লেভেল-০৩ হতে আমার অর্জন - By @payelb (১০% @shy-fox এবং ৫% @abb-school এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা!
কিছুদিন আগে আমি লেভেল ২ পাশ করে লেভেল-৩ এ প্রবেশ করলাম। এখানে শিক্ষকদের থেকে অনেক কিছু শিখে অবশেষে লেভেল-৩ এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষা দিতে এলাম। সত্যি বলতে ব্লক চেইন বা স্টিমিটের ব্যাপারে @abb-school থেকে যা শিখেছি তা সত্যিই অপরিহার্য।
লেভেল-৩ তে যে বিষয় গুলো শিখেছি তা হল প্রথমত, মার্কডাউন ও দ্বিতীয়ত রিওয়ার্ড বন্টন।চেষ্টা করব যা শিখেছি সেই ভাবেই উত্তর লেখার।
e79b4293-e10f-4583-8c90-a4ba3402a6e4.jpg

প্র শ্ন প ত্র

  • মার্কডাউন কি ?

    উত্তরঃ আমরা স্টিমিটে যা ই লিখি তা সুন্দর করার জন্য অর্থাৎ লেখা টি যেন দর্শনীয় হয়, আকর্ষণীয় হয় সেই কারণে কিছু কোড ব্যাবহার করা হয়। এই কোড গুলোকে মার্কডাউন কোড বলে।
    কন্টেন্ট কে কোয়ালিটি কন্টেন্ট করে তুলতে মার্কডাউন করা হয়।

  • মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

    উত্তরঃ একটি পোস্ট কে সুন্দর করে সাজিয়ে তুলতে কোয়ালিটি পোস্ট উপস্থাপন করতে মার্কডাউন কোডের কোন বিকল্প নেই। মার্কডাউন আমরা স্কুলের খাতাতেও করে এসেছি আলাদা আলাদা রঙের কালী তে লিখে, হাই লাইট করে, পয়েন্টিং করে। এখানেও ঠিক একই বিষয়।নির্দিষ্ট পয়েন্ট কে হাইলাইট করার জন্য, বোল্ড, ইটালিক, স্ট্রাইক আউট করার জন্য লেখা প্যারা করার জন্য আমরা মার্কডাউন ব্যাবহার করি যাতে করে লেখা টি আকর্ষণীয় হয়ে ওঠে এবং পাঠক বা দর্শকের কাছে ইন্টারেস্টিং মনে হয়।

  • পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

    উত্তরঃ মার্কডাউন কোডের শুরু তে চারটে স্পেস দিলেই মার্কডাউন কোড দৃশ্যমান হয়।
    a2 এর মার্ক ডাউন হল-

         a<sup>2</sup> 
  • নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।
USERPOSTSSTEEM POWER
USER110500
USER2209000

উত্তরঃ টেবিল তৈরিতে মার্কডাউন কোড গুলো যেভাবে ব্যবহৃত হয়েছে নিচে তা দেওয়া হলো-
|USER|POSTS|STEEM POWER|
|---|---|---|
|USER1|10|500|
|USER2|20|9000|

  • সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

    উত্তরঃ সোর্স উল্লেখ করার নিয়ম হল তৃতীয় বন্ধনী তে সোর্সের নাম লিখতে হবে। এরপর প্রথম বন্ধন তে লিংক পেস্ট করতে হবে।
    Instagram

  • বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

    উত্তরঃবৃহৎ হতে ক্ষুদ্র ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড নিচে দেওয়া হলো।

HEADER1

HEADER2

HEADER3

HEADER4

HEADER5
HEADER6

নীচে কোড উল্লেখ করলাম-
# HEADER1
## HEADER2
### HEADER3
#### HEADER4
##### HEADER5
###### HEADER6

  • টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

    উত্তরঃ নীচে কোড উল্লেখ করলাম-

      <div class="text-justify">আমি পায়েল</div>
    
  • কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

উত্তরঃ স্টিমিটে সবসময়েই ভালো কোয়ালিটি পোস্ট যাকে বলে তার কদর করা হয়।তাই টপিক নির্বাচনের সময় যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তা হল যে বিষয়ে সঠিক পরিপূর্ণ জ্ঞান আছে, নিজস্ব অভিজ্ঞতা আছে এবং অবশ্যই দক্ষতা আছে।

  • কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

    উত্তরঃ কোন টপিকের উপর ব্লগ লিখতে গেলে যথেষ্ট জ্ঞান থাকা জরুরি কারণ আমি যখন ব্লগিং করব তখন আমার লেখা আমি একা পড়ব না। সেটা আরো অনেক লোক পড়বে। তাই কোন অসম্পূর্ণ পোস্ট বা অসম্পূর্ণ তথ্য যদি শেয়ার করি তবে যে পড়বে সে ও ভুল জানবে। আয এই ভাবেই ভুল তথ্য ছড়িয়ে যেতে পারে ফলে বিভ্রান্তি হতে পারে।

  • ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

    উত্তরঃ আমি কিউরেশন রিওয়ার্ড পাব $3.5 । আর স্টিম কয়েনের মূল্য যদি $.0.50 থাকে তাহলে আমি ৭ স্টিম পাবো ।

  • সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

    উত্তরঃ সর্বচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার কৌশলগুলো হল-
    ১.কোয়ালিটি পোস্ট খুঁজে ভোট দিতে হবে।
    ২. পোস্ট করার ৫ মিনিট পর অর্থাৎ ৬ষ্ঠতম মিনিট থেকে আগামী ৬দিন ১২ ঘন্টার মধ্যে পোস্ট করতে হবে।
    ৩.শুরুর দিকে ভোট দিতে হবে।
    ৪.বড় কোন ভোট পড়ার আগে ভোট দিতে হবে।
    ৫.ট্রেন্ডিং পোস্টে ভোট দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে রিওয়ার্ড পাওয়ার সম্ভবনা বেশী।

  • নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

    উত্তরঃ @Heroism এ ডেলিগেশন করলেই বেশী আয় হবে।যার স্টিম পাওয়ার কম তার ভোটে রিওয়ার্ড আসতে পারে কয়েক সেন্ট মাত্র।আবার একই কারণে ভালো পোস্ট খুঁজে ভোট দিলেও বিশেষ লাভ হয় না।
    কিন্তু আমি যদি @heroism কে ডেলিগেট করি তাহলে বেশী পাওয়ারের কারণে রিওয়ার্ড বেশী পাবে। আর আমিও আমার ডেলিগেশনের ভিত্তিতে রিওয়ার্ড পাব।
    তাই বেশী আয় করতে চাইলে, সময় হাতে কম থাকলে আর পাওয়ার কম থাকলে অবশ্যই @heroism এ ডেলিগেশন করা উচিত।
    031bf23e-4d0c-44ed-acfa-cbb4ffd92aed.jpg

লেভেল-০৩ থেকে যা যা শিখেছি সবটাই তুলে ধরার চেষ্টা করলাম।

ধন্যবাদ সকলকে

Sort:  
 2 years ago 

আপনার পোস্ট দেখে বুঝা যাচ্ছে আপনি লেভেল ৩ থেকে অনেক কিছু শিখেছেন। আশা করি বাকি লেভেল গুলো খুব ভালভাবে পাশ করবেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ। পাশে থাকবেন। আমি চেষ্টা করব সফলতার সাথে এগিয়ে যাওয়ার।

 2 years ago 

অর্জিত কোনো কিছু বর্জন হয় না, তাই অর্জন করাই শ্রেয়। অনেক ধন্যবাদ আপনাকে দেখতে দেখতে লেভেল তিন এর পরীক্ষা দিয়ে দিয়েছেন। আশা করি খুব শীঘ্রই বাকি লেভেল গুলো কমপ্লিট করে ফেলবেন ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ। হ্যাঁ লেভেল-০৩ হয়ে গেলো। আশা করি পরের লেভেলগুলো ভালো করে পাশ করব।

 2 years ago 

যে সেই কামনাই করি ধন্যবাদ আপনাকে মন্তব্যের ফিডব্যাক দেওয়ার জন্য

 2 years ago 

আপনি চমৎকারভাবে প্রত্যেকটি প্রশ্নের সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং অ্যাডমিন মহাশয় কে। আপনারা দুজনই খুব সুন্দর ভাবে শিখিয়েছেন। চেষ্টা করব পরবর্তী লেভেলগুলো ভালো করার।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65910.66
ETH 2696.65
USDT 1.00
SBD 2.88