"আমার বাংলা ব্লগ"// কবিতা // শীতের আগমন 💖

in আমার বাংলা ব্লগ24 days ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


landscape-5174391_1280.jpg

source

শীতকালীন পরিবেশ আমার খুবই ভালো লাগে। চারপাশে অপরূপ সৌন্দর্যময় দৃশ্য উপভোগ করা যায়। কুয়াশামাখা এই শীতের সকালে শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে যেতেও খুবই ভালো লাগে। বিশেষ করে রাস্তাঘাটে খেজুরের রসের হাড়ি দেখতে পাওয়া যায়। আর এই খেজুরের রসের হাড়ি গাছ থেকে পেড়ে খাওয়ার মধ্যে অন্যরকম মজা রয়েছে। তাছাড়াও শীতকালে নানা রকমের পিঠার আনন্দে প্রত্যেকটা বাড়ি যেন মেতে উঠে। আত্মীয়-স্বজনরা আসা শুরু করে দেয়। এই শীতের পিঠা খাওয়ার জন্য। শীতকালীন পরিবেশটা আমার কাছে অসাধারণ লাগে। তাই শীতের অনুভূতি নিয়েই আজকে একটি কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার লেখা এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


শীতের আগমন
মোঃরায়হান রেজা

শীতের আগমনের পুলি পিঠার আনন্দে,
বাড়ি বাড়ি যেয়ে মেতে উঠে।
তাই শীতের আনন্দে এসেছি,
আমি গ্রামের বাড়িতে।


কুয়াশামাখা এই শীতের সকালে,
হেঁটে যায় আমি শিশির ভেজা ঘাসের উপর দিয়ে।
শিশির ভেজা ঘাসের উপরে পা পরতেই,
শরীর যে আমার শিউরে ওঠে।

গাছে গাছে খেজুরের রসের হাড়ি দেখলেই,
খেতে আমার খুবই ইচ্ছা করে।
খেজুরের মিষ্টি রসের গন্ধে,
মন বসে না আর ঘরেতে।

শীতের আনন্দে বাড়ি বাড়ি তাই,
পিঠার আনন্দে যে মেতে ওঠে,
তাইতো সকল আত্মীয়-স্বজন,
এসেছে আমাদের বাড়িতে।

শীতের সকালে মিষ্টি রোদে,
বসে থাকি আমি আপন মনে,
মিষ্টি রোদ গায়ে লাগলেই,
শরীরে আমার শিউরে ওঠে।

তাইতো শীতের আগমনে,
প্রকৃতি নতুন ভাবে সেজে উঠেছে।
শীতের আগমন বাড়ি বাড়ি তাই,
পিঠার সুবাসে মেতে উঠেছে।

fox-ga73d03b37_1920.png

source

আসলেই শীতের সকালে মিষ্টি রোদে বসে থাকতে অনেক বেশি ভালো লাগে। আর শীতের সকালের মিষ্টি রোদে বসে নানা রকমের পিঠা খাওয়ার মুহূর্ত অসাধারণ। প্রত্যেকটা বাড়িতে যেন মেহমানের আগমন দেখতে পাওয়া যায়। আর এই শীতের অনুভূতিমূলক কবিতাটি আপনাদের মাঝে লিখে শেয়ার করতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছে। কারণ শীতকালীন পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই আশা করছি আমার লেখা এই কবিতাটি আপনাদের ভাল লাগবে। তো বন্ধুরা আজকে পর্যন্তই, পরবর্তীতে আবারও আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 24 days ago 

খুবই সুন্দরভাবে শীতের আগমন নিয়ে আপনি একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে ভাই। শীতের সকালবেলায় শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হেটে যেতে সত্যি বেশ ভালো লাগে। এত সুন্দর ভাবে সহজ সরল ভাষায় কবিতা লিখে তুলে ধরার জন্য আপনাকে আমি ধন্যবাদ।

 24 days ago 

শীতের আগমণ নিয়ে আপনার স্বরচিত কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 24 days ago 

শীতকাল আসলেই পিঠা পুলি খাওয়ার ধুম পড়ে যায়। যদিও ছোটবেলায় শীতকালের মতো আনন্দ এখন আর পাওয়া যায় না। শীতকালটা আসলেই বেশ ভালো লাগে। শীতের আগমন নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি। ‌ ভালো লাগলো আপনার আজকের লেখা কবিতাটা পড়ে। এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 24 days ago 

শীতের আগমনী নিয়ে দারুন একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন। শীতের আগমনী নিয়ে লেখা কবিতাটি ভীষণ সুন্দর হয়েছে। প্রকৃতি বিষয়ক কবিতাগুলো পড়তে আমার খুব ভালো লাগে এ ধরনের কবিতা লিখতেও ভালোবাসি। ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 24 days ago 

আগমনী শীত নিয়ে তো দেখছি ফাটাফাটি কবিতা শেয়ার করলেন। শীতে আপনি কি কি করেন আজ আপনার কবিতার মধ্য দিয়ে সেটাই জানতে পারলাম। এমন দারুন একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 24 days ago 

আজকের শেয়ার করা আপনার কবিতা পড়ে শীতের আমেজ লেগে গেছিল আমার।আমাদের প্রকৃতিতে শীতের আগমনের বার্তা এসেছে। কিছুদিনের মধ্যেই হয়তো শীত পড়ে যাবে। সেই শীতের আগমন নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। পড়ে অনেক ভালো লাগলো।

 23 days ago 

ওয়াও আপনি শীত আগমনে দারুণ একটি কবিতা লিখেছেন ভাই। আপনার কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে। আজকের কবিতা টি পড়ে তো মুগ্ধ হলাম। প্রতি টা লাইন সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 23 days ago 

আপনি প্রতিনিয়ত খুব চমৎকার কবিতা লিখে থাকেন আজকের কবিতাটাও তেমন সুন্দরভাবে লিখেছেন। কবিতা সৌন্দর্য হলো তার ছন্দ, ছন্দ যদি ভালো থাকে তাহলে কবিতা পড়তে ভালো লাগে। খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.33
JST 0.054
BTC 98799.39
ETH 3840.05
USDT 1.00
SBD 4.25