This post was hidden due to low ratings.

Sort:  
 2 years ago 

সবার জন্য প্রয়োজনীয়য একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আমাদের সমাজে বিনয়,ভদ্রতা আর নম্রতাকে দুর্বল ভেবে বসে অনেকেই।এর মধ্যে যে শক্তি আছে,সম্মান আছে,তা অনেকেই ভুলে যাই। ঠিকই বলেছেন,নীরবতা হল সমস্ত অর্থহীন প্রশ্নের সর্বোত্তম উত্তর এবং হাসি হল সমস্ত জটিল পরিস্থিতিতে সর্বোত্তম প্রতিক্রিয়া। শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

আপনি একেবারে ঠিক বলেছেন ভাইয়া নীরবতা কখনো দুর্বলতা হতে পারে না। কারণ সব সময় মানুষ তর্কে জড়ায় না। যারা জ্ঞানী তারা কখনো কোন মুর্খের কথায়, কোন অপমানজনক কথার উত্তর দেয় না। তার মানে এই নয় যে সে নীরব আপনার সব কথা শয়ে গেল। এটাও এক ধরনের নিরব প্রতিবাদ যেটার ভাষা বোঝার ক্ষমতা সবার থাকে না।

 2 years ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগল, আসলে নীরবতা দুর্বলতা নয়,এটা বাস্তব। আমরা মনে করে নীরব থাকলেই হয়তো সে হেরে যায় তা নয়।আর কারো কিছু দিতে হলে মনে লাগে টাকা পয়সা মুখ্য বিষয় নয়। আপনার লেখাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হুম ভাই ঠিক আর যথার্থই বলেছেন ৷ এমন সুন্দর একটি ব্লগ শেয়ার করেছেন যার প্রতিটি লাইনে ছিল যুক্তিযুক্ত কথা৷ ওই বলে না মাঝে মধ্যে না বলার চেয়ে নিরব থাকা অনেক শ্রেয় ৷
সর্বোপরি যাই হোক মানুষ ৷ আর মানুষ মাত্রই ভুল তাই বলে এমন কিছু করা যাবে না ৷
তবে যে বললেন

নীরবতা হল সমস্ত অর্থহীন প্রশ্নের সর্বোত্তম উত্তর এবং হাসি হল সমস্ত জটিল পরিস্থিতিতে সর্বোত্তম প্রতিক্রিয়া।

এই কথাটা একদম সত্য বলিছেন ৷ যা হোক অনেক ধন্যবাদ এমন সুন্দর আর বাস্তবিক অনুভুতির পোষ্ট শেয়ার করার জন্য ৷

 2 years ago 

সকল ঝামেলায় নীরবতাই হলো উত্তম পন্থা। এর মাধ্যমে নিজেকে ছোট করা না বরং নিজেকে বড় করা হয়। বেশ ভালো বলেছেন আপনি সবকিছু সময়ের হাতে ছেড়ে দেওয়া উত্তম।

 2 years ago 

আপনি কিন্তু প্রত্যেকটা কথা একেবারে বাস্তবিক এবং সত্যি বলেছেন যেগুলোর সাথে আমি একমত। আসলে নীরবতা হল সমস্ত অর্থহীন প্রশ্নের সর্বোত্তম উত্তর এবং হাসি হল সমস্ত জটিল পরিস্থিতিতে সর্বোত্তম প্রতিক্রিয়া। সত্যি নীরবতা কখনো দুর্বলতা হতে পারে না জ্ঞানী মানুষ কখনো তর্কে জড়ায় না। এবং সকল প্রশ্নের উত্তর সময় আসলেই দেওয়া যায়। ভালো লাগলো আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে।

 2 years ago 

আসলে সবকিছুই মানুষের মানুষিকতার উপর নির্ভর করে। আর মানুষের মানুষিকতা নির্ভর করে সে কোন পরিবেশ থেকে উঠে এসেছে তার উপর। যাইহোক ভালো লিখছেন,আর টাইটেল টা বেশ ভালো ছিল।🙏

 2 years ago 

প্রথমে বলি আপনার টাইটেলটা পড়তে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি ঠিকই বলেছেন নীরবতা দুর্বলতা নয়। এরকম বিষয় গুলোর মাধ্যমে নিজেরা কখনো ছোট হয় না। আসলে নীরবতা হলো সমস্ত অর্থহীন প্রশ্নের সর্বোত্তম উত্তর। আপনার প্রত্যেকটা কথার সাথে আমি পুরোপুরিভাবে একম। ভালোই লিখেছেন আপনি আপনার আজকের এই পুরো পোস্ট যার মাধ্যমে বেশ ভালোই একটা টপিক ফুটে উঠেছে।

 2 years ago 

আপনি একজন ভেরিফাইড এবং well known ইউজার।আপনার কাছ থেকে এটা আশা করিনা আমরা কখনোই।আপনাকে ব্যান করা হচ্ছে।কেস সলভ করতে আপিল সেকশন এ যোগাযোগ করুন।

source: https://na.linkedin.com/posts/sumona-sharmin-1558291b8_%E0%A6%95%E0%A6%AA-activity-7016656544612196352-x4fm

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68650.88
ETH 2429.74
USDT 1.00
SBD 2.37