মানবতা আজ কোথায় সৃষ্টির সেরা জীবের মধ্যে

in আমার বাংলা ব্লগlast year

আমি @rahimakhatun
from Bangladesh

৮ ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ ।

২২ই সেপ্টেম্বর ২০২৩খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর (শরৎকাল) ।

worried-girl-413690_1280.jpg

source

আজকে শুক্রবার,সাপ্তাহিক ছুটির দিন সকালে উঠে ও আবার ঘুমিয়ে পরার কারনে পোস্ট লিখতে দেরি হয়ে গেলো।সাপ্তাহিক ছুটির দিন বলে কথা,এখন বেশি ঘুমিয়ে মাথাটা ব্যথা করছে কেন জানি,তারপরও লিখতে বসে গেলাম দেখা শেষ করতে পারি কিনা।প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি আপনাদের সাথে জেনারেল পোস্ট নিয়ে হাজির হলাম।

সৃষ্টির সেরা জীব হচ্ছি আমরা মানুষ ঠিক কিন্তু আসলে কি আমরা সৃষ্টির সেরা হতে পেরেছি।কথায় আছে মানুষ যদি মানুষের মত হয় তাহলে নাকি ফেরেশতার মত হয় আর যদি খারাপ হয় তাহলে পশুত্ব কে ছাড়িয়ে যায়। কারন এক পশু আরেক পশুকে মারে না কিন্তু মানুষ কিন্তু মানুষকে মারে।ইদানিং ফেসবুকের নিউজফিট খুললেই দেখা নানা রকমের অপকর্মের কথা।বেশ কিছুদিন আগে আমাদের এদিকে ময়লার ডাস্টবিনে একটি মেয়ে বাচ্চা কে বা কারা যেন ফেলে রেখে গিয়েছে।


হঠাৎ একজন পথচারী কান্নার আওয়াজ পেয়ে সামনে যেয়ে দেখে একটি ব্যাগে কি যেন একটা নড়াচড়া করছে।পরে ব্যাগ খুলে দেখে একটি বাচ্চা। পুরো শরীর মশায় কামড়িয়ে লাল লাল করে ফেলেছে এবং মাথায় কয়েক অংশে থেতলানো।পরে বাচ্চা টাকে নিয়ে বাসার কাছাকাছি হাসপাতালে নিয়ে গেলে আইসিইউ তে ভর্তি করানো হলো।


আজ আমাদের মানবতা কোথায় একটা মা কিভাবে পারে নিজের পেটের সন্তান কে এভাবে ময়লার ডাস্টবিনে ফেলে রেখে যেতে।অথচ কতশত মা আজ একটি সন্তানের জন্য প্রতিনিয়ত কাঁদছে।



মানুষ কত হিংস্র হলে একটা নিস্পাপ বাচ্চাকে ময়লায় ফেলে যায়, অথচ একটা পশু ও তার বাচ্চাকে পরম যত্ন রাখে, আমাদের এদিকে একদল বানর আছে তাদের অনেকদিন আগে একটা বাচ্চা হয়,আমি প্রায় বারান্দায় দিয়ে দেখি মা বানরটা ছোট পিচ্চি টাকে তার বুকের সাথে লাগিয়ে এক হাত দিয়ে ধরে রেখে ঘুরে বেড়ায় পরম যত্নে।অথচ আমরা সৃষ্টির সেরা জীব হয়েও এমন।

আজ সময় টিভিতে একটা প্রতিবেদন দেখলাম, প্রতিবেদনটা দেখে বেশ মন খারাপ হয়ে গেলো।রাজশাহীর এক নয় বছরের বাচ্চা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেলুন ও খেলনা বিক্রি করছে।তাকে জিজ্ঞেস করাতে বললো বাবা মাকে রেখে চলে গিয়েছে মা অসুস্থ বিদায়।মা অসুস্থ তাই কাজ করতে পারে না তাই সে সকালে স্কুলে যায় বিকেলে বিভিন্ন জায়গায় ফেরি করে এগুলা বিক্রি করে সংসার চালায়, মায়ের ঔষধ কিনে।

কান্না করছে আর বলছে অনেক সময় মানুষ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়,আবার কেউ কেউ তাকে দশটাকার জায়গায় বিশ টাকাও দেয়।এভাবে তাদের মা ছেলের সংসার চলে।অথচ আমরা কতদিক দিয়ে কতটাকা বিলাসিতা খরচ করছি,আমারা সকল যদি একটু একটু এই ধরনের মানুষদের সাহায্য করতাম তাহলে হয়ত তারা শান্তিতে থাকতে পারতো।



সমাজে এমন হাজারো উদাহরণ আছে যা কিছু চোখে পরছে আবার কারো চোখে পরছে না,আসলে ধনীরা ঠিকমত বছরে যাকাতগুলো আদায় করলে আর গরীবরা তার ঠিক ব্যবহার করলে তা অনেক অংশে কমে আসতো কিন্তু কয়জনই আমরা ঠিকভাবে যাকাত আদায় করি আর গরীব তার ঠিক ব্যবহার করি।যাই আজ আর তেমন কিছু লিখবো না।

আসলেই ভালো কাজের ইচ্ছে আর চেষ্টা আমাদের সকলেই চালিয়ে যাওয়া উচিত। এতে করে সমাজ টা যেমন উন্নত হবে তার পাশাপাশি নিজেকেও উচু পর্যায়ে নিয়ে যাওয়া যাবে।আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

ঐ বাচ্চাটার ভিডিওটা আমিও দেখেছি। সত্যি বলতে আমি বেশ অনুপ্রাণিত হয়েছিলাম। একটা মানুষ হিংস্র পশুর থেকেও হিংস্র হতে পারে। এটা মানুষের জন্য লজ্জার দিক। পৃথিবীতে এখন যেমন ভালো মানুষ তেমন খারাপ মানুষও আছে। তবে খারাপ মানুষের সংখ‍্যা অনেক বেশি। মানবতা বলতে কিছু নেই। সবকিছুই এখন নাম মাএ।।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে এখন মানুষের মধ্যে মানবতা বলতে কিছুই নেই। ছোট্ট বাচ্চাটাকে কিভাবে পারল এভাবে ফেলে দিয়ে যেতে, এটা ভাবতেই আমার অন্যরকম লাগছে। তবে ওই পথচারী বাচ্চাটাকে হসপিটালে নিয়ে গিয়েছিল এটা যেন ভালো লাগলো। আর ওই ৯ বছরের মেয়েটার কথা শুনে অনেক খারাপ লেগেছে। মায়ের চিকিৎসার জন্য মেয়েটা অনেক কষ্ট করছে।

 last year 

সমাজে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেক দেখতে পাওয়া যায়। আসলে মানুষ এসব কার্যক্রম তখন করে, যখন তারা মনুষ্যত্ব হারিয়ে হাইওয়ানিয়তের মধ্যে প্রবেশ করে। আমরা মানুষ তবে মানবতা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে প্রকৃত মানুষ আমরা নই। ধন্যবাদ আপু চমৎকার একটি ব্লগ শেয়ার করেছেন।