শুভ জন্মদিন - My dear sis @arpita007

in আমার বাংলা ব্লগ18 days ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

date-of-birth-1795681_1280.jpg

ছবির উৎস

আজকে আপনাদের মাঝে কোন টপিক নিয়ে হাজির হয়েছি বুঝতে পেরে গিয়েছেন নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন বন্ধুরা।আজকে আমার বোন @arpita007 এর জন্মদিন।প্রথমেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকে।তাছাড়া আজকে আমাদের কমিউনিটি তে আরও একজনের জন্মদিন।তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় @hiramoni আপু।আমার তরফ থেকে দুজনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।আগামিদিনগুলো আরও বেশি সুন্দর হোক দুজনের।প্রিয় বোন,আজকের দিনে তুমি আমার বোন হয়ে পৃথিবীতে এসেছিলে। যার জন্য সৃষ্টিকর্তার কাছে অনেক ধন্যবাদ।কারণ পৃথিবীতে একমাত্র বাবা মায়ের পরে বোন আপন হয়।যদিও এখন বড় হওয়ার পর বুঝতে পারি ভাই বোন দরকার আছে সবার।এই ব্যাপারটা আগে বুঝতাম না এজন্য সবসময় একা থাকতে চাইতাম।যাতে আব্বু আম্মুর আদর শুধু আমারই থাকে।আসলে পৃথিবীর নিয়ম তো এটাই কেউ ভাগ দিতে চায়না ভালোবাসার।যাইহোক তুমি যেহেতু এসেই পরেছিলে তার জন্য আর কিছু করার নেই মেনে নিলাম আরকি,হিহি।

তুমি জীবনে অনেক বড় হও এটাই প্রার্থনা করি।আর আমার বাংলা ব্লগ কমিউনিটি তে তোমাকে স্বাগতম।অনেক বড় ব্লগার হও।আমার চেয়েও অনেক বেশি ভালো অবস্থানে যাও ব্লগিং ক্যারিয়ারে।আর অবশ্যই কমিউনিটির রুলস গুলো মেনে চলার চেষ্টা করবা।কারণ অনিয়ম করে কেউ কখনো বড় হয়না উল্টে নিজের মানসম্মান নষ্ট হয়।সবসময় চেষ্টা করবা নিজের জায়গা ধরে রাখতে।আর সবসময় আমাকে এখনকার মতোই ছাড় দিয়ে চলার চেষ্টা করবা।আমার সব জিনিস তুমি টাচ করতে পারবা না কিন্তু তোমার সবকিছুই আমি টাচ করতে পারব।তাছাড়া আমার সব অন্যায় জেদ ও মেনে নেওয়ার চেষ্টা করবা।এই যেমন দুইজন একসাথে পড়তে বসলে রুম ছেড়ে দিয়ে অন্য রুমে চলে যাও এখনকার মত এভাবেই চলতে চেষ্টা করবা।কারণ তোমার বড় বোন সম্মান করবা।তাছাড়া আমি পৃথিবীতে আগে এসেছি তোমার আগে এই পরিবারে।তাই সবকিছুই আমার😐।ভুলে যাবেনা আপাতত এই রাজ্যের সেহেজাদি আগে আমি তারপর তুমি।

আর নিজে অনলাইন জগৎ,গেইম এগুলো ভালো বুঝতে পারো এজন্য ক্রেডিট নিবানা আমাকে বুঝিয়ে,কারণ তোমার বড় আমি।তোমরা থাকতে আমি কেন এত ঝামেলার মধ্যে যেয়ে মাথা খাটাতে যাব।যেহেতু বয়স হয়ে যাচ্ছে বুঝবা এই বিষয় গুলো।তাছাড়া অনলাইন জগৎ নিয়ে রিসার্চ করার মতো ধৈর্য্য সবার থাকেনা।আর হ্যাঁ বয়স হয়ে যাচ্ছে এটা বললাম এখন আবার আমাকে বৃদ্ধা বানিয়ে চুপ করিয়ে রাখার চেষ্টা কিন্তু করবেনা।তাছাড়া যা যা বললাম তা যদি না করো তাহলে ছোট থাকতে যেরকম বলতে আমি রান্না করব আর আপু চাকরি করবে সেরকমই হবে কিন্তু।আগেই সতর্ক করলাম কিন্তু।আর মুভি রিভিউ দেখা একটু কমাও সামনে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা নইলে রেজাল্ট এর তেরোটা বাজবে।আর সবসময় চাপবিহীন থাকার যেরকম চেষ্টা করো আল্লাহ সেরকমই তোমাকে রাখুক দোয়া করি।তাহলেএখন এখানেই শেষ করছি আর জন্মদিনের গিফটটা পেন্ডিং থাকলো আপাতত তোমার আপু বেকার এটা জানো নিশ্চয়ই।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date -19th September,2024


Amar_Bangla_Blog_logo.jpg

Twitter_Banner_24.3.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 18 days ago 

আপু প্রথমে আমার পক্ষ থেকে জানাই আপনার বোনের জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন শুভ জন্মদিন। আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজারদের জন্মদিনের ধুম পড়েছে জেনে বেশ ভালো লাগলো। আসলে একই বাবা মায়ের দুই সন্তান হলে এমনিতেই ভাই বোনের মধ্যে বেশ মধুর সম্পর্ক হয়। আপনার বোন জীবনে বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে উঠুক এটাই প্রার্থনা করি।

 15 days ago 

ধন্যবাদ ভাইয়া।

 18 days ago 

আপনার বোনের জন্মদিন জেনে অনেক ভালো লাগলো। আপনার বোনের জন্মদিন উপলক্ষে আপনি বেশ সুন্দরভাবে উইশ করেছেন। তার জন্য শুভ কামনা করেছেন। বেশ ভালো লাগলো বোন হয়ে বোনের প্রতি এত ভালবাসা ও মহব্বত দেখে। আমিও দোয়া করি ছোট বোনের জন্য।

 15 days ago 

ধন্যবাদ আপু,তবে ঝগড়াও হয় কিন্তু।

 17 days ago 

শুভেচ্ছা এবং উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ আপু। উপদেশগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবো।তবে সবসময় তোমার কথা চলবে না 😀 ।

 15 days ago 

আমার জন্য কোনো রুলস নাই, সবই আমার।

 17 days ago 

বেশ ভালো উপদেশ দিয়েছেন কিন্তু আপু। আমরা সবাই সাক্ষী রইলাম। উপদেশগুলো না মানলে আমাদেরকে বলবেন। যাইহোক আপু আপনার বোনের জন্মদিন ছিলো জেনে অনেক ভালো লাগলো। অর্পিতা আপু এবং হিরা মনি আপু দুজনকেই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।

 15 days ago 

জি আপু,ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63540.43
ETH 2481.91
USDT 1.00
SBD 2.66