কবিতা আবৃত্তিঃ- অন্য প্রেমিককে || জীবনানন্দ দাশ
হে লো আমার বাংলা ব্লগ বাসী। আমি রাজু আহমেদ বাংলাদেশ থেকে। আবারো হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজ দিনটা অনেক সাধারন ছিলো। ভেবেছিলাম ভালো গেঞ্জাম হতে পারে রাস্তায়। কিন্তু না একদম ঠান্ডা ছিলো পরিবেশ। যাক অফিসে শেষে একটু ক্লিন করিয়েছি আমার সেকশন টা। কাল হেড অফিস থেকে স্যার রা আসবে। তাই এই পরিষ্কার আরকি। তো আজ অনেকদিন পর কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমি কিন্তু খুব একটা ভালো আবৃত্তি করতে পারিনা। তবে আবৃত্তি করতে বেশ ভালোই লাগে। তাই মাঝে মাঝেই আপনাদের মাঝে আমি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হই। এতে আলাদা একটা মজা কাজ করে। তাই আমি মাঝে মাঝে চেষ্টাও করে থাকি। অনেকদিন ধরেই কবিতা আবৃত্তি করছিলাম না। সুযোগ খুচ্ছিলাম। তবে রেকর্ড করার সুযোগ হয়ে উঠেনি। তাই আজ সুযোগ পেয়ে করে নিলাম। আজ যে কবিতাটি আবৃত্তি করবো সেটি হচ্ছে জীবনানন্দ দাশ এর অন্য প্রেমিককে। আমার কাছে ভালো লেগেছে কবিতাটি। তো এবার আপনারা শুনুন-
আমার আবৃত্তি -
কবিতা-
মাছরাঙা চ’লে গেছে — আজ নয় কবেকার কথা;
তারপর বারবার ফিরে এসে দৃশ্যে উজ্জল।
দিতে চেয়ে মানুষের অবহেলা উপেক্ষায় হ’য়ে গেছে ক্ষয়;
বেদনা পেয়েছে তবু মানুষের নিজেরও হৃদয়
প্রকৃতির অনির্বচনীয় সব চিহ্ন থেকে দু’ চোখ ফিরিয়ে;
বুদ্ধি আর লালসার সাধনাকে সব চেয়ে বড় ভেবে নিয়ে।
মাছরাঙা চ’লে গেছে — আজ নয় কবেকার কথা;
তারপর বারবার ফিরে এসে ডানাপালকের উজ্জলতা
ক্ষয় ক’রে তারপর হয়ে গেছে ক্ষয়।
মাছরাঙা মানুষের মতো সূর্য নয়?
কাজ করে কথা ব’লে চিন্তা করে চলেছে মানব;
যদিও সে শ্রেষ্ঠ চিন্তা সারাদিন চিন্তানাশা সাগরের জলে
ডুবে গিয়ে নিঃশব্দতা ছাড়া আর অন্য কিছু বলে?
তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
অজস্র ব্যস্ততার মাঝেও জীবনানন্দ দাশের লেখা কবিতা অন্য প্রেমিককে নামের কবিতাটি আবৃত্তি করে ফেললেন। বেশ সুমিষ্ট ভাষায় আবৃত্তি করেছেন ভাইয়া। দারুন হয়েছে আপনার কবিতা আবৃত্তি। অবশ্যই চেষ্টা করব আপনার পরবর্তী কবিতা আবৃতি শোনার জন্য। অপেক্ষায় থাকলাম আপনার পরবর্তী কবিতা আবৃতি শোনার জন্য।
জ্বি ভাইয়া শত ব্যস্ততা থাকলেও আপনাদের ছেড়ে কি থাকা যায়। এবিবি হচ্ছে ভালোবাসার জায়গা।
জীবনানন্দ দাশের কবিতা আমার অনেক পছন্দের। দারুণ আবৃত্তি করেছেন কবিতা টা ভাই। অসাধারণ লাগল। জীবনানন্দ দাশ মানেই অসাধারণ কিছু। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।।
জীবনানন্দ দাশের অনেক কবিতা আমারো খুব পছন্দের।
বাহ খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। কবিতা আবৃত্তি করতে হলে ধৈর্য এবং সাহস দুটোই লাগে। আপনি ধৈর্য এবং সাহস দুটো নিয়ে সুন্দর করে কবিতাকে আবৃত্তি করেছেন।জীবনানন্দ দাশ এর কবিতাটি আপনার কণ্ঠে শুনে অসাধারণ লাগলো। সুন্দর করে কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
এটা ঠিক বলেছেন। চেষ্টা করি আরকি।
কবিতা আবৃতি শুনে খুবই ভালো লাগলো। আর এত চমৎকারভাবে কবিতা আবৃত্তি করে উপস্থাপন করেছেন শুনে অনেক ভালো লাগলো ভাইয়া। অসাধারণ হয়েছে কবিতা আবৃতি।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য ।
ভাইয়া আপনি জীবনানন্দ দাশের খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কবিতা আবৃত্তি শুনে খুব ভালো লাগলো। কবিতা আবৃত্তি শুনতে আমি খুব পছন্দ করি। অনেকদিন পর আবৃত্তি করলে আপনার আবৃত্তি খুব সুন্দর হয়েছে। সম্পূর্ণ কবিতা খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য।
আসলে জীবনানন্দ দাশের কবিতা গুলো সুন্দরই হয়। ভালো লাগে।