আনারসের জুস রেসিপি ||১০% বেনিফিশিয়ারি @shy-fox এর জন্য ||

in আমার বাংলা ব্লগ2 years ago

❤️হ্যালো বন্ধুরা,❤️

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আনারসে জুস রেসিপি।


IMG_20220817_164212.jpg

এই গরমে ঠান্ডা ঠান্ডা আনারসের জুস খেতে কার না ভালো লাগে। আমারতো আনারসের জুস খেতে খুব ভালো লাগে। আমাদের শরীরের জন্য অনেকটা উপকার করে। আমি আনারসের জুস বানানোর সময় এতে আদা দিয়েছি আর গোলমরিচগুঁড়া দিয়েছে। অনেকে অনেক ভাবে আনারসের জুস বানায়। আমি গোল মরিচ গুড়া দিয়ে বেশি ভালো লাগে। আমি আনারসের জুস বাসায় কিভাবে বানায় সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


উপকরণ সমূহ

GridArt_20220817_171558958.jpg


  • ঠান্ডা পানি
  • আনারস
  • আদা কুচি
  • চিনি
  • গোল মরিচ গুড়া
  • বিট লবণ

প্রথম ধাপ


IMG_20220817_163149.jpg

IMG_20220817_162100.jpg

  • আনারস কে এ ভাবে পাতলা করে কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপ


IMG_20220817_163130.jpg

IMG_20220817_162932.jpg

  • কয়েকটি গোলমরিচ কে থেঁতো করে নিয়েছি।


তৃতীয় ধাপ


IMG_20220817_163454.jpg

  • এবার মিক্সার গ্রাইন্ডার আনারসের পাতলা পিস গুলো দিয়েছি।


চতুর্থ ধাপ


IMG_20220817_163519.jpg

  • এবার এতে পরিমাণমতো ঠান্ডা পানি দিয়েছি।

পঞ্চম ধাপ


IMG_20220817_163623.jpg

IMG_20220817_163540.jpg

  • এরপর এতে পরিমাণমতো চিনি, বিট লবণ, আদা কুচি ও গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি।


ষষ্ঠ ধাপ


IMG_20220817_163700.jpg

  • এরপর মিক্সার গ্রাইন্ডার এ খুব ভালো করে গ্রাউন্ড করে নিয়েছি ।


সপ্তম ধাপ


IMG_20220817_163801.jpg

  • এবার একটা পরিষ্কার গ্লাসে আনারসের জুস গুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি।

পরিবেশন


IMG_20220817_164225.jpg

IMG_20220817_164212.jpg


  • এবার একটি আনারসের টুকরো দিয়ে আনারসের জুস পরিবেশন করেছি।


এই ছিল আমার আজকে রেসিপিটি। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yMrkN95iACM6JEPjQUwssKPdRYDZVCj7cnKCpzoGAnAST67j2uPjVeyGJ1tkH8yX9Xftm73LjbLms7YM4uRF9doFNodGr.png

W5LtFUPm6g7111bbdcuxu3bfUg5qaCq8seb5paCtrrT7zPhVA7He5L3ATNWdTk57geSDCJwoZJ8fyUQ4pMUBXLanAJ6HxpDHiRAgXKxxNah3LZ65CaUsTR4qWNkdA8Mbj8KtN1zYZWAvj7zrUUzt3xau9hYcW.png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ3hpsmoj15mmztu6xAp1uYqepUBz9ZLy6c2CAuuUCLy64p2REDu9P9ehHG6rH...Xb8dAZvrpjAYtqC66r4AtimBK7MufjYUZLQavMScAp8tZoUGCJ74n9kkU4prh1pFMTZYufwf5GrhxEqKjpmSiRCmtqDoNFfaperGNPXzcpuwDJAX3yGYCCn5ED.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Sort:  
 2 years ago 

বর্তমানে যে প্রচুর গরম৷কোনো কিছু ভালো লাগে না ৷আর এই সময়টাতে আনারস খাওয়ার উপযুক্ত সময় ৷যাই হোক আপনার আনড়স থেকে রস করার ধাপ গুলো ভালো লেগেছে

 2 years ago 

জ্বি ভাইয়া এইটাই আনারস খাওয়ার আসল সময়।

 2 years ago 

আনারসের জুস আজও কখনো খাইনি তবে দেখে বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু এবং চমৎকার এই গরমে এমন একটা রেসিপি খেতে পারলে ভালোই হতো মনে হচ্ছে খুব শীঘ্রই তৈরি করতে হবে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আনারসের জুস খেতে বেশ ভালো লেগেছে।তাড়াতাড়ি বাসায় তৈরি করে খেতে পারেন। ভালো লাগবে।

 2 years ago 

আমার কাছে আনারসের জুস খেতে অনেক ভালো লাগে। তবে অনেকদিন হলো বানানো হয় না। আসলে আনারস ফল টাই মজার। খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে মজাদার জুস এর রেসিপিটি শেয়ার করেছেন আপু। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সব সময় এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আনারসের জুস অনেক দিন ধরে বানাতে চাচ্ছিলাম বানানো হচ্ছিল না।আজ অবশেষে বানিয়ে ফেললাম।

Shake it, shake it! 💃💃🍡🍡Re-posted.

 2 years ago 

আনারসের শরবত আমার বেশ পছন্দ। আনারসের দিন আসলে আমি তো আনারসের জুস করে খাই। কিছুদিন আগে আমিও আনারসের জুসের রেসিপি রেসিপি শেয়ার করেছিলাম। আপনার আনারসের জুস টি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে।

 2 years ago 

আপনার জুস রেসিপি টি অনেক ভালো লেগেছিল।অনেক ধন্যবাদ।

 2 years ago 

আনারস দিয়ে জুস তৈরি করে আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। গরমের সময় যেকোন ফলের জুস খেতেই ভালো লাগে। অনেক সুন্দর ভাবে জুস তৈরির পদ্ধতি তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু গরমে জুসের কোন বিকল্প নেই। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বর্তমানে প্রচন্ড তাপদাহে এরকম এক গ্লাস ঠান্ডা জুস শরীরের জন্য যে কতটা উপকারী তা আর বলার অপেক্ষা রাখে না। একদম সময়োপযোগী খুব উপকারী একটি আনারসের জুস রেসিপি শেয়ার করেছেন। দেখে খুব ভালো লাগলো। সুস্বাদু এই জুস রেসিপিটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

গরমের কথা চিন্তা করে জুস বানানো বেশ ভালোি লেগেছে।

 2 years ago 

এই গরমে ঠান্ডা ঠান্ডা আনারসের জুস । আহা ভাবতেই যেন প্রশান্তি লাগছে । বাজারে এখনো প্রচুর পরিমাণে আনারস পাওয়া যাচ্ছে এই সুযোগে এইভাবে জুস বানিয়ে নিলে মন্দ হয়না । ধন্যবাদ আপু সময় উপযোগী একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ।

 2 years ago 

বাজারে আনারস দেখে মনে হয় প্রতিদিন আনারস খাই।

 2 years ago 

আনারস দিয়ে খুব সুন্দর একটি জুস তৈরি করেছেন। এই গরমে এরকম এক গ্লাস আনারসের জুস খেলে হিমেসের শরীর ঠান্ডা হয়ে যাবে। সুন্দর একটি জুসের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই গরমে এক গ্লাস জুস অনেকটা প্রশান্তি নিয়ে আসে।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 
যে গরম পরেছে পানি জাতীয় খাবার বিশেষ করে শরবতের বিকল্প নেই। আনারসের জুস এর আগে খাইনি। আপনার রেসিপিটি দেখে লোভ হচ্ছে। বাসায় বানিয়ে দেখতে হবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আনারসের জুসের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 2 years ago 

আনারসের জুস খেয়ে দেখবেন খুব ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66028.29
ETH 2694.36
USDT 1.00
SBD 2.89