|| স্বাধীনতা দিবস উপলক্ষে তৈরি ব্যাচ ||

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

প্রথমেই সবাইকে জানাই , স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ভারতবর্ষে ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। সকাল থেকেই চারিদিকে গান - বাজনা ,পতাকা উত্তোলন, হইহুল্লোড় লেগেই আছে। সব মিলিয়ে সবার মধ্যে এক দারুন উত্তেজনা কাজ করছে। ১৯৪৭ সালে ঠিক এই দিনে আমাদের মাতৃভূমি ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর এই দেশকে স্বাধীন করার জন্য বহু বিপ্লবী বন্ধুরা শহীদ হয়েছেন , আজকের এই শুভদিনে তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাই। তাদের কঠিন সংগ্রামের জন্যই ,আজকে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারছি। সকাল থেকেই মনে একটা খুশির উত্তেজনা কাজ করছে চারিদিকে হইহুল্লোড় দেখে, তাই মনে মনে ঠিক করে নিলাম আজকের এই দিনটিতে জাতীয় পতাকার রং এর কোন একটি ছবি আঁকবো না হলে ডাই প্রজেক্ট তৈরি করব। তাই আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, স্বাধীনতা দিবস উপলক্ষে আমার তৈরি একটি ব্যাচ নিয়ে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।


InShot_20230815_203958334.jpg


InShot_20230815_204545379.jpg


InShot_20230815_204208213.jpg


InShot_20230815_204149140.jpg


InShot_20230815_204127575.jpg


এটি হলো স্বাধীনতা দিবস উপলক্ষে আমার আজকের তৈরি ব্যাচ।


প্রয়োজনীয় উপকরণ
রঙিন কাগজ
আঠা
স্কেল
ছুরি
স্কেচ পেন
একটি মোটা কাগজের অংশ

প্রস্তুত প্রণালী:


IMG20230815203312.jpg


প্রথমেই নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় উপকরণ গুলি একত্রে- রঙিন কাগজ, আঠা , স্কেল, ছুরি, স্কেচ পেন এবং একটি মোটা কাগজের অংশ।


IMG_20230815_203449.jpg


স্কেল আর ছুরির সাহায্যে গেরুয়া আর সবুজ রং এর কাগজগুলিকে একটি মাপ নিয়ে কেটে নিলাম।


IMG20230815172247.jpg


এবার সাদা রংয়ের কাগজের উপরে দুই পাশে দুটি গেরুয়া আর মাঝখানে একটি সবুজ রংয়ের কাগজ আঠা দিয়ে আটকে দিলাম।


IMG20230815172422.jpg


IMG20230815172547.jpg


IMG_20230815_210432.jpg


এবার পুরো কাগজটিকে এইভাবে সরু সরু লাইন করে ভাঁজ করে নিয়ে, মাঝখান থেকে ভেঙে আঠা দিয়ে জুড়ে দিলাম।


IMG20230815180424.jpg


ঠিক একইভাবে আরও একটি কাগজকে ভাঁজ নিলাম। তারপর দুটো কাগজকে একসাথে আঠা দিয়ে জুড়ে দিলাম।


IMG20230815175805.jpg


স্কেচ পেন দিয়ে অশোক চক্র এঁকে, ছুরি দিয়ে সেটিকে কেটে জোড়া কাগজের টুকরো দুটির উপর বসিয়ে দিলাম।


IMG20230815174929.jpg


এবার গেরুয়া, সাদা আর সবুজ রঙের কাগজের থেকে কয়েকটি সরু লম্বা টুকরো কেটে নিলাম।


IMG20230815180725.jpg


জোড়া কাগজ দুটির উল্টোদিকে , মোটা কাগজের অংশটিকে আঠার সাহায্যে লাগিয়ে দিলাম।


IMG20230815181143.jpg


সরু আর লম্বা করে কেটে রাখা গেরুয়া, সবুজ আর সাদা কাগজের টুকরো গুলিকে মোটা কাগজের অংশটির উপর লাগিয়ে দিলাম।


InShot_20230815_204109618.jpg


আর এভাবেই তৈরি হয়ে গেল, স্বাধীনতা দিবস উপলক্ষে আমার আজকের তৈরি ব্যাচ।



InShot_20230815_203958334.jpg


InShot_20230815_204545379.jpg


InShot_20230815_204208213.jpg


InShot_20230815_204149140.jpg


InShot_20230815_204127575.jpg


সবশেষে ব্যাচটির কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার আজকের তৈরি ব্যাচটি আপনাদের কাছে ভালো লেগেছে।


পোস্ট বিবরণডাই প্রজেক্ট
ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Sort:  
 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দরভাবে শেয়ার করেছেন স্বাধীনতা দিবস উপলক্ষে তৈরি ব্যাচ |আপনার তৈরি ব্যাচ দেখতে আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে আপু। কাগজ গুলা কেটে আপনি অনেক ধৈর্য সহকারে পোস্টটি তৈরি করে আমাদের মাঝে বেশ সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করেছেন আপু। আজকের এই দিনটার মাধ্যমে আপনাদের ৭৭ তম স্বাধীনতা দিবস পালিত হয়ে গেল। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

আমার তৈরি করা রঙিন কাগজের ব্যাচটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ,অনেক খুশি হলাম ভাই ।ধন্যবাদ আপনাকে।

 last year 

শুরুতেই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই দিদি। আপনার বানানো ব্যাচটি সত্যি দারুণ হয়েছে। দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। স্বাধীনতার জন্য যাদের প্রাণ গিয়েছে তাদের জানাই শ্রদ্ধা। শুভেচ্ছা রইলো দিদি।

 last year 

শুভেচ্ছা বার্তা জানানোর জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই । সত্যি তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন।

 last year 

আজকের দিনে আপনার দেশ স্বাধীন হয়েছিল,বিশেষ একটি দিন আজ আপনাদের।আর এই দিনকে কেন্দ্র করে আজকের ডাইটিও খুব চমৎকার তৈরি করেছেন আপনি। ব্যাচ টি দেখতে ভালো লাগছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার হয়েছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আমার তৈরি করা ডাই টি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু ।ধন্যবাদ আপনাকে।

 last year 

স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল। ভারতীয় জাতীয় পতাকার আদলে খুব সুন্দর একটি ব্যাচ তৈরি করেছেন আপু। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর একটি ব্যাচ স্বাধীনতা দিবসে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

ব্যাচটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। শুভেচ্ছা বার্তা জানানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

১৫ ই আগস্ট, এই দিনটার মধ্য দিয়ে ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস পালিত হয়ে গেল। স্বাধীনতা, কত ছোট্ট একটা কথা কিন্তুু অর্জন করতে গিয়ে কত মানুষের প্রাণ দিতে হয়েছে। মহাত্মা গান্ধী জহরলাল নেহেরু এরা ছিল উল্লেখযোগ্য। যাহোক আপু স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি ব্যাচ তৈরি করেছেন। ব্যাচ তৈরি প্রতি ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি ব্যাচ তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যাঁ ভাই এই স্বাধীনতা অর্জনের জন্য বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে । যাই হোক, আপনার সুন্দর ,সাবলীল একটি মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকেও স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। স্বাধীনতা দিবস উপলক্ষে অসাধারণ একটি ব্যাচ তৈরি করেছেন। আপনি অনেক ধৈর্য সহকারে কাজটা সম্পন্ন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

শুভেচ্ছা বার্তা জানানোর জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে। ব্যাচটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।

 last year 

স্বাধীনতা দিবসের উপলক্ষে আপনি খুবই সুন্দর একটি ব্যাচ তৈরি করেছেন যা দেখতে খুবই সুন্দর লাগছে। দেখেই বুঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন এবং ব্যাচের প্রতিটা ভাজ গুলো খুবই সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

হ্যাঁ ভাই ব্যাচটি তৈরি করতে বেশ সময় লেগেছিল আমার। ধন্যবাদ আপনাকে।

 last year 

স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক সুন্দর একটা ব্যাচ তৈরি করেছেন। আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই মনোমুগ্ধকর ভাবে এই ব্যাচটা তৈরি করেছেন, যা দেখে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে দিদি। কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। এরকম দক্ষতা মূলক কাজগুলো দেখলে এমনিতেই আমার খুব ভালো লাগে। তেমনি এটিও অসম্ভব ভালো লেগেছে দিদি। আর স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল।

 last year 

আমার তৈরি করা ব্যাচটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। আর শুভেচ্ছা বার্তা জানানোর জন্যও অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দিদি। খুব সুন্দর করে একটা ব্যাচ তৈরি করেছেন রঙিন কাগজ ব্যবহার করেছেন এতে। রঙিন কাগজ দিয়ে এমনিতে যেকোনো কাজ করলে খুবই সুন্দর হয়। আরো রঙিন কাগজের যেকোনো কাজ আমার খুব পছন্দের। তেমনি এটিও আমার অনেক বেশি পছন্দ হয়েছে। ঘরের মধ্যে এটা সাজিয়ে রাখলেও খুব ভালো লাগবে।

 last year 

শুভেচ্ছা বার্তা জানানোর জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আপু। এটাকে ঘরের মধ্যে টানিয়েই রেখেছি আপু,বেশ ভালো দেখাচ্ছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65725.56
ETH 2673.18
USDT 1.00
SBD 2.90