আমার করা প্রথম গ্রাফিক্স প্রোজেক্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

বেশ কয়েক মাস আগের কথা । আমার অনেকগুলি বিজনেস ব্যাঙ্ক একাউন্টগুলোর মধ্যে একটি একাউন্ট আছে আমাদের বাড়ির কাছেই একটি বেসরকারী ব্যাংকের সাথে । যদিও ওই একাউন্টে আমার তেমন একটা ট্রানসাকশান করা হয় না, তথাপি ব্যাংকের ম্যানেজার এর সাথে আমার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে । তো একদিন উনি ফোন করে বললেন একটি বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান সম্প্রতি বাজারে তাদের নিজস্ব প্রিপেইড ডেবিট কার্ড প্রচলনের অনুমতি পেয়েছে ।

সেই প্রতিষ্ঠানের সিইও তাঁর বন্ধু । তাঁদের প্রিপেইড ডেবিট কার্ডগুলোর design করা দরকার এখন ।যদিও নিয়ম মেনে টেন্ডার ডেকে এই ধরণের কাজের বরাত কোনো একটি প্রতিষ্ঠানকে দেওয়াটাই নিয়ম, কিন্তু তিনি নিজেই কোনো প্রতিষ্ঠানকে দিয়ে কাজটি করিয়ে নিতে চান পার্সোনালি । তাই তিনি তার ফ্রেন্ডকে অনুরোধ করেছেন এমন একটি প্রতিষ্ঠান খুঁজে দিতে ।

এই জন্যই আর কি আমার ব্যাংকের ম্যানেজার আমার কোম্পানিকে কাজটি করে দেয়ার অনুরোধ করলেন । আমি ওনাকে বললাম যে আমার তো সফটওয়্যার ফার্ম, এখানে এই ধরণের কোনো গ্রাফিক্সের কাজ করা হয়ে থাকে না । তবে, আমি দেখলাম খুবই তুচ্ছ একটি কাজ । নিজেই হয়তো পারবো । গ্রাফিক্সের টুকটাক কাজ শিখছি, এখন এই কাজটি যদি নিজে করি তো ভালোই প্র্যাকটিস হয়ে যাবে ।

আমি রাজি হয়ে গেলাম । তবে একটি শর্তে, মোট ৪ ধরণের কার্ড design এ প্রত্যেকটি design পিছু একটা মোটা অংকের টাকা দেয়ার কথা ছিলো সেটা আমাকে দেওয়া যাবে না । আমি সম্পূর্ণ ফ্রি তে কাজটি করে দেব । যদি টাকা পয়সার কোনো ব্যাপার থাকে তাহলে আমি নেই এর মধ্যে । তাদেরকে এটা বললাম যে আমি শখের বশেই কাজটি করতে চাই ।

বিশাল খুশি মনেই রাজি হয়ে গেলো তাঁরা । অনেক টাকা বাঁচলো তাদের । তো আমি ৪টি কার্ডের design করে ফেললাম । পুরো ১ সপ্তাহ লাগলো আমার । কারণ, যখনই একটু ফ্রি টাইম পাই কাজে বসি । একবারে একটানা বেশি সময় দিতে পারিনি ।

আজকে অনেক দিন পরে কিছু ওল্ড ফাইল ডিলিট করতে গিয়ে দেখলাম দুটি ডিজাইন রয়ে গিয়েছে আমার পার্সোনাল ল্যাপটপে । মোছা হয়নি । আজকে এখানে শেয়ার করার পরে মুছে দিলাম তাদের ।পার্মানেন্টলি ।

নিচে কার্ডগুলির ডিজাইন ও কিছু ষ্টেপের ছবি শেয়ার করলাম ।


আর্থিক প্রতিষ্ঠান : Moneypro Wealth Management & Financial Services

Prepaid Card Issuer : RuPay

In association with : NSDL (National Securities Depository Limited)


Card Type : Prepaid Debit Card (Domestic Only)

Card Designer : 😜 (😘


কার্ডের দুটি ভিন্ন Design


Black_prepaid.png

Blue_prepaid.png


কার্ড গুলি ডিজাইন এর কয়েকটি লেয়ার


কার্ড ০১


card1-d1.png

card1-d2.png

card1-d3.png

card1-d4.png

card1-d5.png

card1-d6.png

card1-d7.png

card1-d8.png

card1-d9.png

card1-d10.png

card1-d11.png

card1-d12.png

card1-d13.png


কার্ড -০২


card02-d01.png

card02-d02.png

card02-d03.png

card02-d04.png

card02-d05.png

card02-d06.png

card02-d07.png


Sort:  
 2 years ago 

দাদা এটা শুনে আমার খুবই ভালো লাগলো যে আপনি এই কার্ডটি তৈরি করতে কোন অর্থ নিবেন না।এই কোম্পানির অনেক টাকা আপনি বাঁচিয়ে দিয়েছেন। এত বড় একটি কাজ আপনি টাকা ছাড়াই করবেন জেনে তারা অনেক খুশি হয়েছে।আপনি আসলেই মহৎ ব্যাক্তি দাদা।আপনার প্রতি শ্রদ্ধাশীল বেড়ে গেছে আমার, অনেক সুন্দর করে কার্ডটি তৈরি করেছি। আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

 2 years ago 

কি বলবো। অসাধারন কাজ আপনার দাদা। তার চেয়ে বড় কথা আপনি অনেক উদার মনের মানুষ। কিভাবে ফ্রি তেই ওদের কাজ টি করে দিলেন এতো ব্যস্ত সময় এর মাঝেও। আমি টুকটাক গ্রাফিক্স এর কাজ পারি। তবে কেনো জানি আমার মাথায় ডিজাইন আসে না। মাঝে মধ্যে মনে হয় পৃথিবীতে আমিই মনে হয় এক যার মাথায় ডিজাইন আসে না।

 2 years ago 

আপনার করা প্রথম গ্রাফিক্স প্রোজেক্ট দেখে খুবই ভালো লাগলো দাদা। আপনি অনেক বেশি দক্ষতার অধিকারী। আসলে আপনার অনেক বেশি ইচ্ছা শক্তি রয়েছে। মানুষের ভিতরে যদি অনেক বেশি ইচ্ছা শক্তি থাকে তাহলে সে খুব সহজেই যেকোনো কঠিন কাজও করতে পারে। যেমনটি আপনি করেছেন। আপনার তৈরি করা প্রথম গ্রাফিক প্রজেক্ট দেখে বোঝার কোন উপায় নেই এটি আপনি প্রথম তৈরি করেছেন। একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের কাছেও আপনার এই প্রজেক্টটি হার মানায়। হয়তোবা এমন কোনো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার রয়েছে যারা আপনার থেকে ভালো ডিজাইন করতে পারে না। গ্রাফিক ডিজাইন এর কাজ গুলো খুবই নিখুঁত ভাবে করতে হয়। এগুলো শুধুমাত্র আপনার মত মানুষের দ্বারাই প্রথমবারেই এত সুন্দর করে করা সম্ভব। যেগুলো আমাদের মত সাধারন মানুষরা কল্পনাও করতে পারে না কখনো। কার্ডগুলোর ডিজাইন এবং গ্রাফিক ডিজাইনের কাজ গুলো অসাধারণ হয়েছে। আপনি আপনার বিভিন্ন কাজে ব্যস্ততার মধ্যেও যে এত সুন্দর গ্রাফিক প্রজেক্ট এর কাজ গুলো করেছেন এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। দাদা আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আপনি এভাবেই নতুন নতুন গ্রাফিক প্রজেক্ট তৈরি করুন এই কামনাই করি সব সময়।

 2 years ago 

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WH2CTT1twNKanYsJBPLYUwjWXYjAFiWzVFSpBi1LvCiAeRjBXPNQZyBgWLu9KavyDLD5xNaq57CTJabYXTEn.png

এই ডিজাইনটি আমার ভিশন পছন্দ হয়েছে। দাদা আপনি সত্যিই অনেক বড় মনের মানুষ আবারও তা প্রমান করিয়ে দিলেন। ফ্রিতেই আপনি তাদের কাজ করে দিলেন। আপনার প্রশংসা করতে হয়। আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি

 2 years ago 

দাদা একজন মানুষ কতটা দক্ষ ও পারদর্শী হলে এতকিছুর জ্ঞান থাকে তা আপনাকে দেখে উপলব্ধি করতে পারছি সাথে আবার আপনার সুন্দর ও নিখুঁত কাজ দেখে মুগ্ধ ও হচ্ছি।আসলে আপনার কাজ খুবই পুঙ্খানুপুঙ্খ নিখুঁত ও খুবই সুন্দর ডিজাইন গুলি।এটি না জানলে অনেক কষ্টকর বলে মনে হবে ,আপনার প্রত্যেকটি গ্রাফিক্স প্রজেক্ট অসাধারণ।খুবই ভালো লাগলো দেখে।নতুন একটি কাজ দেখতে পেলাম আপনার থেকে ।ধন্যবাদ দাদা।শুভকামনা রইলো।

 2 years ago 

দাদা আপনার দক্ষতাকে আমি স্যালুট জানাই। আপনি সব বিষয়ে অনেক বেশি পারদর্শী। আমার চোখে দেখা আপনি একমাত্র মানুষ যে প্রতিটি বিষয়ে নিখুঁতভাবে কাজ করতে পারেন এবং আপনার চিন্তা শক্তি অনেক বেশি প্রখর। আপনার মেধা এবং বুদ্ধি দুটোই আমাকে মুগ্ধ করে দেয়। এই কাজগুলো আপনি প্রথম ডিজাইন করেছেন তাও আবার সখের বসে। কিন্তু দেখে বোঝার উপায় নেই এগুলো আপনি প্রথম করেছেন। দেখতে একদম প্রফেশনাল লাগছে। যদিও এই কার্ডগুলোর সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই তবে আমার যতটুকু মনে হচ্ছে এগুলো একদম নিখুঁত এবং সুন্দর হয়েছে। কারণ আপনার কাজকে আমরা সব সময় ভালবাসি এবং সম্মান জানাই। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

দাদা চোখ কপালে উঠার মত একটা গল্প বললেন। কারণ যেখানে মোটা অঙ্কের টাকা ব্যয় করে কাজগুলো করানো লাগতো সেখানে আপনি ফ্রিতে করে দিলেন আশ্চর্যজনক। আসলে দাদা আপনার হৃদয়টা না বিধাতা অনেক বড় করে বানিয়েছে। যাইহোক সেখানেও আপনার একটু প্র্যাকটিসের মন মানসিকতা ছিল, যে কাজটা করলেন আর আপনার হাতটা ক্লিয়ার হল এ কারণে আপনি কাজটা বিনা পয়সায় করেছেন। মাঝের মধ্যে টুকটাক সময় পেয়েছেন তখন করেছেন। আচ্ছা দাদা আপনি পারেন না এরকম কোন কিছু থাকলে আমাকে একটু বলেন শুনতাম যে আমার দাদা এটা পারে না, হাহাহা, এ পোস্টের মাধ্যমে জানা হয়ে গেল যে আপনি গ্রাফিক্সের কাজ জানেন। সত্যি দাদা এটা চিরসত্য যাদের হৃদয় বড় তাদের উপরওয়ালা অনেক বড় জিনিস গিফট করেন, তেমনি আপনিও। আমাদের সাথে অনেক সুন্দর করে আপনার একটা অভিজ্ঞতা এবং এক্সপ্রিয়েন্স এর পোস্ট শেয়ার করেছেন। আপনার জন্য ভালোবাসা অবিরাম।

বাহ দাদা আপনি সত্যিই অলরাউন্ডার। আপনার করা প্রথম গ্রাফিক্স প্রজেক্ট সত্যি অনেক সুন্দর হয়েছে। দুইটি কার্ড আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ দাদা আপনার নতুন গ্রাফিক্স প্রজেক্ট আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইল অবিরাম।

 2 years ago 

কি বলবো দাদা আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। আপনার কাজগুলো এতটা নিখুঁত এবং এত সুন্দর মনের অধিকারী আপনি, আমি এরকম আগে কখনো দেখিনি। এত বড় একটি মোটা অংকের টাকা হাতের কাছে পেয়েও শখের বশে আপনি তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে করে দিলেন। সত্যি বলতে দাদা আপনার মন অনেক বড়, অনেক বড় মনের মানুষ আপনি। তার চাইতে বেশি আনন্দিত হচ্ছে একারণেই আমি আপনার সাথে কাজ করতে পারছি, এটাতেই আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। শুভকামনা আপনার জন্য ও আপনার দীর্ঘায়ু কামনা করছি।

 2 years ago 

আপনি অনেক বড় মনের মানুষ বলতে হয়। না হলে এতো টাকার কাজ কেউ একেবারে ফ্রী তে করে দেয়। এবং কার্ডগুলোর ডিজাইন অনেক সুন্দর হয়েছে। ওদেরও কাজটা হয়ে গেল এবং আপনারও প্রাক্টিস হলো।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.032
BTC 64799.61
ETH 3102.94
USDT 1.00
SBD 3.83