You are viewing a single comment's thread from:

RE: হ-য-ব-র-ল জীবনের গল্প || বাস্তবতা

in আমার বাংলা ব্লগ2 years ago

এটা একদম ঠিক কথাই ভাই। আমরা হয়তো ক্ষনিকেরই অতিথি এই পৃথিবীতে। যেন পৃথিবীর নাট্যশালায় আমরা এক একজন নাট্যকার। তারপরও আমাদের জীবনে অনেক চাহিদা,অনেক আশা, অনেক কিছু পাওয়ার ইচ্ছে। এটা হয়তো সবারই থাকে। আমাদের মাথায় সবসময় এটাই চলতে থাকে আরো ভালো কি করে থাকবো। এই "আরো ভালো"র কখনো শেষ হয় না। ফলে মানুষের জীবনে দুঃখ-কষ্ট গুলো আরো বাড়তে থাকে ।তাই সব সময় আমাদের উচিত ঠিক যেটুকু আমাদের প্রয়োজন ততটুকুতেই জীবন কাটানো। জানি অনেকে ভাবে পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যাচ্ছি। কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য যদি কিছু রাখতেই হয় আমার মনে হয় ভালো শিক্ষা রাখা দরকার।যাতে করে সে নিজের মতো করে বাঁচতে পারে। তার বাবা-মা বা পূর্বপুরুষের ভিটেমাটি বা সম্পত্তির আলাদা করে প্রয়োজন না পড়ে। নিজেকে নিজেরই তৈরি করতে হয়। করা উচিত। একদম ঠিক কথাগুলো আপনি তুলে ধরেছেন।

Sort:  
 2 years ago 

আসলে বাস্তবতা আমরা সহজেই স্বীকার করতে চাই না বা মেনে নিতে চাই না কিন্তু আমরা যতই না মানার ভান করে থাকি বাস্তবতা তো বাস্তবতাই, সেটা পরিবর্তন হবে না একদিন সবকিছু শেষ হয়ে যাবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61726.22
ETH 2490.34
USDT 1.00
SBD 2.63