আপনজনদের ভেতর অনেকেই এই শহরে রয়েছে। তাদের জন্য সব সময় চিন্তা হয়। যদিও তাদের ভেতরে এইগুলি নিয়ে খুব একটা চিন্তা-ভাবনা দেখিনি। তারা এখনো তাদের ভবিষ্যতের স্বপ্নে বিভোর। তবে এই স্বপ্ন ভাঙতে যে সময় লাগবে না সেটা নিয়ে তারা একেবারেই চিন্তা ভাবনা করছে না। এখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই মনে হচ্ছে।

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানঢাকা শহর

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার একটি কথার সাথে আমি একমত ভাই, আপনি যে কাজটি পছন্দ করবেন না, সেই কাজটাই আপনাকে বারবার করতে হবে। আর এই ধরনের ঘটনাগুলো যেন সবার সাথেই ঘটে থাকে। আমি যেটা পছন্দ করি না সেটাই আমার সাথেই ঘটে। যাহোক ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছিলেন। আপনার লেখাগুলো পড়ে বুঝতে পারছি ঢাকা শহরকে আপনি একটুও পছন্দ করেন না। কথাই বলে আশায় বাঁচে চাষা। ঢাকা শহরে মানুষ জানে অল্প ভূমিকম্পে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। তারপরও তারা নিজের জীবনকে নিয়ে কত পরিকল্পনা কত রঙ দিয়ে সাজিয়েছে। তবে ঢাকা শহর যে অতি নিকটে মৃতপুরীতে পরিণত হবে এতে কোন সন্দেহ নেই।
ঢাকা শহরে বর্তমান অবস্থার উপর ভিত্তি করে, আপনার লেখাগুলোকে এড়িয়ে যাবার কোন উপায় নেই। পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাই আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া ঢাকা শহরে গ্যাস বিস্ফোরণ, অগ্নি দুর্ঘটনা অহরহ ঘটেই চলছে। তবুও এই ব্যাপারে কারোরই কোন ধরনের সচেতনতা নেই, এমনকি তারা এগুলো নিয়ে তেমন ভাবেই না। তারা এসব দুর্ঘটনাকে দুর্ভাগ্য বলে চালিয়ে দেয় বা দিচ্ছে। আর বিশেষজ্ঞরা সামনে ভূমিকম্পের যে আশংকা করছে,সেটা হলে তো লাশের মিছিল হবে ঢাকাতে। পরিশেষে একটা কথাই বলতে চাই, সৃষ্টিকর্তা যেন সবাইকে সঠিক বুঝ দান করে এবং নিরাপদ রাখে। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.11
JST 0.034
BTC 66384.36
ETH 3272.25
USDT 1.00
SBD 4.27