|| একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট ||

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ,একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট নিয়ে। ম্যান্ডেলা আর্ট করতে যেমন ভাল লাগে তেমন অনেক সময়েরও প্রয়োজন হয়। কারণ ম্যান্ডেলা আর্ট মানেই তার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করতে হয়। তাই সময়ের অভাবে সব সময় এই আর্ট করা হয়ে থাকে না। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম একটি আর্ট করব, কিন্তু সেটি হয়ে ওঠেনি। আজ কিছুটা সময় বার করে তৈরি করে ফেললাম একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট। আশা করি আর্ট টি আপনাদের কাছে খারাপ লাগবে না । চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।


InShot_20230908_232637734.jpg


এটি হলো আমার আজকের আঁকা ম্যান্ডেলা আর্ট।


প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
পেন্সিল
রবার
মার্কার

প্রস্তুত প্রণালী:


IMG_20230908_232717.jpg


প্রথমেই নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় উপকরণ গুলি- সাদা কাগজ, পেন্সিল, মার্কার আর রবার।


1000152041.jpg


প্রথমেই সাদা কাগজটিতে পেন্সিল দিয়ে প্রজাপতির দেহটি এঁকে নিলাম। তারপর তাতে একটি একটি করে প্রজাপতির ডানা গুলিকে এঁকে নিলাম।


IMG_20230908_232851.jpg


এরপর ধীরে ধীরে ডানা গুলির কিছুটা অংশের মধ্যে ,অল্প অল্প করে ধাপে ধাপে পেন্সিল দিয়ে ভিন্ন ভিন্ন কিছু ডিজাইন করে নিলাম ।


IMG_20230908_232917.jpg


এরপর ডানা গুলির বাকি অংশটুকুতেও পেন্সিল দিয়ে ভিন্ন ভিন্ন ডিজাইন করে নিলাম। তারপর প্রজাপতির দেহ আর শুড় দুটি পেন্সিল দিয়ে শেড করে দিলাম।


IMG_20230908_232944.jpg


এরপর পুরো প্রজাপতিটিকে মার্কার দিয়ে স্কেচ করে নিলাম। আর সবশেষে প্রজাপতিটির নিচে সিগনেচার করে নিলাম। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের ম্যান্ডেলা আর্ট।

IMG_20230908_232310.jpg


এরপর প্রজাপতিটিকে হাতে নিয়ে তার একটি ফটোগ্রাফি করে নিলাম।


পোস্ট বিবরণম্যান্ডেলা আর্ট
ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
Sort:  
 last year 

সত্যিই মান্ডেলা অংকন করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যদিও সময় এবং ধৈর্যের অভাবে অনেকেই এই অংকন করতে পারে না তবে আপনি অনেকদিন পরে খুবই চমৎকার একটি ম্যান্ডেলা অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। প্রজাপতির এই ম্যান্ডেলা অংকন দেখে আমি মুগ্ধ। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে, আপনার অনেক সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আসলে এরকম আর্টগুলো সরাসরি কলম দিয়ে করতে গেলে মাঝে মাঝে ভুল হয়ে যায়। যার কারনে দেখতে ভালো লাগে না। আপনি প্রথমে পেন্সিল দিয়ে তারপরে কলম দিয়ে অঙ্কন করেছেন দেখছি। আপনার আইডিয়া কিন্তু বেশ ভালো ছিল। প্রত্যেকটা ডিজাইন নিখুঁত ভাবে করার কারণে দেখতে ভালো লেগেছে।

 last year 

ঠিক বলেছেন ভাই, সরাসরি পেন দিয়ে আর্ট করতে গেলে ভূল হয়ে যায়, সেই জন্য আগে পেন্সিল দিয়ে এঁকে নিই।

 last year 

যেকোনো মেন্ডেলা আর্ট গুলো তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি প্রথমে পেন্সিল দিয়ে প্রজাপতিএঁকে নিয়েছেন। এরপরে মার্কার পেন দিয়ে স্ক্র্যাচ করে নেওয়ার ফলে প্রজাপতিটা দেখতে খুবই দারুণ লাগছে। এটি তৈরির ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আর্ট টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই । ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার প্রজাপতির ম্যান্ডেলা আর্টটি দারুন হয়েছে।আর্ট করার বিস্তারিত বর্ণনা ও খুব সুন্দর ভাবে দিয়েছেন। সুন্দর এই ম্যান্ডেলা আর্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

ধন্যবাদ আপু আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আর্ট টি দেখে কি মন্তব্য করব ভেবে পাচ্ছি না।নির্বাক হয়ে গেছি।অসাধারণ লাগছে দেখতে,বাস্তবের প্রজাপতির থেকেও সুন্দর হয়েছে। এটার মাঝে রঙ করলে যে আরো কতটা সুন্দর হত তাই ভাবছি।ধন্যবাদ দিদি প্রজাপতির অসাধারণ সুন্দর ম্যান্ডালাটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

প্রজাপতির আর্ট টি আপনার কাছে অনেক সুন্দর লেগেছে জেনে, খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক সুন্দর একটি প্রজাপতির আট করে আমাদের মাঝে দেখিয়েছেন। আর এরই মধ্য দিয়ে আপনার প্রতিবার বিকাশ ঘটেছে। আশা করি এই প্লাটফর্মকে আপনি আরো সমৃদ্ধশালী করে গড়ে তুলতে সহায়তা প্রদান করবেন ,ঠিক এইভাবে নতুন কিছু শেয়ার করে।

 last year 

ধন্যবাদ ভাই আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট করেছেন। দেখতে খুবই অসাধারণ লাগছে। আপনার এটি আকঁতে বেশ ধৈর্য্য ও সময় লেগেছে। যাই হোক আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

হ্যাঁ ভাই, এটি আঁকতে আমার বেশ সময় আর ধৈর্য্যের প্রয়োজন হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

এরকম মেন্ডেলা আর্ট আমি কখনোই দেখিনি। খুবই সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে ফেলেছেন আপনি৷ প্রজাপতি এমনিতে অনেক বেশি পরিমাণে সুন্দর হয়ে থাকে৷ আর আজকে আপনি আপনার এই আর্টের মাধ্যমে এই প্রজাপতির সৌন্দর্যকে যেন আরও বৃদ্ধি করে দিলেন৷

 last year 

ধন্যবাদ ভাই আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। সত্যি দেখে মনে হচ্ছে সত্যিকারের প্রজাপতি। আসলে এই সমস্ত পোস্ট তৈরি করতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে প্রতিটা স্টেপ আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপনার কাছে প্রজাপতিটি দেখে সত্যিকারের প্রজাপতি মনে হয়েছে জেনে ,খুব খুশি হলাম ভাই ।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65556.02
ETH 2660.30
USDT 1.00
SBD 2.91