মোহনার তীরে গিয়ে কাটানো সুন্দর মুহূর্ত || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • মোহনার তীরে গিয়ে কাটানো সুন্দর মুহূর্ত
  • ০২, আগস্ট ,২০২২
  • মঙ্গলবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি মোহনার তীরে গিয়ে কাটানো সুন্দর মুহূর্ত গল্প শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1659392436796-01.jpeg


Device : A20s
নদীর তীরে গিয়ে কাটানো সুন্দর মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


ঘোরাঘুরি করতে পছন্দ করে না এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমিও খুবই ঘোরাঘুরি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে খুবই পছন্দ করতাম। আমার কিছু বন্ধু ছিল তারাও ঘুরতে খুবই পছন্দ করে। বন্ধুদের চাওয়া-পাওয়ার সাথে মিল থাকলে তাহলে তো কোন কথাই নেই। যেখানে দুচোখ যায় সেখানেই যেতে মন চায় মন শুধু চায় ছুটাছুটি করতে বিভিন্ন জায়গায় অচেনা দৃশ্য গুলো উপভোগ করতে।

IMG_20220727_173823-01.jpeg

IMG_20220727_172847-01.jpeg


Device : A20s
নদীর তীরে গিয়ে কাটানো সুন্দর মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



নদীর পাড়ে গিয়ে কাটানো মুহূর্তটা সত্যিই অসাধারণ হয়ে থাকে। আমরা আজকে যে জায়গাটিতে গিয়েছিলাম সেটি হল দুইটি নদীর সংযোগস্থল সেখানে বর্ষাকালীন সময়ে দুটো নদীর মিলন ঘটে থাকে। বর্ষার শেষে সেখানে বালুকাময় দৃশ্য পটভূমি দেখতে পাওয়া যায়। আমরা অনেকদিন হলো সেই জায়গাটিতে যাওয়ার কথা বলছিলাম বন্ধুদের সাথে অনেকদিন আগে সেই জায়গাটিতে ঘুরতে গিয়েছিলাম। সেই সময় শুধু বালুকাময় স্থান ছিল এখন চাকচিক্য পানি রয়েছে। সেটা অনেকের ঘোরাঘুরির মাধ্যমে জানতে পেরেছি।

IMG_20220727_170628-01.jpeg

IMG_20220727_171108-01.jpeg


Device : A20s
নদীর তীরে গিয়ে কাটানো সুন্দর মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



বর্ষাকালীন সময়ে নদীতে ভরপুর পানি থাকে কিন্তু এবার শাখা প্রশাখা নদী গুলোতে তেমন একটা পানি হয়নি। বাড়ির পাশে অনেক শাখা-প্রশাখা নদী রয়েছে যেগুলোতে আমরা নৌকা নিয়ে অনেক ঘুরাঘুরি করে থাকি কিন্তু এবার পানি আসার কোন সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি না ।সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম মোটরসাইকেল নিয়ে মোহনার তীরে গিয়ে বিকেল মধ্যে দারুন সময় অতিবাহিত করব। দুইদিন আগে সিদ্ধান্ত নিয়েছিলাম বের হব কিন্তু বের হওয়ার সময় বৃষ্টি পড়তে থাকে। সেজন্য সেই দিন আর যাওয়া হয়নি তাই আজকে এই সিদ্ধান্ত নিয়েছিলাম যাব ঘুরতে। আমাদের বাসা থেকে সেখানে যেতে এক ঘন্টা সময় লাগবে। আমরা তিনটা মোটরসাইকেল নিয়ে আমাদের গন্তব্য স্থলের উদ্দেশ্যে রওনা দিলাম।

IMG_20220727_172258-01.jpeg

IMG_20220727_172316-01.jpeg


Device : A20s
নদীর তীরে গিয়ে কাটানো সুন্দর মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমরা মোহনার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে রওনা দিয়েছে মাঝপথ থেকে আমাদের একজন অতিথি ও আমাদের সঙ্গে যাবে। তাদের বাড়ির পাশ দিয়ে নতুন পথ ধরে যেতে শুরু করলাম। আগে কখনো এই পথ রাস্তা দিয়ে যাওয়া হয়নি। নতুন ধরনের বা নতুন জায়গায় যেতে খুবই ভালো লাগে। এই ধরনের পরিবেশ উপভোগ করতে হবে আমি খুবই পছন্দ করে থাকি। তাদের বাড়ির পাশে গিয়ে তাকে নিয়ে আমরা মোহনার উদ্দেশ্যে রওনা দিয়েছি ।সেখানে গিয়ে বিকেল সাড়ে চারটার দিকে পৌঁছে যায়। অল্প সংখ্যক মানুষের ঘুরতে যাওয়া দেখতে পেয়েছিলাম কারণ বিকেল যত যাবে তত মানুষের আধিক্য বেশি দেখা যাবে ।আমরা জায়গাটির দৃশ্য ভালই উপভোগ করতে শুরু করলাম।

IMG_20220727_170315-01.jpeg

IMG_20220727_170609-01.jpeg


Device : A20s
নদীর তীরে গিয়ে কাটানো সুন্দর মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



সেখানে পৌঁছানো মাত্রই আমরা বাইক রেখে চাকচিক্য পানির ভেতরে সবাই নেমে গিয়েছি। মরুভূমির মতো বালুকাময় স্থান সমান্তরাল হওয়ায় পানির গভীরতা খুবই কম ।চারিদিকে পানির জলরাশি ধারা বেষ্টিত যেটা দেখতে খুবই সুন্দর এবং বিকেল মুহূর্তের সেরা মুহূর্ত তৈরি হয়েছে ।সবাই বিকেলে সেখানে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করে থাকে। সমুদ্রের তীরে বীচে গিয়ে মানুষ যেরকম সুন্দর মুহূর্ত উপভোগ করে থাকে ঠিক তেমনি একটা পরিবেশের এখানে সৃষ্টি হয়েছে। যেটা উপভোগ করতে এসে বুঝতে পেরেছি ।শহরের মানুষের ব্যস্ততার পর এই জায়গায় এসে তারা দারুন সময় অতিবাহিত করে থাকে। আমরা সবাই চারিদিকে ঘোরাঘুরি করতে থাকলাম এবং যে যার মত ফটোগ্রাফি এবং বিভিন্ন ভাবে সময়টা উপভোগ করতে থাকি। সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছিল।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 2 years ago 

আপনার ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে আপনি নদীর তীরে কত সুন্দর একটি সময় কাটিয়েছেন। আসলে নদীর তীরে ঘুরতে আমারও খুব ভালো লাগে। নদীর তীরে গেলে অন্যরকম একটা আনন্দ অনুভূতি হয়।যাইহোক নদীর তীরে ঘুরতে গিয়ে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি এবং সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

হ্যাঁ নদীর তীরে দারুন সময় অতিবাহিত করেছিলাম জায়গাটি খুবই সুন্দর এই বর্ষাকালের সময়ে সবাই এই জায়গাটির সুন্দর মুহূর্ত উপভোগ করতে পছন্দ করে।

 2 years ago 

নদীর পাড়ে গিয়ে কাটানো মুহূর্তটা সত্যিই অসাধারণ হয়ে থাকে

আপনি ঠিকই বলেছেন ভাইয়া নদীর পাড়ে গিয়ে কাটানো মুহূর্ত আসলে অসাধারণ হয়ে থাকে। এবং আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম আপনি নদীর মধ্যে হেঁটে এবং বাইকে রয়েছেন তা দেখে আমার সবথেকে ভালো লেগেছে এত সুন্দর ভাবে ফটো গুলো ক্যামেরা বন্দী করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলে এরকম মধ্য অতিবাহিত করতে খুবই পছন্দ করি জায়গাটি দেখতে অনেক সুন্দর সেখানে অনেক লোক এসে তাদের সুন্দর মত উপভোগ করছে।

 2 years ago 

পদ্মা নদীর মোহনায় গিয়ে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন সেই সাথে অসাধারণ কিছু আলোকচিত্র আমাদের মধ্যে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো দেখে

 2 years ago 

হ্যাঁ ভাইয়া পদ্মা নদীর তীরে মোহনায় গিয়ে দাঁড়ানো অতিবাহিত করেছিলাম অনেক ভালো লেগেছিল জায়গাটি।

 2 years ago 

নদীর তীরে সময় কাটাতে বেশ ভালোই লাগে। আকাশটা দেখছি একদম নীল রংয়ের দেখা যাচ্ছে। নদীর পানির ঢেউয়ে আবার দেখছি আকাশের প্রতি ছবি পড়েছে। এই দৃশ্য গুলো বেশি ভালোই লাগে। দেখছি বাইক নিয়ে একদম পানিতে চলে এসেছেন। অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল। ফটোগ্রাফি গুলো বেশ ভালো ছিল।

 2 years ago 

হ্যাঁ নদীর ঢেউ এর উপর আকাশের প্রতি ছবি ভেসে উঠেছে সত্যিই পরিবেশটা অনেক সুন্দর ছিল উপভোগ্য।

 2 years ago 

আপনাদের মত আমাদের এখানেও একই অবস্থা। নদীগুলোতে মোটেই পানি হয়নি। অন্য সময় এমন দিনে নদী পানিতে ভরপুর থাকে। আর আপনার ঘোরাঘুরির ছবিগুলো দেখে আমারও ইচ্ছে হচ্ছে ঘুরতে যেতে। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

নদীতে নৌকা নিয়ে ঘুরাঘুরি করব অনেক বড়ই কল্পনা করে রেখেছি কিন্তু পানি হচ্ছে না।

 2 years ago 

নদীতে হালকা ঢেউ আর উপরে নীল আকাশে কিছুটা সন্ধানেমে এসেছে দেখতে খুবই সুন্দর লাগছে। ছবিতে এত সুন্দর ভাবে দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন যার প্রশংসা না করলেই নয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

হ্যাঁ নদীতে হালকা ঢেউ উপরে নীল আকাশ যেটা সৌন্দর্য বৃদ্ধি করেছে প্রাকৃতিক দৃশ্যটি আরো দেখতে সুন্দর লাগছে।

 2 years ago 

পদ্মা ও গড়াই মোহনায় কাটানো সময়টা খুবই ইনজয় করেছিলাম যদিও এটি নদীর পাড় কিন্তু দেখে মনে হয় কোন সমুদ্রের তীরের হাঁটছে অসাধারণ ছিল।।

 2 years ago 

হ্যাঁ অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলাম পদ্মার নদীর তীরে মোহনায় অনেক ভালো লেগেছিল।

 2 years ago 

আপনি প্রতিনিয়ত ক্ষুদ্রতম সাপোর্ট দিয়ে চলেছেন যেটা সত্যি আমাদের জন্য অনেক বড় পাওয়া।

 2 years ago 

নদীর ভেতর দিয়ে রাস্তা আছে নাকি ভাইয়া ? মোটরসাইকেল নিয়ে গিয়েছেন দেখছি । সন্ধ্যার পূর্বে ওয়েদারটা চমৎকার লাগছে , এরকম ওয়েদার উপভোগ করার মত আসলে ।

 2 years ago 

নদীর ভেতর দিয়ে রাস্তা নেই তবুও জায়গাটি অনেক শক্ত যেখানে মোটরসাইকেলের স্বাভাবিক ভাবেই চলাচল করা যায়।

 2 years ago 

নদীর পাড়ে কাটানো মুহূর্তগুলো সত্যিই অসাধারণ ছিল। এত সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করলেন। সত্যি সেই মুহূর্তটা প্রেমে পড়ে গেলাম।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন নদীর পাড়ে কাটানোর মুহূর্তে অসাধারণ ছিল আসলে প্রকৃতির রূপ সৌন্দর্য অপরূপ থাকলে সেটা সত্যিই অনেক ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65669.27
ETH 2668.58
USDT 1.00
SBD 2.87