নিউ মার্কেটে কিছু সময়||

in আমার বাংলা ব্লগlast year (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।


IMG20230830161939.jpg


একদিনের বেশি সময় পর স্টিমিট সার্ভার ঠিক হলো।অনেকটাই স্বস্তিতে এখন আমরা সকল ইউজারগণ।যদিও আমাদের স্টিম প্রো মোবাইল অ্যাপস ব্যবহার করে অনেকেই পোস্ট করতে পেরেছিলেন।কিন্তু আমি অ্যাপস থেকে পোস্ট করতে পারিনি।সবসময় ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইট থেকে পোস্ট করি। এজন্য অ্যাপস সম্পর্কে সঠিক ধারণা না থাকায় গতকাল পোস্ট করা হয়নি।যাইহোক এবার অ্যাপস টির ব্যবহার ঠিকভাবে জেনে পোস্ট করার চেষ্টা করবো।

তো বন্ধুরা চলুন,আমার আজকের পোস্টের বিষয় নিয়ে আলোচনা করা যাক এবার।গতকাল দুপুরের দিকে ভেবেছি যে পোস্ট করে যদি সময় থাকে তাহলে ফরিদপুর যাবো।আর সময় না থাকলে পরে যাবো কোনোদিন।তো সেই ভাবা অনুযায়ী কাজ করতে গিয়ে দেখলাম সার্ভার ডাউন।যেহেতু পোস্ট করা হলোনা তাই বিকেল সাড়ে তিনটার মধ্যেই বেরিয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে।আসলে মার্কেটে যাওয়া হয়েছিল মূলত বই এবং নিজের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য।পহেলা সেপ্টেম্বর থেকে নতুন কোর্স শুরু হবে।তাই বই কেনাটা জরুরি ছিল দুইদিনের মধ্যে।

আমাদের বাসা থেকে মার্কেট যেতে চল্লিশ মিনিট মতো লাগে তাও এক ঘন্টা হাতে নিয়ে বের হই আমি সবসময়।কারণ দুপুরের পর মাহেন্দ্র একটু কমই পাওয়া যায়।তবে গতকাল বাসার নিচে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই মাহেন্দ্র পেয়ে গিয়েছিলাম।তাই ফরিদপুর সাড়ে চারটার মধ্যে পৌঁছে যেতে পেরেছিলাম।মার্কেটে গিয়ে বইগুলো আগে নিয়ে নিলাম মোসলেম লাইব্রেরি থেকে।মোসলেম লাইব্রেরি নিউ মার্কেট এরিয়ার মধ্যেই চক বাজার।



বই এর লাইব্রেরি থেকে বই নিয়ে মার্কেটে আবার প্রবেশ করলাম দ্বিতীয় গেইট দিয়ে।তারপর নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।যেহেতু বিকেলে গিয়েছিলাম তাই খুব বেশি দেরি করিনি মার্কেটে।কেননা আবার রাত হয়ে গেলে সমস্যা।আমার আবার জার্নি করতে ভয় লাগে বিশেষ করে এক্সিডেন্ট এর ভয়।আর হাইওয়ে গুলো শেষ বিকেলের পরে আরো বেশি ব্যস্ত হয়ে পড়ে।বাসায় ফেরার সময় আর মাহেন্দ্র তে আসিনি। অতিরিক্ত গরম ছিল গতকাল,তাই অটোরিক্সা করে বাসায় এসেছিলাম।একটু দেরিতে পৌঁছালেও যাতে শান্তিতে আসতে পারি এজন্য আরকি।কারণ অটোরিক্সা গুলোতে বেশ বাতাস লাগে।আর যাত্রীর চাপ ও নেই খুব একটা।কিন্তু মাহেন্দ্র তে যাত্রীর অনেক বেশি চাপ থাকে।যেহেতু দ্রুত গতির গাড়ি মাহেন্দ্র,তাই সবাই মাহেন্দ্রতেই বেশিরভাগ চলা ফেরা করে।তারপরেও সন্ধ্যার আগেই বাসায় পৌঁছাতে পেরেছিলাম একদম সাড়ে ছয়টায় মধ্যেই।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশনফরিদপুর নিউ মার্কেট

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 last year 

প্রথম নিউ মার্কেট নাম শুনে ভেবেছিলাম ঢাকা নিউ মার্কেট। পরে চিন্তা করলাম প্রত্যেক জেলাতেই নিউ মার্কেট আছে। যায়হোক আপনাদের বাসা থেকে নিউ মার্কেটে যেতে যদি চল্লিশ মিনিট সময় লাগে তাহেল বেশি দুরে না। আর এক্সিডেন্টের কথা বলে লাভ নেই। ভাগ্যে থাকলে যখন তখন এক্সিডেন্ট হতে পারে। তারপরও সতর্ক থাকতে হবে। ধন্যবাদ।

 last year 

জি প্রতি জেলায় নিউ মার্কেট আছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 last year 

সার্ভার ডাউনের কারণে অনেকেই পোস্ট করতে পারেনি। তবে আমি অ্যাপ দিয়ে পোস্ট করেছিলাম। যাইহোক নিউ মার্কেটে গিয়ে বই সহ প্রয়োজনীয় অনেক জিনিসপত্র কিনে বাসায় ফিরেছেন। আসলেই অটোরিক্সায় চড়তে খুব ভালো লাগে, কারণ ফুরফুরে বাতাসে শরীর শীতল হয়ে যায়। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

জি ঠিক বলেছেন একদম।ভাইয়া ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65556.02
ETH 2660.30
USDT 1.00
SBD 2.91