বাংলার কৃষক

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বাংলার কৃষক সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


boy-1459589_1280.webp



লিংক


প্রকৃত দেশ গড়ার লোক আমার কাছে মনে হয় যে বাংলার কৃষকেরা। কেননা এই বাংলার কৃষকেরা কিন্তু সারা দেশের লোককে বাঁচিয়ে রাখে। আপনার কাছে যতই অর্থ থাকুক না কেন আপনি কিন্তু সব সময় এই বাংলার কৃষকদের উপর নির্ভরশীল। কেননা বাংলার কৃষকরা যদি ফসল না ফলায় তাহলে আপনি কিন্তু কোটি টাকা দিয়েও আপনার তিন বেলার খাবার আপনি কোথাও পাবেন না। আসলে এজন্য আমার মনে হয় যে আমাদের দেশের প্রকৃত বীর হল এই কৃষকেরা। যারা আমাদের সমগ্র দেশের মানুষের জন্য অর্থাৎ সমগ্র দেশ বললে ভুল হবে, সমগ্র পৃথিবীর মানুষের কাছে এইসব বাংলার কৃষকেরা সত্যিই একজন শ্রেষ্ঠ মানুষ। আসলে এই কৃষকেরা আমাদের জন্য যে কতটা কঠোর পরিশ্রম করে তা একমাত্র তারাই জানে। কেননা তারা নিঃস্বার্থভাবে কিন্তু মানুষের উপকারের জন্য কাজ করে।


আপনি একটা জিনিস সবসময় খেয়াল করে দেখবেন যে এইসব বাংলায় কৃষকেরা যদি স্বার্থপর হয়ে নিজেদের স্বার্থটাকে বড় করে দেখে এবং তারা যদি শুধুমাত্র নিজেদের জন্য ফসল উৎপাদন করে তাহলে সারা পৃথিবীর কি অবস্থা হবে একবারও কি ভেবে দেখেছেন। আসলে আমার কাছে তো মনে হয় যে কৃষকের যদি স্বার্থপর হতো তাহলে বাংলার মানুষের কোন অস্তিত্ব কখনোই থাকতো না। তারা সবাই না খেতে পেয়ে মারা যেত। তাইতো আমাদের সর্বোচ্চ স্থানে কিন্তু এই বাংলার কৃষকদের রাখা উচিত। কেননা বাংলার কৃষকেরা সেই সকালে উঠে সারাদিন রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে আমাদের জন্য মাঠে সোনার ফসল ফলায়। কিন্তু আমরা মানুষেরা এইসব বাংলার কৃষকদের সব সময় তুচ্ছ বলে মনে করি। তাদের কখনো একটুও সম্মান করি না।


আসলে আমরা যে মানুষগুলোকে ঘৃণা করি এবং তাদেরকে সব সময় অসম্মান করি তারা কিন্তু কখনো আমাদেরকে ঘৃণা এবং অসম্মান করে না। বরং আমরা তাদের কোন উপকার না করলেও তারা কিন্তু সব সময় আমাদের উপকার করার জন্য চেষ্টা করে। এই পৃথিবীতে যদি শ্রেষ্ঠত্বের কোন উপহার দেওয়া যেত তাহলে সেই উপহারটা কিন্তু একমাত্র বাংলার কৃষকদেরই প্রাপ্য। কিন্তু কখনো কি দেখেছেন যে বাংলার কৃষকদের কি অবস্থা। আসলে যারা আমাদের জন্য ফসল ফলায় তাদেরই দুবেলা দুমুঠো অন্ন জোটে না। আসলে এইটা ভাবলেই কেমন যেন একটা অবাক লাগে। এছাড়াও এইসব কৃষকেরা যে ঘরে বসবাস করে সেই ঘর কখনো বসবাসের উপযুক্ত নয়। কেননা এই বর্ষাকালে এই ঘরের চালা দিয়ে সারারাত জল পড়ে এবং তারা সারারাত জেগে থাকে।


এই জিনিসগুলো ভাবলে সত্যিই আমাদের খুব খারাপ লাগে। এছাড়াও কিছু কিছু অসাধু ব্যক্তিরা রয়েছে যারা কিনা এইসব বাংলার কৃষকদের বিভিন্নভাবে ঠকিয়ে তাদের কাছ থেকে কম মূল্যে অর্থ কিনে সেই অর্থ বাজারে বেশি দামে বিক্রি করে। এর ফলে বাংলার কৃষকেরা সবসময় ক্ষতিগ্রস্ত হয় এবং পরের বছর কি দিয়ে তারা ফসল উৎপাদন করে সেই মূলধন তাদের কাছে আর থাকে না। এছাড়াও পরিবারের যদি কোন সমস্যা হয় সেই সমস্যা দূর করার মতো টাকা-পয়সাও কিন্তু তাদের কাছে আর থাকে না। কিন্তু বর্তমান সময়ে সরকার এইসব বাংলায় কৃষকদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে এবং তাদের প্রতিবছর বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হচ্ছে। আর এর ফলে বাংলার কৃষকেরা প্রতিবছর সোনার ফসল ফলাতে পারছে। তাইতো আমাদের সকলকে এই বাংলার কৃষকদেরকে অবশ্যই সম্মান করা উচিত।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 3 hours ago 

আজকে বাংলার কৃষক জেনারেল রাইটিং পড়ে অনেক কিছু শিখতে পারলাম। আমাদের বাংলার কৃষকরা অনেক পরিশ্রমই তবে তাদের পরিশ্রম অনেকেই সুবিধা হিসাবে ব্যবহার করে। কিন্তু দুঃখের বিষয় তারা তাদের সম্পূর্ণ পরিশ্রমের মান পায় না। বাংলার কৃষকের পরিশ্রমের সম্পূর্ণ মর্যাদা আমাদের সবার দেওয়া উচিত। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.22
JST 0.037
BTC 98660.69
ETH 3408.24
USDT 1.00
SBD 3.18