ক্রিপ্টো টোকেন ট্রন (TRX) জমানো - প্রথম সপ্তাহ।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম। আজ সোমবার, ৩১ অক্টোবর, ২০২২। প্রথমেই সকলের সুস্থতা কামনা করছি। শীতের সকালের মিষ্টি রোদের ঝলমলে মিষ্টি আলোর মতো উজ্জ্বল হয়ে উঠুক আপনার জীবন।

Polish_20221031_102214683.png

আজ থেকে প্রায় দেড় বছর আগে থেকে আমি ট্রন সম্পর্কে ভালো ধারণা পেতে শুরু করেছিলাম। ভালো ধারনা বলতে ট্রন ইকোসিস্টেম সম্পর্কে হিউজ নলেজ রাখি না, তবে এর ভালো মন্দ কিছু বিষয়ে ধারণা রাখি। আর এটা পেয়েছি দাদার থেকে। দাদা আমাদেরকে না বললে হয়তো ট্রেনের ভালো দিকগুলো সম্পর্কে আমি জানতেই পারতাম না। আমি সবসময়ই দাদার প্রতি কৃতজ্ঞ। দাদা সেই অনেক আগে থেকেই TRX জমানোর একটা উদ্যোগ নিয়েছে যেটা আমার কাছে তখনই খুবই ভালো লেগেছিল। কারণ আমি বিশ্বাস করি একটা নিয়ম করে ধৈর্য ধরে যদি কোন কিছু জমানো যায় নির্দিষ্ট সময় পর গিয়ে সেটার অংক বিশাল আকার ধারণ করে।

উদাহরণস্বরূপ আমি বলতে পারি আমাদের টার্গেট ডিসেম্বর উদ্যোগটি নিয়ে। পাওয়ার আপের এই উদ্যোগটি এখন পর্যন্ত সফল একটি উদ্যোগ। যার একটি টার্গেট নিয়ে পাওয়ার আপ করে যাচ্ছে তারা এক সময় কল্পনাও করতে পারেনি তারা কতদূর পর্যন্ত পাওয়ার গ্রো করতে পারবে । কিন্তু এখন এসে যখন পিছনের দিনটির কথা মনে পড়ছে, সবাই তখন অবাক হচ্ছে যে তারা ধীরে ধীরে কতটা দূরে এগিয়ে এসেছে। আমি নিজেই অবাক হই আমার ওয়ালেটের দিকে তাকিয়ে।

ট্রন নিঃসন্দেহে সেরাদের মধ্যে বিরাজ করে। সুপার ফাস্ট ট্রানজেকশন, ফি লেস সুবিধার কারণে অত্যন্ত জনপ্রিয় এটি। এটির ফিউচার যে অনেক ভালো সেটা বলার অপেক্ষা রাখে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতি সপ্তাহে ১০০ টি.আর.এক্স জমাবো, যেটা আমার ভবিষ্যতে কাজে লাগবে। আর আমার টার্গেট হলো ৫০০০ TRX জমানো।

এটি আমার প্রথম সপ্তাহ। চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে আমার ওয়ালেটে TRx জমাচ্ছি।

প্রথম স্টেপ:- প্রথমে ট্রাস্ট ওয়ালেট থেকে ডিপোজিট এড্রেস কপি করে নিলাম।

IMG_20221031_091743.jpg

দ্বিতীয় স্টেপ:- ট্রেনলিংক ওয়ালেট থেকে ট্রাস্ট ওয়ালেট ডিপোজিট এড্রেসে ১০০ TRX পাঠিয়ে দিলাম।

IMG_20221031_091847.jpg

IMG_20221031_091927.jpg

তৃতীয় স্টেপ:- ১০০ TRX ট্রান্সফার সাকসেসফুল দেখাচ্ছে।

IMG_20221031_092034.jpg

IMG_20221031_091956.jpg

চতুর্থ স্টেপ:- ট্রাস্ট ওয়ালেট এ ঢুকে নিশ্চিত হলাম আমার প্রথম সপ্তাহের ১০০ TRX জমানো সম্পূর্ণ হয়েছে।

IMG_20221031_092535.jpg

আমি খুবই খুশি প্রথম সপ্তাহে ১০০ TRX জমাতে পেরে। প্রত্যেক সপ্তাহে এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো। আপনারাও চেষ্টা করুন যতটুকু সম্ভব জমিয়ে রাখার। আশা করি ভবিষ্যতে কাজে দিবে।

আমার টার্গেটের ৫০০০ TRX জমাতে আরো ৪৯০০ TRX প্রয়োজন। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যেই আমি ৫ হাজার টি.আর.এক্স জমানো সম্পূর্ণ করতে পারবো। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

দাদার এই উদ্যোগ সত্যি চমৎকার ৷ আপনিও দাদার থেকে ট্রেনের ভালো দিকগুলো সম্পর্কে জেনে ট্রন জমানো শুরু করেছেন দেখে সত্যিই অনেক ভালো লাগলো ৷ আসলে ধীরে ধীরে এভাবে প্রতিনিয়ত কিছু ট্রন জমালে একদিন অনেক ট্রন জমে যাবে ওয়ালেটে ৷ আশা করি ১০০ করে ট্রন প্রতি সপ্তাহে জমালে খুব শিঘ্রই ৫০০০ ট্রন জমা হয়ে যাবে আপনার ওয়ালেটে ৷ আপনার জন্য শুভ কামনা রইলে ৷

 2 years ago 

ভাই আপনি যেভাবে ট্রন জমানো শুরু করেছেন মনে হচ্ছে আপনি অল্প কিছু দিনে আপনার টার্গেট পূরণ করে ফেলবেন। আপনার ৫০০০ ট্রন পূরণ হতে আর মাত্র বাকি আছে ৪৯০০ট্রন। আপনি অনেক সুন্দর ভাবে এই সপ্তাহে আমাদের মাঝে ১০০ ট্রন জমিয়ে শেয়ার করেছেন। আমিও গত কয়েক সপ্তাহ ধরে ট্রন পোস্ট শুরু করেছি। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার TRX জমানোর জার্নি শুভ হোক। টার্গেট ডিসেম্বর এর বিষয়টা সত্যি একটি সাকসেস ফুল উদ্যোগ বলা যায়। আমি নিজে আমার লক্ষ্যে পৌছেছি পাওয়ার আপ এর মাধ্যমে। এমন টার্গেট সিস্টেম না থাকলে হয়তো এই স্টিম গুলোই বের করে ফাও কাজে খরচ হয়ে যেতো। অথচ এখন আমার নিজের পাওয়ার হিসেবে সব আছে। ধন্যবাদ সুমন ভাই।

 2 years ago 

টি,আর,এক্স সম্পর্কে বেশ কিছু তথ্য জানা রয়েছে এবং আমি নিজেও প্রতি শুক্রবারে ton fan club এর কনটেস্টে প্রতিনিয়ত জয়েন করি এবং যতটুকু সম্ভব একটা অ্যামাউন্ট প্রতি সপ্তাহে আমি জমিয়ে স্টেকিং করি। অনেক অনেক ধন্যবাদ আপনার এই জমানো দেখে অনেকেই অনুপ্রেরণা পাবে।

 2 years ago 

বাহ দাদা,আপনি ও ট্র্ন জমানোর উদ্যোগ নিয়েছেন দাদার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে।এটা খুবই ভালো সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য।এভাবে পাওয়ার আপের মতো ধীরে ধীরে অনেক ট্রন জমা হবে।আপনার জন্য শুভকামনা রইলো।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60752.38
ETH 2453.49
USDT 1.00
SBD 2.63