You are viewing a single comment's thread from:

RE: আলু, ডাটা, কাঁঠালের বিচি দিয়ে টেংরা মাছের ঝোল || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

ভাই আজকে আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। পোষ্টের মাধ্যমে আপনি একদম বাস্তব কথা তুলে ধরেছেন। আসলে আমরা যখন অসুস্থ হয়ে, আর যখন সুস্থ থাকি তার মধ্যে অনেক কিছু তফাৎ থাকে। যখন অসুস্থ হয় তখন ভাবি সুস্থ হয়ে গেলে অনেক কিছু করব, কিন্তু তখন আর সেই বিষয়টা হয়ে ওঠে না। যখন সুস্থ হয় তখন অসুস্থর কথা ভুলে যায়। যাই হোক আপনি দুইদিন অসুস্থ ছিলেন যার কারণে বাসায় ছিলেন একটু আদর যত্ন বেশি পেয়েছেন। আসলে অসুস্থ হলে বাড়ির মানুষ একটু বেশি আদর-যত্ন করে। যাইহোক অসুস্থ হলেও আদর যত্নে একটু বেশি পাওয়া যায় এটা কম কিসের। তবে আমাদের স্কুল জীবনের কিছু স্যার ছিল একদমই তেড়্যা আর তাদের সাথে আমরাও তেড়্যামি করতাম। পড়াশোনা ঠিকভাবে দিতাম না, আমদের যতই মারো কাজ হবে না। আসলে আমাদের প্রত্যেকের জীবনে এরকম ঘটনা ঘটে গেছে। যাই হোক আজকে আপনি খুবই মজাদার আলু, ডাটা, কাঁঠালের বিচি দিয়ে টেংরা মাছের ঝোল রেসিপি তৈরি করলেন। এই রেসিপির পরিবেশন আমার অনেক ভালো লেগেছে। আসলে এতো সুস্বাদু রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65834.02
ETH 2696.36
USDT 1.00
SBD 2.87