জীবনকে উপভোগ করা উচিত
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনকে উপভোগ করা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন থেকেই মানুষের বয়স বাড়তে থাকে এবং মানুষ তত মৃত্যুর দিকে এগিয়ে যায়। এই জন্ম মৃত্যুর মাঝের সময়টুকুতে আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধরনের কর্ম করতে হয় সব সময়। আসলে কর্মের সময়টা শৈশবকালের পরে এবং বার্ধক্যের আগে এই সময়টুকুতে করতে হয়। কেননা এর আগে এবং পরবর্তীতে মানুষ কখনো কাজ করার ক্ষমতা তেমন একটা বেশি থাকে না। আসলে গরিব পরিবারের লোকদের ক্ষেত্রে একটু আলাদা। কেননা তারা খুব ছোট বয়স থেকেই কঠোর পরিশ্রম করে এবং তাদের পরিশ্রম শেষ হয় মৃত্যুর মধ্য দিয়ে। আসলে এই সকল মানুষেরা জীবনে কখনো একটু আনন্দ উপভোগ করতে পারে না। কেননা তারা দুই বেলা ঠিকঠাকভাবে খাবার খেতে পারেনা তারা কি করে জীবনটাকে উপভোগ করবে। আসলে শুধুমাত্র তারা অন্যের জীবনকে উপভোগ করার মুহূর্তগুলো উপলব্ধি করে।
আসলে তারা অন্যের সুখ দেখে কখনো হিংসা করেনা। আবার কিছু কিছু মানুষ আছে যারা অন্যের আনন্দ জীবন দেখলে সব সময় হিংসা করে এবং মনে মনে ভাবে যে কি করে সেই লোকটি জীবনের অনেক বেশি কষ্ট পায়। আসলে নিজে সুখে না থাকতে পারলেও অন্যের খারাপ কামনা করা মোটেও উচিত নয়। কেননা অন্য মানুষেরা যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের কষ্টটা আরো বেশি বেড়ে যায়। এই পৃথিবীতে আমাদের প্রতিটা সময়কেই উপভোগ করা উচিত। কেননা আমাদের এই অল্প জীবনে যেটুকু সময় পার হয়ে যায় সেই সময়কে আমরা আর কখনো ফিরে আনতে পারি না। কেননা সময় এমন এক স্বার্থপর জিনিস যা আপনার জীবন থেকে একবার যদি চলে যায় সেই সময় কি আপনি আর জীবনে কখনো ফিরে পেতে পারেন না। আসলে ধনী থেকে শুরু করে একদম গরিব কোন মানুষই এক মুহূর্ত সময়কে কখনো ফিরে পেতে পারে না।
আর এই সময়ের মধ্যে আমাদের যেমন সব সময় কর্ম করতে হবে তেমনি অন্য দিক থেকে আমাদের জীবনটাকে উপভোগ করার চেষ্টা করতে হবে। আসলে আমরা যদি সারা জীবন কর্মই করে যাই এবং নিজেদের জীবনটাকে উপভোগ করতে না পারি তাহলে আমার মনে হয় জীবনটা কখনো সার্থক হবে না। আর এই জীবনে যারা কর্মের পাশাপাশি তারা তাদের পরিবারকে নিয়ে আনন্দের সময় গুলো উপভোগ করতে পারে তারাই কিন্তু এই পৃথিবীতে আসল শান্তি পেয়ে থাকে। কারণ আমাদের পাশাপাশি আমাদের পরিবারের লোকগুলো চায় যে তারাও যেন জীবনে একটু আনন্দের সময় পার করুক। আসলে স্বার্থপরভাবে যদি আমরা নিজেদের জীবনটাকে উপভোগ করি তাহলে কিন্তু সেই উপভোগ করাটা মোটেও ভালো নয়। আর আমরা যদি সবাই মিলে মিশে একসাথে বেশি না হলেও অল্প করে নিজেদের জীবনটাকে উপভোগ করতে পারি তাহলে সেখানেই প্রকৃত আনন্দ খুঁজে পাওয়া যায়।
তাইতো আমরা কখনো সময় নষ্ট করবোনা এবং সময়ের প্রতিটা মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করব। আসলে মানুষ কর্মের মাঝেও তারা তাদের নিজেদের জীবনটাকে উপভোগ করতে পারে। আসলে শুধুমাত্র কর্মের অজুহাত দেখিয়ে যদি আমরা জীবনের আনন্দগুলোকে উপভোগ করতে না পারি সেটা কিন্তু আমাদের নিজেদের ব্যর্থতা। কিন্তু এই আনন্দ উপভোগ করতে গিয়ে যদি অন্য কারো ক্ষতি হয় তাহলে সেই আনন্দের কোন মানে নেই। আসলে এই সমাজে আমরা বিভিন্ন লোক একসাথে বসবাস করি। আমরা যদি নিজেরাই আনন্দে উপভোগ করি এবং পাশের মানুষটি যদি সব সময় কষ্টে থাকে তাহলে কিন্তু আমাদের সেই আনন্দটা কখনো সঠিক আনন্দ হবে না। তাইতো আমরা সবাই একে অপরকে সাহায্য করে আমরা সবাই মিলে নিজেদের জীবনটাকে উপভোগ করব এবং সব সময় ভালো কাজ করার চেষ্টা করব।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
যতই দিন যাচ্ছে ততই আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আমাদের জীবনে তেমন একটা আনন্দ করার সুযোগ পাইনি। আমরা চাইলে ও আমাদের জীবন কে আনন্দ উপভোগ করে কাটিয়ে দিতে পারি না। আমাদের জীবনে নানা বাধা বিপত্তি দেখা দেয়। তবু ও আমাদের উচিত আমাদের কে উপভোগ করা।