মা দুর্গার ম্যান্ডেলা চিত্রাংকন।

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও খুব ভালো আছি।

আজ আবার নতুন একটি আর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ একটু অন্যরকম আর্ট করার চেষ্টা করেছি । আর কিছুদিনের মধ্যেই দুর্গাপূজা শুরু হয়ে যাবে তাই মাথায় সারাদিন দুর্গাপূজা ঘোরাঘুরি করছিল । আজ হঠাৎ করে মাথায় আসলো একটি মা দুর্গার চিত্র অঙ্কন করা যাক। তারপর অনেক ভেবেচিন্তে একটু অন্যরকম করে মা দুর্গার চিত্রাংকনের চেষ্টা করেছি। আমি ধাপে ধাপে সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি আমার আজকের আর্ট টি। আশা করি আমি কেমন করে অঙ্কন করেছি তা সহজেই সবাই বুঝতে পারবেন। আমার বিশ্বাস আমার আজকের শেয়ার করা চিত্রাংকন টি আপনাদের সবারই ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কেমন করে অংকন করেছি।

20220924_162216.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● বিভিন্ন কালারের কলম
● জ্যামিতিক স্কেল

20220924_164439.jpg

🕉️🕉️ প্রথম ধাপ 🕉️🕉️

প্রথমে স্কেল এবং কালো কলমের সাহায্যে খাতার মাঝ বরাবর একটি দাগ নিলাম।
20220924_120939.jpg

🕉️🕉️ দ্বিতীয় ধাপ 🕉️🕉️

এই ধাপে দাগের এক সাইডে মা দুর্গার চোখ এবং আই ভ্রু অংকন করে নিলাম।
20220924_121402.jpg

🕉️🕉️ তৃতীয় ধাপ 🕉️🕉️

এই ধাপে মা দুর্গার ঠোঁট, নাক এবং নাকের নোলক অংকন করে নিলাম।
20220924_121839.jpg

🕉️🕉️ চতুর্থ ধাপ 🕉️🕉️

এইবার দাগের অন্য সাইটে পাঁচটি অর্ধবৃত্তাকার অংশ অঙ্কন নিলাম।
20220924_133357.jpg

🕉️🕉️ পঞ্চম ধাপ 🕉️🕉️

এইবার অর্ধবৃত্তাকার অংশগুলোর ৫০ শতাংশ জায়গায় কিছু ম্যান্ডেলা ডিজাইন করে দিলাম লাল এবং কালো কলমের সাহায্যে । এরপর প্রথম ধাপে আঁকা দাগটি কে ত্রিশূল এর মতো করে অঙ্কন নিলাম।
20220924_151805.jpg

🕉️🕉️ ষষ্ঠ ধাপ 🕉️🕉️

ত্রিশূলটি কে কালো রং করে দিলাম এবং অর্ধবৃত্তাকার অংশগুলোর যে ৫০ শতাংশ জায়গা বাদ ছিল ডিজাইন করতে সেই জায়গাগুলোয় বিভিন্ন রকমের ম্যান্ডেলা ডিজাইন করে দিলাম।

20220924_160427.jpg

🕉️🕉️ সপ্তম ধাপ 🕉️🕉️

এই ধাপে মা দুর্গার ঠোঁটে লাল রং করে দিলাম এবং নাকের নোলকেও লাল রংয়ের ব্যবহার করলাম।

20220924_161442.jpg20220924_161905.jpg

🕉️🕉️ অষ্টম ধাপ 🕉️🕉️

সম্পূর্ণ অংকন শেষ করে নিজের নাম লিখে দিলাম এই ধাপে।

20220924_162036.jpg20220924_162148.jpg

🕉️🕉️ নবম ধাপ 🕉️🕉️

চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পরে এবং চিত্র অঙ্কন শেষে নিজের নাম লেখার পরে সর্বশেষ যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।
20220924_162216.jpg

আজকের শেয়ার করা মা দুর্গার ম্যান্ডেলা চিত্রাংকন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন , সুন্দর থাকেন ,হাসিখুশি থাকেন , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকেন , সবার জন্য এই শুভকামনা রইল।

🕉️ ধন্যবাদ সবাইকে 🕉️

Sort:  
 2 years ago 

আপনার মা দূর্গার মান্ডেলা চিত্রাংকন টি অনেক সুন্দর হয়েছে। মাঝখানে ত্রিশুল এক সাইটে ফুল দেখতে বেশ সুন্দর লাগতেছে। আপনি অংকনের সাথে সুন্দর করে তৈরি ধাপগুলি উল্লেখ করছেন। ধন্যবাদ আপনাকে মা দূর্গার মান্ডেলা চিত্রাঙ্কন আমাদের সাথে শেয়ার করাব জন্য।

 2 years ago 

সবকিছু মিলে এত সুন্দর ভাবে কমেন্টটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 2 years ago 

অসাধারণ হয়েছে।শারদীয়া উপলক্ষে অনেক সুন্দর একটি ম্যান্ডেলা চিত্র আমাদের উপহার দিয়েছেন।এত কম উপকরণের সাহায্যে এরকম অসাধারণ চিত্রকর্ম তৈরি করা যায়,এটা ভাবাই যায়না।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাই সামনের দুর্গাপূজা উপলক্ষেই এই আর্ট টি করলাম। এটা ঠিক বেশি উপকরণের প্রয়োজন পড়েনি এই আর্ট টি করতে।

 2 years ago 

আর মাত্র কয়েকদিন তার পরেই দেবি দুর্গার আগমন হবে।সনাতন ধর্মালম্বিদের সব থেকে বড় উৎসব হলো এই দুর্গা পুজা।অনেক সুন্দর করে একেছেন মেন্ডালা টি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আর্টটির প্রশংসা করার জন্য। হ্যাঁ এই দুর্গাপূজা আমাদের সব থেকে বড় উৎসব।

 2 years ago 

দুর্গাপূজার চিন্তা করতে করতে মাথায় দুর্গাপূজার আর্ট করার আইডিয়া চলে এসেছে। আর্টটিকেউ আবার নতুনভাবে উপস্থাপন করেছেন ম্যান্ডেলা আর্ট এর মাধ্যমে। ম্যান্ডেলার আর্টের প্রতিটি ছোট ছোট কাজ খুব সুন্দর হয়েছে। তাছাড়া ভিতরে লাল কালার করার কারণে দেখতে আরো সুন্দর লাগছে।

 2 years ago 

এত সুন্দর গুছিয়ে কমেন্টটি করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আর সাত দিন পরেই দুর্গাপুজো, তাই জন্যই মাথায় এসব ঘোরাঘুরি করছিল। সেই চিন্তা থেকে করে ফেললাম আর্ট টি।

 2 years ago (edited)

অনেক অল্প উপকরণের সাহায্যে অনেক বেশি ভালো মা দুর্গার মেন্ডেলা আর্ট করেছেন আপনি।
আপনার জন্য শারদীয় শুভেচ্ছা রইল।

 2 years ago 

হ্যাঁ ভাই বেশি উপকরণের প্রয়োজন পড়েনি এই আর্ট টি করতে।

আজ অব্দি যত গুলো ম্যান্ডেলা শেয়ার করেছ তার ভিতর এটা দেখা আমার শ্রেষ্ঠ ম্যান্ডেলা। অসাধারণ কালার কম্বিনেশন এবং নিখুঁত হাতের কাজ। সব মিলিয়ে সুন্দর একটা ভিউ। পূজাতে তো আমিও ঘুরতে যাব সেই প্লান করে বসে আছি কিন্তু হাতে টাকা পয়সা নেই। হা হা হা...

 2 years ago 

প্রথমেই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আমার আর্টের প্রশংসা করার জন্য। দ্বিতীয়ত ঘুরতে যেতে টাকা পয়সার কোন প্রয়োজন পড়ে না । ফ্রি ট্রেন রয়েছে ট্রেনে উঠে শিয়ালদহ স্টেশন নামার পরে সারা কলকাতা পায়ে হেঁটে ফ্রীতে পুজো উপভোগ করা যায়।

 2 years ago 

আপনার আর্ট দেখে তো আমি মুগ্ধ। আপনি খুবই মনোমুগ্ধকর একটি আর্ট করেছেন। এটি অংকন করতে আপনার অনেক সময় লেগেছে মনে হচ্ছে। আপনি অনেক সময় ব্যবহার করে এই আর্ট করেছেন এবং সকলের মাঝে উপস্থাপনা করেছেন। ভীষণ ভালো লাগলো দেখে।

 2 years ago 

আমার শেয়ার করা চিত্রাংকন আপনাকে মুগ্ধ করেছে জেনে বেশ খুশি হলাম। যাই হোক ওভারঅল এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি অসাধারণভাবে দুর্গা ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রথমে আমার কাছে মনে হচ্ছিল যে আপনি হয়তো সাকসেস হবেন না এই কাজে কিন্তু লাস্ট পর্যন্ত এসে দেখলাম চমৎকার আপনার আর্ট শিল্পের দক্ষতা।

 2 years ago 

না ভাই শেষ পর্যন্ত সাকসেস হয়ে গেছি কোন চিন্তা নেই 🥳।আমার আর্ট করার দক্ষতার প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বিগত দিনগুলোর থেকে আজকের আর্ট টা বেশ খানিকটা আলাদা মনে হচ্ছে। একদিকে মা দুর্গার মুখের ছবি অন্যদিকে মেন্ডেলার চিত্র এবং এই দুটো চিত্রকেই যুক্ত করা হয়েছে ত্রিশূল এর মাধ্যমে। খুব সুন্দর একটা কম্বিনেশন হয়েছে। তাছাড়াও হাতের দক্ষতা এবং কালার কম্বিনেশন তো অসাধারণ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে আমার মন্তব্য প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66331.68
ETH 2720.25
USDT 1.00
SBD 2.87