DIY- এসো নিজে করি :পেন্সিল দিয়ে নকশি কাঁথার নকশা আঁকি।||[{ 10% Beneficiary To @shy-fox 🦊}]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো ,,
আমি @rahimakhatun


আমি আজকে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আমি আজকে আরেকটি নকশি কাঁথার নকশা নিয়ে এসেছি। নকশি কাঁথা গ্রাম বাংলার ঐতিহ্য।গ্রামের মানুষ অবসর সময়ে এক সাথে বসে নানা গল্প করে আর নকশি কথা সেলাই করে। তাই তো বলা হয়ে থাকে নকশি কাঁথার সুখ দুঃখ জড়িয়ে থাকে। এমন কি নকশি কাঁথা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে। যাই হোক কথা না বারিয়ে চলুন দেখে নেওয়া যাক ছবি।

নকশি কাঁথার নকশার ছবি

272134446_718205072499152_6384386401983834189_n.jpg

art by @rahimakhatun
Device- samsung SM-A217F

✍🖍আঁকাআঁকি নিয়ে কিছু কথা ✍🖍


আমি আগেই বলেছি আমি তেমন কিছু পারি না। এইখানে হাজারো সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা।খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলো মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন বড় সফলতা আসে।

271724683_200020482289157_4822355767097072313_n.jpg

✍🖍আমার শিল্পকর্ম নিয়ে কিছু কথা ✍🖍


আমি আজকে এঁকেছি নকশি কাঁথার নকশা। আমি অনেক সহজ করে ধাপে ধাপে এঁকে দেখিয়েছি।আমার মনে হয় বাচ্চাদের কথায় এঁকে সেলাই করলে ভালো লাগবে। আপনারা চেষ্টা করলে আপনিও পারবেন।

প্রয়োজনীয় উপকরণ

271531276_318733136935867_483036787062844455_n (1).jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো


উপকরণঃ


🔶১. খাতা

🔶২. 2B পেন্সিল

প্রস্তুত প্রণালী

১ম ধাপ

272188023_1103695340428819_8136409863699540703_n.jpg

মাঝে গোল দিয়ে সুন্দর করে ফুল এঁকে নিবো। আমি একটি ফুল এঁকে নিয়েছি।

২য় ধাপ

271967433_3145200069057183_7955251385422898475_n (1).jpg

তারপর মাঝে একটি ডালের মতো করে আরেকটি ফুল এঁকে নিবো।

৩য় ধাপ

271585619_4965235023512180_8445426411206155789_n.jpg

পাতা এঁকে নিবো।

৪র্থ ধাপ

272702898_477609463951914_5637186970439238677_n.jpg

একটু ভুল হয়েছিল ,তাই মুছে নিয়েছি ।

৫ম ধাপ

272019495_358507062763332_4306924438859916670_n.jpg

ডাল এঁকে মাথায় পাতা একে নিবো ।

৬ষ্ঠ ধাপ

272455270_1422362381512364_1606934041011700178_n.jpg

অন্য পাশে একই ভাবে এঁকে নিবো।

৭ম ধাপ

271608931_669761937788390_7893179594263719536_n.jpg

অন্য পাশে একই ভাবে এঁকে নিবো।

৮ম ধাপ

272239459_381281130430242_6957357431663977169_n.jpg

এই ভাবে দাগ টেনে নিবো।

৯ম ধাপ

272330537_466013875157041_7330507694679158125_n.jpg

ছোট ছোট করে ফুল এঁকে নিবো।

১০ম ধাপ

272016483_891165078223909_8899999293511453470_n.jpg

ছোট ছোট করে অন্য পাশে একই ভাবে ফুল এঁকে নিবো।

১১তম ধাপ

271530553_3082669242049697_3126583955452549160_n.jpg

তারপর মাঝামাঝি ফুল এঁকে নিবো।

১২তম ধাপ

272019272_1395413000908913_2074295519002361553_n.jpg

আস্তে আস্তে এঁকে নিবো।

১৩তম ধাপ

271724683_200020482289157_4822355767097072313_n (1).jpg

আস্তে আস্তে এঁকে নিবো।

271825064_4827937500583332_4675556071398592435_n.jpg

কেমন হলো অবশ্যই জানাবেন।খারাপ হলে ক্ষমা করবেন। সবার দেখাদেখি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।


সবাইকে ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
photograpy diy

আমার পরিচয়

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। সাবেক লেকচারার । আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

271240399_1609761622694608_2904786327938640020_n.png

262062024_634772777967042_2697391207345170494_n.png

Sort:  
 3 years ago 

আপনার নকশী কাথার অংকন টি অসাধারণ হয়েছে খুব সুন্দর করে নিপুণতার সাথে একেছেন।আর খুব সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া,

 3 years ago 

নকশী কাঁথার অনেক সুন্দর একটা ডিজাইন আর্ট করলেন আজকে। দেখতে তো খুবই আকর্ষণীয় দেখাচ্ছে। এরকম ডিজাইন গুলো বড় বড় নকশী খাতার মধ্যে আর্ট করলে দেখতে খুবই আকর্ষণীয় দেখায়। তেমনি আপনার নকশী কাঁথার আর্ট আমার কাছে অসাধারণ লাগে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 
  • পেন্সিল দিয়ে আপনি খুব সুন্দরভাবে নকশী কাঁথার নকশা এঁকেছেন আপু। আপনার অঙ্কনের দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। আপনার নকশী কাঁথার অঙ্কন আমার খুবই ভালো লেগেছে আপু। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর করে পেন্সিল দিয়ে নকশী কাঁথার নকশা অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।
 3 years ago 

ধন্যবাদ ভাইয়া,আপনাকে।

 3 years ago 

পেন্সিল এর সাহায্যে নকশি কাথা অংকন কৃত নকশার ডিজাইন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে সত্যিই আপনার সৃজনশীল বুদ্ধির প্রশংসা করতে হয় শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

নকশি কাথার নকশা টা দারুন হয়েছে আপু।আপনি নিখুত ভাবে প্রতিটা ধাপ এবং উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 3 years ago 

পেন্সিল দিয়ে নকশী কাঁথার নকশা অংকন খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে নকশী কাঁথার নকশা অংকন করেছেন। যেটা দেখতে আমার কাছে ভালই লাগলো। বিশেষ করে আপনি সুন্দর উপস্থাপন ও বর্ণনার মাধ্যমে আমাদের সাথে শেয়ার করলেন। মার্ক ডাউন এর ব্যবহার যথেষ্ট ভাল ছিল ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ আপনকে।

 3 years ago 

ওয়াও দারুণ তো।
নকশীকাঁথার নকশা চিত্র অংকন করছেন। আপু এই নকশা গুলো দিয়ে কাঁথা তৈরি করলে দেখতে যা হবে না আপু।
অসংখ্য ধন্যবাদ আপু মনি এতো সুন্দর নকশীকাঁথার নকশা চিত্র অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনি একদম ঠিক বলেছেন মানুষ পারেনা এমন কোন কাজ নেই, চেষ্টা করলে সবই সম্ভব । আপনি খুব সুন্দর করে একটি নকশি কাঁথা পেন্সিল দিয়ে অংকন করেছেন । নকশী কাথার মাঝের ফুল দেখে মনে হচ্ছে জবা ফুল । সুন্দর ছিল আপু ধন্যবাদ

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনি পেন্সিল দিয়ে অসাধারণ ভাবে নকশিকাঁথার ডিজাইন করেছেন। দেখে খুব ভালো লাগলো। আপনার সৃজনশীল মনোভাবের জন্য এতো সুন্দর একটি ডিজাইন তৈরি করতে পারছেন। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

পেন্সিল দিয়ে আপনি অনেক চমৎকার ভাবে নকশিখাতার একটি নকশা অঙ্কন করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার অঙ্কিত পেন্সিলের এই নকশী কাঁথার নকশা টি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সত্যিই আমি মুগ্ধ আপনার এই রকম একটি অঙ্কন দেখে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 64884.95
ETH 2619.31
USDT 1.00
SBD 2.82