মোম রং দিয়ে পেইন্টিং ।

in আমার বাংলা ব্লগlast year

আমি @rahimakhatun

from Bangladesh

১৪ অগাস্ট ২০২৩ খৃস্টাব্দ ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

প্রস্তুত প্রণালীর ছবি

365817559_280592751242880_3114469449260520703_n.jpg
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে সম্পূর্ণ ভিন্ন রকম পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সাথে একটি আর্ট নিয়ে হাজির হয়েছি। আমি এই আর্ট বেশ কিছুদিন আগে অর্থাৎ আমার অসুস্থের আগের দিন এঁকে রেখে ছিলাম। অসুস্থের ঝামেলায় আর পোস্ট করা হয়নি তাই ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি।

365385720_836367211237961_5698179865565618087_n.jpg
আমার বাংলা ব্লগে আসার পর থেকে সবার দেখা দেখি একটু আকটু চেষ্টা করি।যদিও তেমন পারি না তবে একটু একটু চেষ্টা করছি। আমার মনে হয় আগে থেকে একটু একটু উন্নতি হচ্ছে। বাকিটুকু আপনারাই বলবেন।অনেকদিন পর আঁকাআঁকি নিয়ে বসেছিলাম । আমি সেদিন পুরো দৃশ্য এঁকেছি শুধু মাত্র জল রং দিয়ে । আমার আসলে মাঝে মাঝে পেন্সিলের রং করতে বেশ দেখতে ভালো লাগে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে ,তবে আশা করছি ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ

365861916_2256135694594614_2235281287794642187_n.jpg
🔶১. খাতা


🔶২.মোম রং


🔶৩.পেন্সিল

উপকরণগুলা লিখে দেওয়া হলো।

প্রস্তুত প্রণালী

♻♻♻ ১ম ধাপ ♻♻♻

365517296_319800723821043_8608987877677639792_n.jpg
চারদিকে মার্জিন করে নিয়েছি।


♻♻♻২য় ধাপ ♻♻♻

365744060_959066625396006_5925117077332238734_n.jpg
সোজা দাগ টেনে নিয়েছি।

৩য় ধাপ

365630856_6458796584213956_431751213606842292_n.jpg
দুই পাশে নদীর পাড় এঁকে নিয়েছি।

৪র্থ ধাপ

365376187_6346413375480698_1233918742330948027_n.jpg
দুই পাশে দুইটি ঘর এঁকে নিয়েছি।

৫ম ধাপ

365772079_1253249975352738_4824545431696995402_n.jpg
দুই পাশে দুইটি গাছ এঁকে নিয়েছি।

৬ষ্ঠ ধাপ

364432108_1068539404316242_1479745732678459782_n.jpg
পাহাড় এঁকে নিচ্ছি।

৭ম ধাপ

365368863_686131630214637_1399954963655374164_n.jpg

৮ম ধাপ

365882303_202242646164407_5657673083953454998_n.jpg
সূর্য এঁকে নিচ্ছি।

365844769_1506198790119579_4417097912721994907_n.jpg
রং করে নিচ্ছি।

365734296_143947908752466_1756578982772329716_n.jpg
নাম লিখে নিচ্ছি।
365385720_836367211237961_5698179865565618087_n.jpg
হয়ে গেলো আমার আর্ট। শেষ হয়ে গিয়েছে আমার দৃশ্য। কেমন হয়েছে ,কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy Art

Sort:  
 last year 

মোমরং দিয়ে খুব সুন্দর একটি গ্রামের দৃশ্য পেইন্টিং করেছেন আপনি। মোমরং দিয়ে পেইন্টিং গুলো আসলেই অনেক সুন্দর হয়। গাছ দুটো আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

মোম রং ব্যবহার করে চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন আপু। আপনার চিত্রাঙ্গনটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুবই সুন্দর ভাবে এবং ধৈর্য সহকারে এই চিত্রাংকনটি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

মোম রং দিয়ে খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন আপনি। আপনার পেইন্টিং দেখতে খুব সুন্দর লাগছে। পেইন্টিং এর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

মোম রং দিয়ে এভাবে অনেক রকমের দৃশ্য অংকন করা যায়। আর এরকম দৃশ্য গুলো অঙ্কন করলে দেখতেও খুবই আকর্ষণীয় লাগে। তেমনি মোম রং দিয়ে আঁকা এই দৃশ্যটাও অনেক আকর্ষণীয় লেগেছে। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সম্পূর্ণ দৃশ্যটা অংকন করে সেগুলো রং করেছেন, যা দেখে আমি তো এক নজরে তাকিয়ে ছিলাম। কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে এটাই বলতে হচ্ছে।

 last year 

অনেক সুন্দর করে মম রং দিয়ে পেইন্টিং করেছেন। এরকম প্রাকৃতিক দৃশ্যগুলো আমার অনেক ভালো লাগে। আপনি অনেক ধৈর্য সহকারে কাজটা সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে শেয়ার করেছেন মোম রং দিয়ে পেইন্টিং তৈরি। আপনার তৈরি পেইন্টিং দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। দুই সাইডে দুইটা অনেক সুন্দর বাড়ি তৈরি করেছেন দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65546.28
ETH 2666.01
USDT 1.00
SBD 2.90