This post was hidden due to low ratings.

Sort:  
 2 years ago 

আপনার কবিতাটা খুব চমৎকার হয়েছে। বিশেষ করে মানবতার সংস্পর্শ এই কবিতার মধ্যে বহাল ছিল। অনেক অনেক ধন্যবাদ খুব চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমার লেখা কবিতাটা পড়ার জন্য এবং এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 2 years ago 

সত্যি আপনি খুব ভালো লেখেন ভাই। আমি অনেক মুগ্ধ হয়ে পড়ি। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

😊😊

 2 years ago 

ছোট ছোট লাইনের কবিতাটির মাধ্যমে জীবনের বড় এক চ্যাপ্টারের বর্ণনা করে ফেলেছেন। কবিতাটি সত্যি বেশ ভালো হয়েছে।

টাকার পাহাড়ে মোরা
চড়ি তারই পড়ে
আখি দুটি মুদিলে
সবই পড়ে রবে।

দুই দিনের এই দুনিয়াতে মোহ করে কি লাভ! সত্যিই তো দুচোখ বন্ধ করলেই সবকিছু পড়ে রবে। তাই টাকা পয়সা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জিনিসের উপর আমাদের এত মোহ করা উচিত নয়।

মাসখানের পর আমার পোস্টে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। হা হা হা...

 2 years ago 

ভাই খুব বাস্তববাদী একটি কবিতা লিখেছেন। মোহ নামক কবিতাটি পড়ে বাস্তব কিছু কথা সম্পর্কে জেনে নিলাম এবং সতর্ক হয়ে নিয়েছি। মানুষ দুই দিনের দুনিয়ার জন্য যে কত নিচে নামতে পারে তা পত্রিকা বা খবরের মাধ্যমে জানা যায়। তাছাড়া প্রতিটি মানুষের জীবনে হিংসা বা লোভ নিয়ে কোন না কোন ঘটনা থেকেই। শেষের লাইনগুলো খুব বেশি ভাল লেগেছে।

জেনেও করি ভান
না মেটে আশ
লালশা করে তাড়া
মোহ করে গ্রাস।
মোহ করে গ্রাস।

মানুষ তো এখন দিনে দিনে আরও বেশি হিংস্র হয়ে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার লেখা কবিতাটা পড়ার জন্য।

 2 years ago 

এইরকম কুৎসিত ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে যেটা নিউজ খুললেই চোখে পড়ে।আসলে লোভ ,মোহ মানুষকে এতটাই হিংস্র করে তোলে যে, সংবরন করাটার কথা মানুষ ভুলেই যায়।মৃত্যুর পরের কথা কেউ চিন্তায় করে না বলে এই অবস্থা।অনেক সুন্দর কবিতা লিখেছো দাদা।তুমি কবিতার ঝুলি খুলে বসেছো দেখে ভালো লাগলো।ধন্যবাদ

তোমরা সবাই এত সুন্দর সুন্দর কবিতা লেখো, এজন্য আমিও লিখতে বসে গেলাম আর কি। 🤭 খুব ভালো লাগলো তুমি আমার লেখা কবিতাটা পড়েছ।

 2 years ago 

মোহ কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।খুবই সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন কবিতার লাইনগুলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার লেখা কবিতাটা পড়ার জন্য। 😊

 2 years ago 

এই কনটেন্টটি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মাবলীর সর্বশেষ আপডেট ১২ এবং ১৩ (১) নাম্বার রুলসের স্পষ্ট লঙ্ঘন। অন্যের লেখা কপি করে নিজের একাউন্ট থেকে প্রকাশ করা "বাংলা ব্লগ কমিউনিটি" কোনভাবেই টলারেট করে না।

কনটেন্ট সোর্সঃ- Here

আপনি একটি টিকেট ক্রিয়েট করুন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57889.68
ETH 2457.18
USDT 1.00
SBD 2.40