আলোকচিত্র - ফুল, প্রজাপতি আর ফড়িং (floret, butterfly & dragonfly photography)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Purple passionflower, এই নামেই পরিচিত এই অদ্ভুত সুন্দর ফুলটি । বাংলায় এর নাম রাখী ফুল, রাখী পূর্ণিমায় ফোটে বলে এমন নাম ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৮ই জুন ২০১৬, দুপুর ১২ টা বেজে ১৮ মিনিট
স্থান : সায়েন্স সিটি, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

গন্ধরাজ ফুল (Floribunda Rose) । সাদা রঙের এই ফুলের বেশ মিষ্টি একটা ঘ্রাণ আছে ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ১০ই এপ্রিল ২০১৬, সকাল ১১ টা বেজে ৫০ মিনিট
স্থান : বারাসাত, পশ্চিমবঙ্গ, ভারত ।

শুষ্ক ধরিত্রীর বুকে এক বিন্দু জলের খোঁজে তৃষ্ণার্ত এক হলদে কালো প্রজাপতি ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ৩০শে জুন ২০১৬, বিকাল ৩ টা বেজে ২২ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

সাদার উপর কালো ফোঁটা দেয়া পাখনা মেলে হলুদ ফুলের থেকে মধু সংগহে ব্যস্ত প্রজাপতি ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ৩১শে জুলাই ২০১৬, দুপুর ২ টা বেজে ৩০ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

সম্পূর্ণ সাদা রঙের এই প্রজাপতিটিও খুবই ব্যস্ত ফুলের থেকে মধু সংগ্রহে ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৪ঠা আগস্ট ২০১৬, দুপুর ২ টা বেজে ০৮ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

পেঁপের ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত কালোর উপরে সাদা ব্যান্ড পরানো এক প্রজাপতি ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ১৮ই আগস্ট ২০১৬, দুপুর ১ টা বেজে ২০ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

ফুলের নাম তিত বা বুনো বেগুন ফুল, দেখতে কিন্তু অদ্ভুত সুন্দর ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ১৮ই আগস্ট ২০১৬, দুপুর ১ টা বেজে ৪৫ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

এই ফুলটিরও নাম জানি না । তবে খুবই পরিচিত একটি ফুল । শিম গাছের ফুল কি না কে জানে ?

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ৩১শে ডিসেম্বর ২০১৬, দুপুর ৩ টা বেজে ৪৪ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

দুর্লভ কালো প্রজাপতি , অপূর্ব দেখতে ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ৩০শে জুন ২০১৬, দুপুর ৩ টা বেজে ০১ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

কালো ভ্রমর , মধু আহরণে ভীষণ ব্যস্ত এখন ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৪ঠা মার্চ ২০১৬, বিকাল ৪ টা বেজে ৫০ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

ফুলের মেলায় প্রজাপতির ওড়াওড়ি ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৫ই এপ্রিল ২০১৬, বিকাল ৩ টা বেজে ৪৬ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

ফড়িং (dragonfly) ও বীটল (beetle) যার যার কাজে ব্যস্ত ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ৩০শে জুন ২০১৬, দুপুর ২ টা বেজে ৫০ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

ক্যামেরা পরিচিতি : Canon
ক্যামেরা মডেল : Canon EOS 1200D
ফোকাল লেংথ : ৫৩ মিমিঃ

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর ছবিগুলো ,দেখে মনটা ভরে গেল।

 3 years ago 

ফুলের ছবি দেখলেই আসলে মন একটা স্বর্গীয় অনুভূতিতে ভরে যায়, ধন্যবাদ আপনাকে ।

অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করেছেন দাদা

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এই সুন্দর কমেন্টটির জন্য ।

 3 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফ, আপনার ফটোগ্রাফির ভাল হাত রয়েছে, আপনার কাছ থেকে আরও ফটোগ্রাফ দেখতে চাই। ভাল থাকুন।

 3 years ago 

প্রশংসা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও শুভ কামনা :)

 3 years ago 

অসাধারণ। আপনি প্রাপ্ত ফলাফলগুলি আমি পছন্দ করি

 3 years ago 

দারুন, আপনাকেও ধন্যবাদ ।

 3 years ago 

আপনার দর্শন এবং সমর্থন করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

ফটোগ্রাফি খুব ভাল আমার বন্ধু, ফুল, প্রজাপতি এবং ঘাসফড়িং খুব সুন্দর, এবং ছবি তোলার উপায়টি টার্গেটে খুব সঠিক, আপনি পেশাদার ফটোগ্রাফি।

 3 years ago 

হ্যাঁ ঠিকই বলেছেন, ফুল, প্রজাপতি এবং ঘাসফড়িংএর ফোটোগ্রাফি খুবই সুন্দর :)

 3 years ago 

সব গুলো ছবি অনেক সুন্দর হয়েছে । তবে সবথেকে আমার কাছে বেশি ভালো লেগেছে সবুজের ভিতরে সাদা ফুলটা ফুটে আছে ওইটা ।ওইটার প্রতি আমার আলাদা টান তৈরি হয়েছে। যাইহোক ভাল হয়েছে সবগুলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

গন্ধরাজ ফুল এর কথা বলছেন ? ওর কিন্তু একটা ভারী মিষ্টি গন্ধ আছে, মন আকুল করে তোলে । ধন্যবাদ আপনাকে ফোটোগ্রাফি গুলো দেখার জন্য ।

ফুল দেখতে খুব সুন্দর লাগছে

 3 years ago 

হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন , ফুলগুলি আসলেই খুব সুন্দর :)

খুবই সুন্দর হয়েছে ভাই সব ছবিগুলো, দেখে আমাকে খুব ভালো লেগেছে।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম বন্ধু ।

 3 years ago (edited)

সবগুলো ছবি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনার মতো আমারো ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে।

 3 years ago 

তাই ? শুনে খুব ভালো লাগলো । আপনিও বেরিয়ে পড়ুন পিঠে ক্যামেরার ব্যাগ ঝুলিয়ে ।

 3 years ago 

স্যার আপনার ছবি গুলো খুব সুন্দর

 3 years ago 

ধন্যবাদ আপনাকে :D

Coin Marketplace

STEEM 0.33
TRX 0.11
JST 0.034
BTC 66753.89
ETH 3256.47
USDT 1.00
SBD 4.34