নতুন বছরের জন্য প্রস্তুত তো??

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভালো আছেন। এইতো আর কিছুক্ষণ পর আমরা ২০২২ সাল ফেলে রেখে ২০২৩ সালে পা দিতে যাচ্ছি। ২০২২ সাল ছিল রং তামাশায় ভরপুর একটি বছর। আবার অনেক ট্রাজেডির সাক্ষী হয়েছে পৃথিবী। কি ছিল না ২০২২ সালে??

রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জাপানের সাবেক প্রেসিডেন্ট কে হত্যা, ফিলিস্তিনের উপর হামলা, রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু, সারা বিশ্বের অর্থনৈতিক দুরবস্থা ইত্যাদি ইত্যাদ সময়ের সাক্ষী এই ২০২২ । আবার ২০২২ ছিল অনেক কিছু অর্জনের। বাংলাদেশ এই ২০২২ সালে দুটি বড় এচিভমেন্ট স্বচক্ষে দেখেছে। একটি হল স্বপ্নের পদ্মা সেতু আরেকটি হল মেট্রোরেল। এই ২০২২ সালে আমরা সর্বকালের সেরা বিনোদিত বিশ্বকাপ দেখেছি।

যাইহোক ২০২২ সাল ছিল অনেক ভালো খারাপ মিশিয়ে একটি বছর। প্রত্যেক বছর আমরা নতুন কিছুর স্বপ্ন দেখি। আমরা সব সময় চাই অতীতের ভুলগুলো শুধরে সামনের যাত্রা মসৃণ রাখতে। গত একটি হ্যাংআউটে দাদা একটি কথা বলেছিল আপনাদের কি মনে আছে?? আমরা ২০২২ এ যে ভুলগুলো করেছি, সে ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ২০২৩ কে সাজাতে হবে। এমনটি যেন না হয় যে ২০২৩ এর ভুলগুলো ২০২৪ এ গিয়ে শুধরাবো। এমনটা যদি করি তাহলে প্রত্যেক বছর আমাদের এই ভুল এবং শুধরানোর মধ্যে দিয়েই যেতে হবে। এ বছর আমরা যে ভুলগুলো করেছি এই ভুলগুলো যেন রিপিট টাইম আর না হয় এই ব্যাপারটা আমাদের একটু গভীরভাবেই ভেবে দেখতে হবে। ভাবতে হবে আর নিজেকে কঠোর করতে হবে।

আমাদের এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। আমাদের অনেক দূর যেতে হবে। পিছনে ফিরে তাকানোর মতন সময় আসলে আমাদের নেই কিন্তু আমরা বারবার এই ভুলটি করে ফেলি। পিছনের লোকে কি বলল সে ব্যাপারে কান দেওয়াটা একেবারেই ঠিক হবে না। চিনেছেন তো এ বছরে যে আপনার আসল বন্ধু কারা আর শত্রু কারা?? কিছু মানুষের মধুর কথার মাঝে বিষ লুকিয়ে আছে। এগুলো আমাদের খুব সুক্ষভাবে ভাবে চিন্তা করতে হবে। আবার কিছু মানুষকে শুধু শুধু ভুল বুঝতে যেয়েন না। আপনার শুভাকাঙ্ক্ষী যে একেবারে নেই তাও নয়। সর্বোপরি নিখুঁতভাবে চিন্তা ভাবনা করতে হবে আর সঠিক মানুষটিকে চিনতে হবে। এটা একটা চ্যালেঞ্জ কিন্তু আপনি যদি সঠিক মানুষটিকে চিনতে পারেন তাহলে দেখবেন আপনার পথ চলাটা অনেক সহজ হয়ে যাবে।

আমার যথেষ্ট জ্ঞান নেই আপনাদেরকে বুদ্ধি দেয়ার মত। আমি নিজেই অনেক ক্ষুদ্র। আমি সবার থেকেই শিখতেছি। তবে শুধু চেষ্টা করি নিজের মনের কথাগুলো প্রকাশ করতে। আপনাদের চিন্তার জগতের কাছে হয়তো আমি কিছুই না। তবে সত্যিই ভালো আর খারাপ ব্যাপার গুলো আমি ফিল করতে পারি।

২০২২ সালে আমাদের কমিউনিটিতে অনেকগুলো অপ্রিতিকর ঘটনা ঘটেছে। অবশ্য আমরা সেগুলো খুব দ্রুতই সমাধান করে নিয়েছি। বাংলা ব্লগের ইউজাররা ওই সকল ঘটনা থেকে যথেষ্ট শিখেছে। ঐ সকল টক্সিক বিষয়গুলো থেকে শিক্ষা নেওয়ায় আমার মনে হয় ২০২৩ সালটা আমাদের কমিউনিটির জন্য অনেক কালারফুল হবে। আমাদের কমিউনিটি যত বেশি কালারফুল হবে আমাদের ব্লগিং জার্নিটা তত বেশি আনন্দদায়ক হবে।

যাহোক আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আরো দুটি কথা বলতে চাই সেটা হচ্ছে থার্টিফার্স্ট নাইটে আপনারা মজা করবেন ঠিক আছে কিন্তু আপনার মজার কারণ অন্য কারো যেন ক্ষতি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। গতবছর ঢাকা শহরে ঘটে যাওয়া ঘটনা তো আপনারা সকলেই জানেন। আসা করি সবাই নিজে সাবধানে থাকবেন, অন্যকে সাবধানে করবেন । সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ।

fireworks-587514_1280.png
image source & credit: copyright & royalty free PIXABAY



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 last year 

অনেক সময় মজা করতে গিয়ে অনেকের ক্ষতি হয়ে যায়। আসলে থার্টি ফার্স্ট নাইট সবাই হয়তো ভিন্নভাবে উদযাপন করে। কিন্তু সবাইকে সচেতনভাবে উৎসব পালন করা উচিত। কারণ বিপদ বলে কয়ে আসে না। বিপদের দিকগুলো খেয়াল রেখে সবাইকে সচেতন থাকতে হবে। তবে নতুন বছর যেন সবার ভালোভাবে শুরু হয় এবং নতুন বছর ভালো কাটে এই প্রত্যাশাই করি। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের নতুন বছরে বুঝে শুনে এগুতে হবে। দুষ্টু লোকের মিষ্টি কথায় সত্যিই ভোলা যাবেনা।

আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই 🎉 নতুন দিন আর নতুন উদ্যমে এগিয়ে চলুন এই কামনা করছি।

আমাদের নববর্ষ উদযাপনে সত্যিই সতর্ক হওয়া উচিত।

 last year 

চিনেছেন তো এ বছরে যে আপনার আসল বন্ধু কারা আর শত্রু কারা?? কিছু মানুষের মধুর কথার মাঝে বিষ লুকিয়ে আছে।

একদম ঠিক কিছু কথা বলেছেন ভাইয়া। আসলে আমি এ কথাগুলোর সাথে একমত। আর সত্যি বলতে আমি চিনে গিয়েছি কোন মানুষগুলো আপন আর কোন মানুষগুলো পর আর কোন মানুষগুলো স্বার্থের জন্যই পাশে থাকে। যাই হোক সবকিছু থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এবং নিজের মত এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। নতুন বছর সবার ভালো কাটুক এই প্রত্যাশা করি।

 last year 

আপনাকে নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া অনেক ভালো কাটুক আপনার নতুন দিনগুলো।আসলে ২০২২ সাল টা তেমন পরিস্থিতি ভালো ছিল না।আশা করছি ২০২৩ সালে আমরা ভালো কিছু পাবো।কথায় আছে "যায় দিন খারাপ, আসে দিন ভালো" এই প্রত্যাশা করে নতুন বছরের পথচলা।

 last year 

নতুন বছরের শুভেচ্ছা রইল দাদা ৷ আসলেই ২০২২ সালে অনেক কিছুই দেখালাম ৷ ভালো খারাপ মিলিয়েই বছরটা শেষ হয়ে গেলো ৷ গত হ্যাংআউটে দাদা কথা গুলো সত্যিই অনেক ভালো লেগেছিলো ৷ এই বছরের ভুল গুলো নতুন বছরেই শুধরাবো ৷ এবং নতুন বছরে ভালো কিছু করবো ৷ ধন্যবাদ দাদা আপনাকে পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ৷

 last year 

এই থার্টিফার্স্ট নাইটে সবাই ভিন্নভাবে উদযাপন করছে আর এই উদযাপনের মধ্যে দিয়ে এই দিনটি সবাই পার করছে। বিগত বছরে অনেক সাফল্য অনেক ব্যর্থতার সবকিছু নিয়েই শেষ করলাম আমরা ২০২২ সাল। আমাদের সামনে নতুন একটি সালে আমরা পদার্পণ করলাম।আমরা আনন্দটাকে এমনভাবে উদযাপন করব যেন আনন্দটা দুঃখে পরিণত না হয়। সবশেষে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলুন এই কামনাই করি। শুভ নববর্ষ।

 last year 

গত বছরে আমাদের কমিউনিটিতে যা ঘটেছিল তা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ছিল। সেইখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের নতুন বছরকে সুন্দর করে তুলতে হবে। মানুষের মধুর কথার মাঝেও বিষ লুকিয়ে থাকতে পারে তাই কারা আমাদের বন্ধু আর কারা শত্রু এই পার্থক্যটা করতে শিখতে হবে। সবকিছুর মধ্যেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে পিছনের জিনিস নিয়ে পড়ে থাকলে আমাদের চলবে না। নতুন বছরের সবকিছুর নতুন করে শুরু হোক সবার জন্য এই প্রার্থনা করি।

 last year 

নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভাইয়া আপনাকে। আশাকরি ভাল আছেন।পুরনো বছরের ভুল গুলো থেকে শিক্ষা নিয়ে নতুন বছরকে নতুন উদ্যমে এগিয়ে নিতে হবে।নতুন বছরে আরো দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে এমনটাই আশা করি। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.11
JST 0.031
BTC 61388.48
ETH 2984.48
USDT 1.00
SBD 3.65