লেভেল৩ হতে আমার অর্জন-by @rahnumanurdisha।।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


তারিখ-০৩-০৮-২০২২
বার-বুধবার

আসসালামুআলাইকুম/আদাব। কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা?আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।আজকে আমি লেভেল৩ এর লিখিত পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি।

IMG_20230731_193240.jpg

সোর্স

লেভেল ৩ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এখান থেকে আমরা মার্কডাউন সম্পর্কে অনেক ধারণা পাই এবং একটি কন্টেন্ট কে কোয়ালিটি কন্টেন্ট করতে যেসব বিষয় জরুরী সব কিছু লেভেল৩ হতে র্আজন করি। ইতিমধ্যেই আমাদের লেভেল৩ এর প্রফেসরগণ আমাদেরকে লেভেল৩ সম্পর্কে বিস্তারিত ক্লাস নিয়েছেন এবং আমরা ক্লাস থেকে লেভেল ৩ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি।

মার্কডাউন কি?

উত্তরঃমার্কডাউনঃপোস্টকে গুছিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আমরা যেসকল কোডিং ইউজ করি,তাকে মার্কডাউন বলে।অর্থাৎ কোন একটি পোস্টে লিখাকে বোল্ড,ইটালিক,নিদিষ্ট কিছু পয়েন্ট হাইলাইট করতে হলে আমাদের একেকটার জন্য একেকটা মার্কডাউন কোড ইউজ করতে হয়। মার্কডাউন কোড ইউজ করলে পোস্টে সৃজনশীলতা প্রকাশ পায় এবং পোস্ট আকর্ষণীয় হয়।

মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ?

উত্তরঃলেখাকে পাঠকের সামনে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য মার্কডাউন অনেক বেশি গুরুত্বপূর্ণ।

নিম্নে মার্কডাউন কোড কেন গুরুত্বপূর্ণ তার কয়েকটি বিষয় উল্লেখ করা হলো -

১।লেখাকে সেন্টারে আনতে চাইলে সেন্টার কোড ইউজ করতে হবে।
২।লেখাকে বোল্ড/ইতালিক করা।
৩।কোন লেখাকে বেশি গুরুত্ব দিতে হাইলাইট কোড ব্যবহার করা।
৪।লেখাকে টেবিল হিসেবে প্রকাশ করতে চাইলে টেবিল কোড ইউজ করতে হবে।
৫।লেখার মাঝে সৌন্দর্য বাড়াতে কিছু কালার কোড ব্যবহার করা।
৬।কোন লেখাকে সিরিয়ালি লিখতে অর্থাৎ লাইন সমান করতে চাইলে জাস্টিফাই কোড ব্যবহার করতে হবে।
৭।লেখার হেডিং ছোট বড় করতে মার্কডাউন কোড বাবহার করা হয় ।

পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না করিয়ে কিভাবে দৃশ্যমান করা যায়?

উত্তরঃমার্কডাউন কোডের শুরুতে চারটি স্পেস দিতে হবে।তাহলে মার্কডাউন কোড দৃশ্যমান হবে।

নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

টেবিল কোড নিচে লেখা হলো-
|user|Post|SteemPowe|
|----|----|----|
|User1|10|500|
|User2|20|9000|

সোর্স উল্লেখ করার নিয়ম কি?

উত্তরঃ[সোর্স ](লিঙ্ক বসাতে হবে )

বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উত্তরঃবৃহৎ হতে ক্ষুদ্র-ক্রমিকভাবে ১-৬ পর্যন্ত হেডারগুলোর কোড লিখা হলো -

দৃশ্যমান কোড
# হেডার-১
## হেডার ২
### হেডার ৩
#### হেডার ৪
##### হেডার৫
###### হেডার৬

প্রতিফলন-

হেডার-১

হেডার ২

হেডার ৩

হেডার ৪

হেডার৫
হেডার৬

টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি লিখা হলো -
< div class="text-justify">text < / div>

কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

উত্তরঃকন্টেন্টের টপিক নির্বাচনে যেসব বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত-জ্ঞান, অভিজ্ঞতা ও সৃজনশীলতা।

কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

কোন টপিকসর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কারণ:
আমরা যদি কোন টপিকস নিয়ে ব্লগ বা পোস্ট লিখতে চাই তাহলে সেই টপিকস এর উপর আমাদের যথেষ্ট জ্ঞান থাকা জরুরী। কারণ কোন বিষয় সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকলে সেই বিষয় সম্পর্কে ভুল উপস্থাপন করে ফেলবো। এজন্য কোন কন্টেন্ট লেখার আগে অবশ্যই সেই বিষয সম্পর্কে জ্ঞান অর্জন করব এবং পরে লিখবো।

ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

উত্তরঃএকটি পোস্টে $৭ ডলারের ভোট দিলে সেখান থেকে কিউরেটর হওয়ার কারণে$৩.৫ সমমূল্যের এসপি আমি পাবো।যদি স্টিম কয়েনের মূল্য $ ০.৫০ হয় তাহলে কিউরেশন রেওয়ার্ড পাবো($৩.৫/$ .৫০) =৭ এসপি।

সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উত্তরঃসর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল: পোস্ট দেওয়ার ৬ মিনিট পর ভোট দিতে হবে।৬-১২ ঘন্টার পর ভোট দেওয়া যাবে না।

নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

উত্তরঃ নিজে কিউরেশন করলে বেশি আয় হবে না। কারণ নিজে ভোট দিলে ২/৩ সেন্ট এর বেশি কিউরেশন রিওয়ার্ড আসবেনা । অন্যদিকে @Heroism এ ডেলিগেশন করলে,@Heroism সবসময় ভালো কন্টেন্ট খুঁজে ভোট দেয়।ফলে আমাদের বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড পেতে সাহায্য করে ।

Sort:  
 2 years ago 

আপনি সবগুলো প্রশ্নের সঠিকভাবে উত্তর দিয়েছেন তবে মার্কডাউন দৃশ্যমান সঠিকভাবে আপনি করতে পারেননি। এই বিষয়ে আপনার আরো একটু জ্ঞান প্রয়োজন বলে আমি মনে করি। অবশ্য পরবর্তীতে লেভেল ৩ এর ক্লাসে উপস্থিত থাকবেন. আপনার পরবর্তী লেবেলের জন্য শুভকামনা রইল।

 2 years ago (edited)

জি ধন্যবাদ আপনাকে ভাইয়া।আপনার মূল্যবান মতামতের জন্য।জি
আমি মার্কডাউনের ক্লাসে উপস্থিত থেকে আমার বাকি মার্কডাউন সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা করব।মার্কডাউন এর ভুলগুলো খেয়াল ছিলনা আপনার মূল্যবান কমেন্টের জন্য ভুলগুলো জানতে পারলাম এবং ভুলগুলো সংশোধন করে নিয়েছি।

 2 years ago 

কিছু সামান্য ভুল ছাড়া সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আপনি। আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল। আশাকরছি ভাবে সবগুলো লেভেল পেরিয়ে অতি দ্রুত ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন। শুভকামনা রইলো আপনার পরবর্তী ধাপের জন্য।

 2 years ago 

জি ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য ভাইয়া। মার্কডাউন এর সামান্য ভুলগুলো চোখে পড়েনি আগে আপনাদের কমেন্টের জন্য জানতে পারলাম এবং ভুলগুলো সংশোধন করে নিয়েছি।

 2 years ago 

আপনি প্রশ্নের উত্তর গুলো খুব সুন্দর এবং সাবলীল ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন । তবে মার্ক ডাউন কোডের ব্যবহারটা চোখে পড়ার মত । আশা করি পরবর্তী ক্লাসে বিষয় গুলো আরেকটু পরিষ্কার করে বোঝার সুযোগটি ভালভাবে কাজে লাগাতে পারবেন ।
সামনের দিন গুলোর জন্য শুভকামনা রইলো ।

 2 years ago 

মার্কডাউন এর সামান্য ভুলগুলো চোখে পড়েনি আগে আপনাদের কমেন্টের জন্য জানতে পারলাম এবং ভুলগুলো সংশোধন করে নিয়েছি। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের মাধ্যমে আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য ভাইয়া।

 2 years ago 

সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে এবং সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন, আপনার উপস্থাপনটা বেশ ভালো ছিল শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আপনিতো লেবেল থ্রি হতে অনেক কিছু শিখতে পেরেছেন তা দেখে ভালো লাগলো। আমার বাংলা ব্লগে কাজ করার জন্য মার্ক ডাউন সম্পর্কে ভালোভাবে জানা খুব জরুরী। তাই মার্ক ডাউনের প্রতি আরো অনেক বেশি গুরুত্ব দিবেন আপনার প্রতি অনেক শুভকামনা রইল।

 2 years ago 

লেভেল-৩ তে আপনাকে স্বাগতম। লেভেল থ্রী থেকে আপনার অর্জন গুলো পড়ে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। আমি আশা করি আপনি দারুন ভাবে সামনের দিকে এগিয়ে যাবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনার মূল্যবান মতামতের জন্য। শুনে অনেক ভালো লেগেছে আমার লেবেল ৩ এর লিখিত পরীক্ষার পোস্ট টি আপনাকে মুগ্ধ করেছে। অনুপ্রেরণা মূলক কমেন্টে ছিল।😊😊

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65669.27
ETH 2668.58
USDT 1.00
SBD 2.87