আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব- ৮২ || প্রকৃতির অপরুপ সৌন্দর্য by ripon40

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • প্রকৃতির অপরুপ সৌন্দর্য
  • ২০, সেপ্টেম্বর ,২০২৩
  • বুধবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমার সেরা ফটোগ্রাফি পর্ব- ৮২ জন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।



_1695194931382-01.jpeg


Device : Redmi note 11
প্রকৃতির অপরূপ সৌন্দর্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



ফটোগ্রাফি আমার শখ। আমি শখ হিসেবে ফটোগ্রাফি করি।প্রকৃতির সৌন্দর্য গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রকৃতি তার সৌন্দর্য দ্বারা মানুষকে মুগ্ধ করে। আজকে সুন্দর একটি বিকেল কাটিয়েছি সবুজ প্রকৃতির মাঝে । খুবই সুন্দর এবং মনমুগ্ধকর পরিবেশ ছিল। আজকের বিকেলটি অসাধারণ ছিল। সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায় ভিন্ন ভিন্ন রূপে তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে থাকে। সেটা উপভোগ করতে কার না ভালো লাগে বিভিন্ন সময়ে সৌন্দর্য তা উপভোগ করতে আমি খুবই পছন্দ করি ।যেটা প্রতিনিয়ত উপভোগ করে থাকি। প্রকৃতির রূপের বর্ণনা করলে শেষ হবেনা যেটা সময়ের সাথে সাথে তার রুপের পরিবর্তন ঘটায়। যেটা প্রকৃতিপ্রেমীরা উপভোগ করতে খুবই পছন্দ করে ।আমিও চেষ্টা করি প্রকৃতির রূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার। আজ কিছু প্রকৃতির অপরূপ সৌন্দর্য এর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



#১

IMG_20230914_141343-01.jpeg


Device : Redmi note 11
নীল আকাশের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এইতো কিছুদিন আগে সকালে ঘুম থেকে উঠে নদীর দিকে যাই ঘুরতে নদীতে পানির পরিমাণ কম থাকায় জেলেদের মাছ ধরার ব্যস্তময় দৃশ্যটি দেখতে গিয়েছিলাম। তাছাড়া সকলের সুন্দর আবহাওয়া উপভোগ করতে ভালো লাগে। জেলেরা মাছ ধরায় ব্যস্ত অন্যদিকে মাছের বেপারি সেই মাছ কিনে নেয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে দিয়েছে সেই দৃশ্যের ফটোগ্রাফি করেছি।

#২

IMG_20230916_115229-01.jpeg


Device : Redmi note 11
বন ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের ফুল দেখতে পাওয়া যায় বাংলাদেশে। বর্তমানে বিভিন্ন ফুলের মৌসুম এ সময় প্রচুর ফুল দেখতে পাওয়া যায় বাংলাদেশে।বিশেষ করে গ্রামীণ পরিবেশের সব জায়গাতেই আম গাছ রয়েছে সেজন্য তৃপ্তিময় আম সবাই খেতে পারে। বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের আম রয়েছে যেগুলো খেতে দারুন স্বাদ যেটা খেতে প্রতিবছরই অপেক্ষায় থাকি এবারও তার ব্যতিক্রম হয়নি।

#৩

IMG-20230716-WA0014-01.jpeg


Device : Redmi note 11
কৃষকের পথ চলা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



সময়টি যখন বর্ষাকাল বর্ষাকাল মৌসুমী নদীর পাড়ে মানুষের জীবনযাত্রার মান পাল্টে যায়। বর্ষার সময় নদীতে ভরপুর পানি থাকে সেই মুহূর্তে তাদের ব্যতিব্যস্তময় দৃশ্য গুলো দেখতে খুবই ভালো লাগে। ভাসমান ডেঙি নৌকাগুলো দেখতে খুবই সুন্দর বিকেল মধ্যে নদীতে কাটানো মুহূর্তগুলো অনেক সুন্দর হয়। সেই মুহূর্তের দৃশ্যগুলো প্রায়ই উপভোগ করা হয়ে থাকে যেটা প্রতিনিয়ত উপভোগ করতে খুবই পছন্দ করি। এইরকম সৌন্দর্য উপভোগ করে আমার কাছে তাদের ব্যস্তময় দৃশ্য গুলো খুবই ভালো লাগে।

#৪

IMG_20230916_113430-01.jpeg


Device : Redmi note 11
মাশরুম
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



বর্ষাকালীন সময় নদীর পানে কত কিছুই না দেখতে পাওয়া যায়। এই সুন্দর দৃশ্য গুলো দেখতে খুবই ভালো লাগে। চীনা হাঁস নদীর পানে চেয়ে থাকা দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার নিরব নিস্তব্ধতা বলে দেয় প্রকৃতির সৌন্দর্য বর্ষাকালী সময়ে কতটা সুন্দর সেটা এই ছবিটির মাধ্যমে প্রমাণ হয় ।চেষ্টা করেছি হাঁসের নদীর পানে চেয়ে থাকার দৃশ্যটি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করে আপনাদের মাঝে তুলে ধরার।

#৫

IMG_20230908_160528-01.jpeg


Device : Redmi note 11
খেওয়া নৌকা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এমন কিছু দৃশ্য দেখলে আসলেই ভাবনার জগতে ফিরে যেতে মন চায়। অনেক কিছু জানতে চায় আসলে ভালোবাসাটা এমন একটা জিনিস সেটা এই ধরনের পশুর দৃশ্যপট প্রমাণ করে। মহিষের গাড়ি মানে না কোন বাধা যে কোন পথ রাস্তায় চলতে পারে। কাদামাটির রাস্তা তাদের কাছে খুবই প্রিয়। নদীর পানিতে তাদের চলাচল যেটা সত্যি আমাদের অবাক করে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে।

#৬

IMG_20230819_185013-01.jpeg


Device : Redmi note 11
সূর্যাস্তের মুহূর্তের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এই ছবিটি অনেকদিন আগে তোলা হয়েছিল। সূর্যাস্তের মুহূর্তে পশ্চিম আকাশে এই দৃশ্যটি প্রায়ই দেখতে পাই। আমার কাছে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে সূর্যের লালচে আকার ধারণ যেটা সত্যিই মুগ্ধ করেছিল ।নদীর পাড়ে বসে এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে কেনা পছন্দ করে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ।

#৭


IMG_20230331_001446-01.jpeg


Device : Redmi note 11
রাতের বেলা নদীর পাড়ের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



রাতের বেলার অপরূপ সৌন্দর্য এবং দিনের বেলার অপরূপ সৌন্দর্য দুটোর পার্থক্য দুই রকম । আসলে এই সুন্দর পরিবেশ এবং জোসনা রাতের দৃশ্যপট সত্যিই উপভোগ্য । এরকম দৃশ্য হয়তো খুব কম দেখা যায়। ছোট্টবেলা যখন বিদ্যুৎ ছিল না সেই সময় আমরা যেটাকে চেরাগ বা বাতি বলে থাকতাম আঞ্চলিক ভাষায় । এখনো অনেক জায়গা সেটার ব্যবহার দেখতে পাওয়া যায় একটি দোকানে সে দৃশ্যটি দেখতে পেয়েছিলাম।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে নীল আকাশের ফটোগ্রাফি এবং সূর্যাস্তের মুহূর্তের পটভূমি খুবই ভালো লেগেছে।

 last year 

চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই দারুণ আর আমার খুবই পছন্দের। নীল আকাশের ফটোগ্রাফি গুলো অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে।

 last year 

প্রকৃতির কিছু চমৎকার ও নয়নাভিরাম দৃশ্যের ফটোগ্রাফি আপনার মাধ্যমে দেখতে পেলাম ভাই।প্রতিটি ফটোগ্রাফি দেখে যেন মনটা জুড়িয়ে গেল।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 last year 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আমার কাছে বেশ ভালো লাগে।চমৎকার ফটোগ্রাফি শেয়ার করছেন আপনি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল এবং সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

প্রকৃতির চমৎকার কিছু উদ্দেশ্য আপনি ক্যামেরা বন্দী করে আমাদের মাঝে শেয়ার করছেন দেখে অনেক ভালো লাগছে। আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর এবং অন্য রকম একটা ভাব পাওয়া যাচ্ছে। ফটোগ্রাফি সাথে সাথে খুব সুন্দর ভাবে সেগুলো উপস্থাপন করেছেন দেখে আরো বেশি ভালো লাগছে।

 last year 

প্রকৃতির অপরুপ সৌন্দর্য্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। আপনার এধরনের চমৎকার চমৎকার ফটোগ্রাফি দেখলে যে কেউ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। নদীতে নৌকা এবং নীল আকাশের ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারন লাগতেছে। মাশরুম দেখতে অনেক সুন্দর লাগতেছে ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

আপনি ঠিক বলেছেন ভাই, রাতের অপরূপ দৃশ্য এবং দিনের অপরূপ দৃশ্যের মধ্যে পার্থক্য রয়েছে। তবে রাত ও দিনের অপরূপ দৃশ্যগুলো দেখতে সত্যিই সুন্দর হয়। আজ আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

সত্যি ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছেও বেস্ট লেগেছে। প্রত্যেকটি ফটোগ্রাফি এত চমৎকার ছিল দেখে আমি চোখ ফেরাতে পারিনি। মনে হচ্ছিল যেন আপনি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি গুলো উঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

ভাইয়া প্রকৃতির অপরুপ সৌন্দর্যের ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দারুন লাগলো। আকাশের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।বন্য ফুল,কৃষকের পথচলা,মাশরুম,নৌকা সবগুলো ফটোগ্রাফি ই দারুন লেগেছে।ধন্যবাদ আপনাকে সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

অসাধারণ একটি ফটোগ্রাফি পর্ব দেখলাম। আসলে কোন ফটোগ্রাফি টা প্রশংসা করব সেটাই বুঝতে পারছি না কারণ একটার চেয়ে আরেকটা সুন্দর। অসাধারণ এই ফটোগ্রাফি পর্বটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65769.61
ETH 2674.27
USDT 1.00
SBD 2.86