ইউকেলেলেতে ধন্য ধন্য মেরা সিলসিলা গানের লিড প্লেইং ।। ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

◾️ ৩১ মার্চ
▪️ বৃহস্পতিবার


আসসালামু-আলাইকুম বন্ধুরা
কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকে নতুন আরেকটি গানের উকুলেলে লিড নিয়ে এসেছি আপনাদের মাঝে। আজকে আমার পছন্দের একটি গান ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া গানটি উকুলেলেতে কিভাবে লিড বাজাবেন সেটি আর্টিকেল আকারে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো। তো চলুন শুরু করি।


গান ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুউদ্দিন আউলিয়া
লিরিক্স এন্ড টিউন হাসান আলি চিশতি

গানটি দাদরা তালের একটি গান । দাদরা তালটি হচ্ছে ( পা-সা-সা-পা-সা-সা)। এই গানের জন্য দাদরা তালের এই ফরমেশন (পা- সা-পা -পা -সা ) তালটি বাজাতে হবে। আমি আমার ইউকেলেলেটি দোতারা টিউনিং এর ডি# তে টিউনিং করে নিয়েছি অর্থাৎ ( ডি#-এ#-ডি#-জি#)। ইউকেলেলে তে যেহেতু ৪ টি স্ট্রিং থাকে তাই এক্ষেত্রে উপর থেকে আমরা কাউন্ট করবো । ৪ নাম্বার তারটি হবে ডি# । ৩ নাম্বার তারটি হবে এ# । ২ নাম্বার তারটি হবে ডি# এবং সবার নিচের তারটি হবে জি# তে । ইউকেলেলে টিউনার দিয়ে আমরা প্রথমে টিউনিং করে নিব । এখানে ২ নাম্বার তারটি হবে সা এবং ৩ নাম্বার তারটি হবে পা।

ধন্য ধন্য মেরা সিলসিলা ইউকেলেলে লিড বাই @rokibulsanto


1️⃣ 2 - 2 - 2 - 3 -2 2️⃣ 3
ধন্য ধন্য মেরা

1️⃣ 2 - 2 - 2 - 3 - 2 2️⃣ 3
ধন্য ধন্য মেরা

1️⃣ 0 - 2️⃣ 3 - 2 -0 3️⃣ 3 2️⃣ 2 - 2
সিলসিলা এলো দিল্লীতে

3 - 5 - 3 - 2 - 0 - 0 - 0
নিজামুদ্দিন আউলিয়া এলো

3️⃣ 3 2️⃣ 2 - 2 - 3 - 5 - 3 - 2 - 0 - 0 - 0
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া

1️⃣ 2 - 2 - 7 - 7 - 7 - 7 - 7 - 2 - 2 - 3 - 5 - 3 - 3 - 1
শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুরজ্ঞান

0 - 0 - 2 - 2 - 2 - 3 - 5 - 3 - 5 - 3 - 2 - 2 - 2
রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান

0 - 1 - 2️⃣ 3 - 2
করিতেছে সন্ধান

1️⃣ 2 - 2 - 2 - 3 - 2 2️⃣ 3
রাস্তা থামায় দিল

1️⃣ 0 - 2️⃣ 3 - 2 - 0
কাফিলা এলো

3️⃣ 3 2️⃣ 2 - 2 - 3 - 5 - 3 - 2 - 0 - 0 - 0
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া

1️⃣ 2 - 2 - 7 - 7 - 7 - 7 - 7 - 2 - 2 - 3 - 5 - 3 - 3 - 1
মানত করেছি আমি বড় পীরের দরবারে

0- 0 - 2 - 2 - 2 - 3 - 5 - 3 - 5 - 3 - 2 - 2 - 2
কেমন করে দিব চাদর দেহ-অলির মাঝারে

1️⃣ 2- 2 - 2 - 3 - 2 2️⃣ 3
রাস্তা থামায় দিল

1️⃣ 0-2️⃣ 3 - 2 - 0
কাফিলা এলো

3️⃣ 3 2️⃣ 2 - 2 - 3 - 5 - 3 - 2 - 0 - 0 - 0
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া এলো

3️⃣ 3 2️⃣ 2 - 2 - 3 - 5 - 3 - 2 - 0 - 0 - 0
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া

1️⃣ 2 - 2 - 7 - 7 - 7 - 7 - 7 - 2 - 2 - 3 - 5 - 3 - 3 - 1
হাসানে কয় লালমিঞা ভাই কোনো খবর পাইছনি

0 - 0 - 2 - 2 - 2 - 3 - 5 - 3 - 5 - 3 - 2 - 2 - 2
বালুরঘাটে কে আসিল ইশরাহ ইলসার নিজহামে

2️⃣ 3 1️⃣ 0 - 2️⃣ 3 - 2 - 0 - 0 - 0
ইশরাহ ইলসার নিজহামে

1️⃣ 2 - 2 - 2 - 3 - 2 2️⃣ 3
রাস্তা থামায় দিল

1️⃣ 2 - 2 - 2 - 3 - 2 2️⃣ 3
রাস্তা থামায় দিল

1️⃣ 0-2️⃣ 3-2-0
কাফিলা এলো

3️⃣ 3 2️⃣ 2 - 2 - 3 - 5 - 3 - 2 - 0 - 0 - 0
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া এলো

3️⃣ 3 2️⃣ 2 - 2 - 3 - 5 - 3 - 2 - 0 - 0 - 0
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া

divider.png

গানের লিরিক্স এর উপরের যে নাম্বারগুলো দেয়া আছে তা হচ্ছে ইউকেলেলের ফ্রেট এর নাম্বার। নাম্বারগুলোর এক এক সংখ্যা আলাদা আলাদা সংখ্যা ধরবেন। অর্থাৎ ( ২ ৪ ) এইটা চব্বিশ উচ্চারন না করে ( দুই চার ) হিসেবে ধরবেন। আর এই গানটা যেহেতু ৩ টি স্টিং এ প্লে হয় তাই নীল কালার করা ( 1️⃣ 2️⃣ 3️⃣ ) স্টিং ইনডিকেট করছে। সব লাইনে স্ট্রিং উল্লেখ করে দেইনি।পরের স্টিং না আসা পর্যন্ত বুঝতে হবে যে চলমান স্টিং এই লিড প্লে হবে। শুন্য (০) হচ্ছে ওপেন স্ট্রোক । অর্থাৎ ফ্রেট না ধরে স্ট্রোক করতে হব।
বিভাগ তথ্য
ভিডিও ডিভাইস রেডমি নোট ১০ প্রো

Adnewd a heading (1).png


blogPng.gif

Sort:  

যদিও এসম্পর্কে আমার কোন ধারনা নাই,
তবুও বলব,তালের সাথে লয়ের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল। ভাল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ নজরুল ভাই। সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন। আপনার প্রতি রইলো অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।

 2 years ago 

ইউকেলেলেতে ভালো সুর তুলেছেন ভাই। যে কেউ বুঝতে পারবে আপনি ইউকেলেলেতে কোন গানের সুর তুলেছেন। আপনার কন্ঠ কেমন তা আমার জানা নেই। তবে গানটি গাইলে আরও বেশি ভালো লাগতো। ধন্যবাদ ভাই।

 2 years ago 

গান গাইবো ভাই। পাশে থাকবেন আশা করি। আর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে । অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা রইলো আপনার জন্য

 2 years ago 

ভাইয়া আপনার ইউকেলেলের লিড প্লেইং সত্যি অসাধারণ ছিলো। মুগ্ধ হয়ে গেলাম আপনার লিড প্লেইং শুনে। এই গানটি আমার খুবই পছন্দের একটি গান। আর আপনার উপস্থাপনাও চমৎকার ছিলো ভাই।
শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ রাজু ভাই। সুন্দর কথা বলে আমাকে উৎসাহিত করেছেন। অনেক ভালো লাগে এরকম কমেন্ট পেলে। কাজ করার জন্য উৎসাহ বেড়ে যায়। অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো ভাই

 2 years ago 

আপনার গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। আপনার ইউকেলেলেতে গান টি আমার খুবই ভালো লেগেছে। এই গান টি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ দাদা। আশা করি সব সময় পাশে পাব আপনাকে। অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনার জন্য

 2 years ago 

আগের দিনও আপনার এই ইউকেলেলে ম‍্যাজিক দেখেছিলাম। আজকেও দেখলাম। এটা অনেক জনপ্রিয় একটি গান। আমি একসময় অনেক শুনতাম গানটা। অনেক সুন্দর সুর তুলেছেন। একেবারে মনমুগ্ধকর। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 2 years ago 

আমার পোস্টটি রিস্টিম করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ইমন ভাই। ভালোবাসা থাকল আপনার জন্য ।

 2 years ago 

বেশ ভালো একটি উদ্যোগ, যারা শিখতে চায় তাদের জন্য বেশ সুন্দর একটি সুযোগ।আর আজকে খুব সুন্দর বাজিয়েছেন,তবে আপনার কন্ঠে দুই এক লাইন শুনতে পারলে বেশ ভালো লাগতো।😍

 2 years ago 

গান বেশি একটা করি না ভাই। তবে আপনাদের কিছু শুনানোর জন্য অবশ্যই চেষ্টা করবো। সব সময় পাশে থাকবেন ভাই এই কামনাই করি। অনেক অনেক ভালোবাসা আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65317.17
ETH 2646.03
USDT 1.00
SBD 2.86