মোহনা নদীর তীরে কাটানো সুন্দর মুহূর্ত || ( ১০%লাজুক খ্যাকের জন্য)
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- মোহনা নদীর তীরে কাটানো সুন্দর মুহূর্ত
- ১৯, এপ্রিল ,২০২২
- মঙ্গলবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি মোহনা নদীর তীরে খুব সুন্দর মুহূর্ত পার করলাম । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
Device : A20s
মোহনা নদী
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
আমি বিকেল মুহূর্তে খোলা আকাশের নিচে সুন্দর মুহূর্ত উপভোগ করতে খুবই পছন্দ করি ।যেটা প্রায় করা হয়ে থাকে আজকে মোহনা নদীর তীরে খুব সুন্দর মুহূর্ত পার করেছি। বাংলাদেশ নদীমাতৃক দেশ বাংলাদেশে অসংখ্য নদ নদী রয়েছে যেগুলো ভিন্ন ভিন্ন নামে পরিচিত হয়। বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে পদ্মা নদী যেটা দুই কিলোমিটার দূরে অবস্থিত নদীর তীরে বিকেল মুহূর্তে সুন্দর সময় উপভোগ করতে সবাই বেশি পছন্দ করে। দিনের ব্যস্ততা শেষে সবাই বিকাল মুহূর্তে তার সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য এরকম পরিবেশে গিয়ে ভীর জমায়।
পদ্মা নদীর তীরে সুন্দর মুহূর্ত অনেকদিন হলো উপভোগ করা হয় আজকে তার ভিন্নতা নিয়ে কথা বলবো। পদ্মা নদী এবং গড়াই নদীর সংযোগস্থলকে মোহনা বলে। যেটা সংযুক্ত হয়ে দুই দিকে বয়ে চলেছে । সেখানে কখনো যাওয়া হয়নি হঠাৎ মোহনা নদীর কথা মনে পড়ে গেল। সেখানে অনেকে ঘুরতে যায় জায়গাটি অনেক সুন্দর চারিদিকে বালুকাময় স্থান খোলা জায়গা যা উপভোগ করার মতো। আমরা কয়েকজন বন্ধু মিলে দুপুর টাইমে বের হয়েছি সেখানে গিয়ে বিকেল মুহূর্তে পৌঁছাই। সেখানে যাওয়ার বিভিন্ন রাস্তা আছে যেটা আমাদের অচেনা লোকেশন ট্যাগ করে আমরা আমাদের গন্তব্যের দিকে যেতে শুরু করি। মোটরসাইকেল নিয়ে সেখানে গিয়ে পৌঁছাতে দেড় ঘন্টা সময় লেগেছিল।
নতুনত্বের ছোঁয়া নিতে সবাই পছন্দ করে যেটা আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে নতুন কোন জায়গা বা পথ ধরে যেতে বেশি ভালো লাগে। সবকিছুই অচেনা ছিল সেজন্য এত বেশি ভালো লাগছিল। আমরা যেহেতু মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম বালুকাময় রাস্তা দিয়ে যেতে একটু কষ্ট হয়েছিল। তবুও আমরা নদীর তীরে গিয়ে পৌঁছানোর চেষ্টা করি। অবশেষে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যায় সেখানে পৌঁছানো মুহূর্তেই গোসল করার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় বর্ষাকালীন মৌসুমে নদীতে অনেক গোসল করেছি সেই অনুভূতি থেকে গোসল করার ইচ্ছা জাগ্রত হয়। প্রচন্ড গরম পড়েছিল সেজন্য গোসল করার ইচ্ছেটা বেশি হয়েছিল কিন্তু আমরা সেই রকম প্রস্তুতি নিয়ে যায়নি তবুও আমার এক বন্ধু হাফ প্যান্ট পড়ে গোসল করতে নেমে যায়। তার গোসল করার দৃশ্য দেখে আমারও ইচ্ছে ছিল এইভাবে নদীতে নেমে গোসল করি কিন্তু কোন উপায় ছিল না। যাই হোক সে গোসল করলো আমরা শুধু পরিবেশটা উপভোগ করতে থাকলাম।
রাস্তায় প্রচন্ড ধুলাবালির কারণে অনেক ধুলাবালি শরীরের জমে গিয়েছিল। তাই আমরা নদীতে হাঁটু পানি পর্যন্ত নেমে হাত মুখ ভালোভাবে ধুয়ে নিয়ে ফ্রেশ হই। তারপর চারিপাশে সৌন্দর্য তা উপভোগ করি। দুই নদীর সংযোগস্থল যেটা মোহনা নামে পরিচিত। এই সময়ে জায়গাটিতে বালুকাময় চড়ের সৃষ্টি হয়েছে। হালকা বাতাস বইছে খোলা আকাশের নিচে এইভাবে মুক্ত বাতাস বা হাওয়া খাইতে খুবই ভালো লাগে। যাই হোক সেখানে আমরা দুই ঘন্টা যাবৎ অবস্থান করেছিলাম অনেক ভালো সময় পার করেছি। এইরকম সময় উপভোগ করতে আমার খুবই ভালো লাগে। রোজা থেকে ঘুরাঘুরি করতে একটু কষ্ট হয়ে যায় তবুও ভালো লাগে। তারপর আমরা ইফতারের আগেই সেখান থেকে শহরের উদ্দেশ্যে ফিরে যাই শহরে গিয়ে ইফতার করি। এভাবেই বিকেলের সুন্দর মুহূর্তটা উপভোগ করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
আপনি অত্যন্ত ভাগ্যবান ভাই কেননা আপনার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী আর নদীর চারপাশে যে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে তা বলে বোঝানোর নয়।আমার কাছে আপনার ফটোগ্রাফি করে অনেক ভালো লেগেছে বিশেষ করে আপনার বন্ধুর পানিতে নামা ছবিটি।
এটা আপনি ভুল বলেন নি আসলে নদীর চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মানুষকে মুগ্ধ করে সুগঠিত মতামত পেশ করার জন্য ধন্যবাদ।
ক্ষুদ্রতম সাপোর্ট দিয়ে আমাদের পাশে রয়েছেন যেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আর এভাবেই আপনার সাপোর্ট দিয়ে পাশে থাকবেন সেটাই কামনা করি।
বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশে রয়েছে ছোট-বড় অসংখ্য নদী। নদীর তীরবর্তী অঞ্চল এর সৌন্দর্য মুগ্ধ করে প্রকৃতির প্রেমীদের। তাইতো সবাই নদীর তীরে সুন্দর সময় উপভোগ করার জন্য মাঝেমাঝে ঘুরতে যায়। নদীর তীরে আপনার কাটানো সুন্দর মুহুর্ত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনি ঠিকই বলেছেন নদীর তীরবর্তী অঞ্চলের সৌন্দর্য তা সত্যিই মানুষকে মুগ্ধ করে খোলা আকাশের নিচে মনোরম পরিবেশ উপভোগ করতে খুবই ভালো লাগে।
মোহনা নদী বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী নদী ।আপনি মোহনা নদীর তীরে খুব ভালো সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে।এভাবে সময় কাটাতে কার না ভালো লাগে ।আপনার জন্য শুভকামনা থাকলো
হ্যাঁ মোহনা নদী বাংলাদেশের ঐতিহ্যবাহী নদী সেই জায়গাটি খুবই সুন্দর মুহূর্ত পার করেছি ভাইয়া।
কতদিন থেকে যে নদীতে গোসল করা হয় না ভাই, থাক সে কথা নয় নাই বললাম। তবে আপনার পানিতে নেমে গোসল করার দৃশ্য দেখে ভীষণ ইচ্ছা ছিল একটু পানিতে নামার ☺️। আর সত্যি কথা বলতে ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল।
নদীতে গোসল করার মজাই আলাদা ঠিকই বলেছেন যেটা করতে সবাই পছন্দ করে কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না ধন্যবাদ।
আসলে ভাই নদীর ধারে প্রাকৃতিক পরিবেশ খুবই অসাধারণ হয়ে থাকে । পানির ঢেউয়ের সাথে সাথে হাওয়া (বাতাস) যখন গায়ে এসে লাগে তখন খুব ভালো লাগে। খুব অসাধারণ মুহূর্ত পার করেছেন। আপনার আলোকচিত গুলো অসাধারণ হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ধন্যবাদ।
নদীতে ঢেউ বহমান থাকে যেটা সামনেতে বাতাসের দোলা দেয় আমার কাছে সেটা উপভোগ করতে খুবই ভালো লাগে।
আসলে এমনই করা উচিত। কারণ মজার সময় গুলো সব সময় পাওয়া যায় না। তাই সময়ের সঠিক ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। আমিও আপনার বন্ধুর মতো একবার গোসল করেছিলাম। ভালো সময় কাটিয়েছেন।
সে সময়ের সঠিক ব্যবহার করেছিল কেউ আমরা পানিতে গোসল করার উদ্দেশ্যে যায়নি কিন্তু সে বুদ্ধি কাজে লাগিয়ে পানিতে নেমে গেল।
আপনার বন্ধু দেখা যাচ্ছে আমাদের দলের লোক। আমরাও গরমের দিনে নদীর পাড়ে ঘুরতে গেলে সাধারণত গোসল না করে ফিরি না। ভালো লাগলো আপনার ভ্রমন কাহিনী। নদীর পাড়ের সৌন্দর্য আসলে বর্ণনাতীত। ছবিগুলো দারুণ হয়েছে।
তাই নাকি আপনারাও নদীতে গেলে গোসল না করে ফিরেন না জেনে ভাল লাগল আসলে নদীর পানিতে গোসল করার মজাই আলাদা ভাই।
আমরা সবাই প্রকৃতির প্রেমে মুগ্ধ। দুই নদীর মিলনস্থল হচ্ছে মোহনা। প্রকৃতির সান্নিধ্য লাভ করাও একটা সৌভাগ্যের বিষয়। মোহনাতে বালুর মধ্যে ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আর হবেই না বা কেন মোহনা সেতো মোহনায় প্রকৃতির এক সৌন্দর্যের লীলাভূমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার তোলা ছবির মাধ্যমে আমরা মোহনা দেখতে পেলাম।
হ্যাঁ ঠিকই বলেছেন আমরা সবাই প্রকৃতির প্রেমে মুগ্ধ তুই নদীর মিলনস্থলে খুব সুন্দর মুহূর্ত পার করেছি আপনাদের কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।
দেখে মনে হচ্ছে খুবই দারুণ সময় কেটেছে আপনার মোহনা নদীর তীরে। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ও করেছেন আপনি। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। আমাদের মাঝে খুব সুন্দর ভাবে প্রত্যেকটি ফটোগ্রাফি তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
হ্যাঁ আপু মোহনা নদীর তীরে খুব সুন্দর মুহূর্ত পার করেছে যেটা উপভোগ করতে খুবই ভালো লাগে আপনার কাছে ভালো লাগায় কাম্য ছিল ধন্যবাদ।