||কবিতার নাম "অপেক্ষার প্রহর শেষ"-By @raihanul2512|| [10% @shy-fox & 5% @abb-school]
আমি মো: রায়হানুল ইসলাম @raihanul2512 । আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।
আজ আমি আপনাদের সামনে একটি ছোট কবিতা নিয়ে আসছি। বর্ষাকাল হওয়ার পরেও বৃষ্টি হয় না। খা খা করে চারদিক। মানুষ বৃষ্টির জন্য কতই না প্রার্থনা করছে। একদিকে অসহনীয় গরম, আবার চাষাবাদের মাঠ খা খা করছে। ঠিক তেমনই এক সময়ে বৃষ্টি যখন দেখা দেয়, তখন আনন্দের সীমা থাকে না। তাহলে আর দেরি না করে কবিতাতে যাই...
অপেক্ষার প্রহর শেষ
আজ সারারাত বৃষ্টি হয়েছে
মাঠঘাট ভিজেছে বৃষ্টিতে
অপেক্ষার প্রহর শেষ।
দেখি বৃষ্টি ভেজা সকাল
শুনতে পাই ব্যাঙের ডাক
অপেক্ষার প্রহর শেষ।
আবারো রাস্তায় পানি
চারপাশে পানি আর পানি
অপেক্ষার প্রহর শেষ।
গাছপালা যেমন লাগে সতেজ
মনটাও আজ তেমনি সতেজ
অপেক্ষার প্রহর শেষ।
আবাদের জমি চাষ, শুরু হয়েছে অবশেষ
কৃষকের মনে আনন্দের রেশ
অপেক্ষার প্রহর শেষ।
আজ অপেক্ষার প্রহর যদি না হয় শেষ
আবারো যদি না হয় বৃষ্টি
কবি হবে অশ্রুসিক্ত
হতে পারে নতুন কবিতার সৃষ্টি।
আমার মনের সামান্য কিছু কথা কবিতার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। জানিনা আপনাদের কেমন লেগেছে। তবে কবিতাটি কেমন লাগলো আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন।
💚ধন্যবাদ সবাইকে💚
আজ সারারাত বৃষ্টি হয়েছে
মাঠঘাট ভিজেছে বৃষ্টিতে
অপেক্ষার প্রহর শেষ।
দেখি বৃষ্টি ভেজা সকাল
শুনতে পাই ব্যাঙের ডাক
অপেক্ষার প্রহর শেষ।
আবারো রাস্তায় পানি
চারপাশে পানি আর পানি
অপেক্ষার প্রহর শেষ।
গাছপালা যেমন লাগে সতেজ
মনটাও আজ তেমনি সতেজ
অপেক্ষার প্রহর শেষ।
আবাদের জমি চাষ, শুরু হয়েছে অবশেষ
কৃষকের মনে আনন্দের রেশ
অপেক্ষার প্রহর শেষ।
আজ অপেক্ষার প্রহর যদি না হয় শেষ
আবারো যদি না হয় বৃষ্টি
কবি হবে অশ্রুসিক্ত
হতে পারে নতুন কবিতার সৃষ্টি।
আমার মনের সামান্য কিছু কথা কবিতার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। জানিনা আপনাদের কেমন লেগেছে। তবে কবিতাটি কেমন লাগলো আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন।
বাহ আপনি এত সুন্দর কবিতা লিখতে পারেন আগে তো জানতাম না খুবই ভালো লেগেছে আপনার কবিতাটি আমার কাছে বিশেষ করে নিচের লাইনগুলা।।
এই লাইনগুলো দারুন ছিল প্রত্যেকটা লাইন সত্যি পড়ে মুগ্ধ হয়েছি। অনেক সুন্দর লিখতে পারেন আপনি ভালো লাগলো।
আসলে বৃষ্টির জন্য খুবই অপেক্ষায় থাকে, আমিও থাকি তবুও কিন্তু তেমন বৃষ্টি হচ্ছে না। আপনি বৃষ্টির অপেক্ষায় থাকতে-থাকতে এখন কিন্তু দারুণ একটি কবিতা লিখে ফেলেছেন। ভালো লাগছিল আপনার কবিতাটি শুভকামনা আপনার জন্য।
অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আপনার কবিতা পড়ে ভালো লাগলো। খুব সুন্দর লিখেছেন আপনি। যদিও আমি কবিতা লিখতে পারিনা। আপনার জন্য শুভকামনা রইল।
এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
আসলেই মানুষ বৃষ্টির অভাবে গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছে। তবে আজকে আমাদের এখানে বৃষ্টি হলো।যাই হোক অপেক্ষার প্রহর শেষ দারুন একটি কবিতা লিখেছেন।প্রতিটি লাইন বেশ সুন্দর। ধন্যবাদ
চমৎকার একটি কবিতা রচনা করেছেন আপনি কবিতা পড়তে এবং লিখতে আমার খুবই ভালো লাগে আপনার কবিতাটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। খুবই আবেগ নিয়ে আপনি কবিতাটি লিখেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।