আমার জন্মদিনের আজকের অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


GridArt_20241008_171053338.jpg

আজকে আমার জন্মদিন। মহান আল্লাহতালার কাছে হাজারো শুকরিয়া জানাই, যে মহান আল্লাহ তা'আলা আজকের এই দিনে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, এবং আজকের এই দিনে আমি আমার মা বাবার কলকে আলোকিত করে এই দুনিয়ায় এসেছিলাম। আসলে প্রত্যেকটা মানুষের আগমনে মানুষ অনেক বেশি খুশি হয়। আর জন্মদিনের এই মুহূর্তটা সত্যি অনেক আনন্দের। যখন আমরা জানতে পারি আজকের এই দিনে আমরা পৃথিবীতে এসেছিলাম। তখন যেন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে এবং এই দিনটি সকলের কাছে অনেক প্রিয় হয়ে থাকে। আসলে বয়সের সাথে সাথে হয়তো জন্মদিনের আনন্দটা অনেক কমে যায়, কিন্তু যখন আমরা জানতে পারি আজকের দিনে আমি এই পৃথিবীতে এসেছিলাম। তখন মনের ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এবং এই দিনটা তার জীবনের স্পেশাল দিন হয়ে থাকে। তাই আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল। কারণ আজকের দিনে আমি এই পৃথিবীতে আগমন করেছিলাম। যার কারণে আজকে এই দিনটা ছিল আমার কাছে অন্যরকম একটা দিন।


IMG_20241008_170743.jpg

এক দুই তিন এভাবেই পার হতে হতে আজকে আমি ২৫ টা বছর পার করলাম। আসলে ২৫ বছর আমার জীবনে পূর্ণ হল। আর এই ২৫ বছর উপলক্ষে আজকের দিনটা আমি সত্যিই অনেক বেশি অবাক হয়েছি। কারণ আজকের এই দিনটা অন্যরকম ভাবে পালিত হয়েছে। আসলে ছোটবেলার জন্মদিন আমি অনেক আনন্দের সাথে পালন করতাম। বাবা মা খুবই যত্ন সহকারে এই দিনটাকে কেক কেঁটে সকলকে দাওয়াত দিয়ে দিনটা পালন করার চেষ্টা করত। আসলে জন্মদিন এভাবে পালন করার মধ্যে অনেক আনন্দ রয়েছে। তবে আজকের এই দিনটা আমার কাছে অন্য রকম লেগেছে, কারণ আজকে আমি পরিবার থেকে অনেক দূরে ছিলাম। ভেবেছি কেউই আমাকে এই জন্মদিনের উইশ করবে না।


আসলে এখন বড় হয়ে গেছি, নানান কাজে ব্যস্ত থাকতে হয়। যার কারণে জন্মদিন আর ওভাবে পালন হয় না। আর এখুন জন্মদিন আসলেও ঐ ভাবে আনন্দ নিজের কাছেও লাগে না। নানান কাজে ব্যস্ত থাকি এবং যার কারণে মনে হয় না যেন জন্মদিনটা আগের মত হবে। কিন্তু হঠাৎ করে কেউ যদি জন্মদিনের শুভেচ্ছা জানাই। তখন যেন অন্যরকম ভালো লাগে। ঠিক আজকে আমার তাই হয়েছে। আমি ভেবেছিলাম আমাকে কেউ উইশ করবে না, কিন্তু আমার ছোট ছোট দুইটা ভাগ্নি রয়েছে, একজন ফাইভে পড়ে আর একজন সিক্স এ পড়ে। ওরা আমার জন্মদিন উপলক্ষে আগে থেকে প্ল্যান করে রেখেছিল, ওদের জমানো টাকা মাটির ব্যাংকে রেখেছিল। সেই মাটির ব্যাংক ভেঙে ওরা আমার জন্য দুইটা টি শার্ট কিনেছে। আর সকাল সকাল আমার কাছে চলে এসেছে গিফট দিতে।আমার এই ছোট ছোট দুটা ভাগ্নি, ওদের টিফিনের টাকার জমিয়ে আমার জন্য শার্ট কিনেছে, এটা যখন আমাকে দিয়েছে সত্যি আমি অনেক বেশি আনন্দিত হয়েছি. আমার চোখ দিয়ে যেন পানি চলে এসেছিলো,আসলে মামার প্রতি ভাগ্নিদের অনেক বেশি টান থাকে।

IMG_20241008_170546.jpg


আসলে আমি ঘড়ি খুবই পছন্দ করি। বিশেষ করে কালো ঘড়ি আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার ছোট বোন আজকে আমার জন্মদিন উপলক্ষে আমার প্রিয় এই কালো ঘড়ি আমাকে গিফট করেছে। আসলে ওর কালো ঘড়িটা পেয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। জন্মদিনে এভাবে হঠাৎ করে আমার প্রিয় কালারের ঘড়ি আমি পাব, সত্যি এটা ভাবিনি। আসলে ছোট বোনরাও ভাইয়ের প্রতি অনেক দায়িত্বশীল। আমার জন্মদিনটা মনে রেখেছে এবং এই জন্মদিন উপলক্ষে ও ঘড়িটা আগেই কিনে রেখেছিলো। যখন ছোট বোন আমাকে ঘড়িটা দিল সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে।

IMG_20241008_170600.jpg

IMG_20241008_170618.jpg


আমার জন্মদিনের সবচাইতে অবাক করা বিষয় এবং সবচাইতে বেশি ভালো লেগেছে আমার। যখন @nevlu123 ভাই আমাকে উইশ করেছে। আসলে নিভলু ভাই আমার জন্মদিনটা মনে রেখেছে এবং সে ঠিক ১২:০০ টার সময় আমাকে উইশ করেছে এবং নিভলু ভাই আমাকে ওয়ালেটে গিফটও দিয়েছে। আসলে নিভলু ভাইয়ের কথা না বললেই নয়। তার কথা যত বলব ততই যেন কম হয়ে যাবে। রক্তের সম্পর্ক থাকলেও মানুষ এতটা আন্তরিক হয় না। যতটা নিভলু ভাইয়ের রয়েছে। আসলে এই মানুষটা আমার জীবনে এমন ভাবে এসেছে। আর এমন ভাবে আমার জীবনের সাফল্যের দিকে সাহায্য করছে সে টা আমি কখনোই ভুলতে পারবো না। এই মানুষটা প্রতিনিয়ত আমাকে সাহায্য করে যাচ্ছে এবং তার যে উপকার এটা আমি কখনোই বলে শেষ করতে পারবো না। নিভলু ভাই সত্যিই অসাধারণ একজন মানুষ। আর নিভলু ভাই এর সাথে আমার সম্পর্ক হয়ে আমি নিজেকে ধন্য মনে করি। এভাবেই যেন ভাইয়ের সাথে আমার যুগ যুগ ধরে সম্পর্ক টিকে থাকে আল্লাহ তায়ালা কাছে এই দোয়া করি। আসলে রক্তের সম্পর্ক থাকলেই সেই সম্পর্কটা গভীর হয় না। কিছু কিছু সম্পর্ক রয়েছে যা অনেক বেশি গভীরে পৌঁছায়। নিভলু ভাইয়ের সাথে আমার সম্পর্কটা ঠিক তেমনি। আর নিভলু ভাইয়ের মতো সৎ এবং সহানুভূতিশীল মানুষ খুব কমই রয়েছে।নিভলু ভাইয়ের উইশয়ে সত্যিই আমি অনেক আনন্দিত হয়েছি।


যতদিন বেঁচে থাকব এই ভুবন মাঝে,
ভাই তোমাকে রাখবো আমার এই বুকের মাঝে।
হারিয়ে যেওনা তুমি কোথাও,
আগলে রেখো তুমি, এই ছোট্ট ভাইটিকে।
এভাবেই থাকবো মোরা ভালোবাসার বন্ধনে।
ভালোবাসায় ভরে উঠুক নিভলু ভাই,
তোমার আমার এই জীবন জুড়ে।


IMG_20241008_171015.jpg


আসলে যখন জন্মদিনের শুভেচ্ছা পায়, তখন অনেক বেশি ভালো লাগে। ফেসবুক হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আমার বন্ধুবান্ধবরা উইশ করেছে। তাদের শুভেচ্ছা পেয়ে আমি সত্যি অনেক আনন্দিত। তারপরে বিকেলবেলা আমি আমার বন্ধুদের সাথে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। সেখানে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করেছি। এই বয়সে এসে আজকের জন্মদিনটা অনেক ভালো কেটেছে আমার। আর এই জন্মদিনের অনুভূতির কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন মা-বাবার মুখে হাসি ফোটাতে পারি এবং তাদের খুশির কারণ হতে পারি।🙏🤲🙏

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 months ago 

শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই আপনাকে। জীবনের সমস্ত স্বপ্ন পূরনের পথ যেন মসৃণ হয় এই কামনাই করি।

উপহারগুলি চমৎকার। ভাগ্নিরা যে মামার কথা ভেবে মাটির ভাঁড় ভেঙে টাকা বার করে টিশার্ট কিনেছে এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ। সবাই মিলে আনন্দে থাকুন৷

 2 months ago 

বয়স বৃদ্ধির সাথে সাথে জন্মদিন এর ভালো লাগাটা ও যেন কমে যেতে থাকে বিভিন্ন ব্যস্ততায়। ঠিক তেমনি একটা অনুভূতিতে লেখা আপনার আজকের এই পোস্ট। তারপরেও আপনার জন্মদিন যেন ভালো লাগলো। শুভ জন্মদিন। বারবার ফিরে আসুক হাসি আনন্দের মাঝে এই দিনটা।

 2 months ago 

আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক যেন এরকমই থাকে সারা জীবন এই প্রার্থনাই করি ভাইয়া। সত্যি ভাইয়া আপনার জন্মদিনের সুন্দর মুহূর্ত গুলো দেখেও ভালো লাগলো। আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।

 2 months ago 

আপনার জন্মদিনে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল এবং শুভকামনা রইল। আসলে বড় হয়ে গেলে জন্মদিন পালনের আর কোন ঠিক থাকে না। কলেজে জন্মদিন আসে আর চলে যায় তারা ঠিক নেই। তারপরেও আপনি আপনার জন্মদিন টা আমাদের স্মরণ করে দিয়েছেন দেখে ভালো লাগলো।

 2 months ago 

প্রথমে আপনার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। আসলে জন্মদিনটা আসলে অন্যরকম ভালো লাগে। যদি আপনি বড় হয়েছেন, তারপরেও আপনার ভাগ্নিরা আপনার জন্য মাঠির ব্যাংক ভেঙে টাকা বের করে গেঞ্জি কিনে দিয়েছে। বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে।আর আপনার সাথে নিভলু ভাইয়ের ভালোবাসা টিকে থাক যুগ যুগ ধরে দোয়া করি।

 2 months ago 

আপনার ছোট ছোট ভাগ্নি গুলা টিফিনের টাকা দিয়ে আপনার জন্য শাট কিনেছে এই কথাটি শুনে সত্যি অনেক ভালো লাগলো ভাই। আপনার জন্য শুভেচ্ছা রইল শুভকামনা রইল শুভ জন্মদিন। দোয়া করি ভবিষ্যতের দিন গুলো আরো বেশি সুন্দর এবং সুখের হোক।

 2 months ago 

কিছু মানুষ আর কিছু সম্পর্ক রয়েছে যেগুলো অন্যান্য মানুষ ও সম্পর্কের চাইতে আলাদা। শুধু রক্তের সম্পর্ক থাকলেই আপন হয়ে যায় না, আপনি হতে হলে ভালো মন মানসিকতা লাগে। আপনার মাঝে তেমনই কিছু পেয়েছি তাই তো ভাইয়ের মত আগলে রেখেছি। ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.33
JST 0.052
BTC 100088.22
ETH 3999.56
SBD 4.00