আজ আঁকলাম আমাদের খুব প্রিয় একটি কমিক চরিত্র (১০% @shy-fox এবং ৫% @abb-school কে)

in আমার বাংলা ব্লগ2 years ago

তারিখ-২৩.০৯.২০২২

নমস্কার বন্ধুরা!

আশা করি ঈশ্বরের আশির্বাদে আপনারা সকলে ভালো আছেন।আজ আমি আমাদের ছোটবেলার একটা খুবই প্রিয় কমিক চরিত্রের ছবি এঁকে নিয়ে এসেছি।এই চরিত্রের বিষয়ে আপনাদের কিছু ইনফর্মেশন দি প্রথমে।এই চরিত্রের সৃষ্টি করেছেন একজন বেলজিয়ান কার্টুনিস্ট জর্জ রেমি।এই চরিত্রকে কেন্দ্র করে যে কমিকগুলো প্রকাশিত হয় তা প্রায় ২০০ মিলিয়ন কপি বিক্রি হয় এবং সারা বিশ্বে মোট ৭০ টি ভাষায় এটি প্রকাশিত হয়।প্রথম এর সিরিজগুলো প্রকাশিত হয় ফ্রেঞ্চ ভাষায় ১৯২৯ সালে দ্যা লিটিল টুয়েন্টিয়েথ নামক একটি নিউজ পেপারে।

আপনারা এতক্ষণে ছবি দেখে বুঝেই গেছেন আমি টিনটিনের কথা বলছি।কমিক চরিত্রে টিনটিন হল একজন নিউজ রিপোর্টার যে কি না বিভিন্ন প্রতিবেদন সংগ্রহ করতে গিয়ে নিজেই বিপদে পড়ে যায় আর নিজের বুদ্ধিমত্তা,কিছু সহকারী বন্ধু এবং নিজের প্রিয় কুকুর স্নোই(ফরাসি নাম-মিলোউ) যাকে বাংলায় আমরা কুট্টুস নামে চিনি, সকলের সহযোগিতায় সব বিপদ থেকে বেড়িয়ে এসে সাহসিকতার পরিচয় দেয়।

de772241-41a8-4b59-a530-e1fd266830dc.jfif

এই চরিত্রের ছবি আঁকার পেছনে দুটো কারণ আছে। প্রথমতঃ, যেদিন আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে এসেছি সেদিন জানতে পারি @rme দাদার ছেলের নাম টিনটিন। আমি খুব অবাক হই নামটা এতটাই আনকমন যে বাঙালী বাবা-মা নিজেদের সন্তানের নাম এই সাহসী চরিত্রের সাথে মিলিয়ে দেয় আমি তা প্রথম শুনলাম।দ্বিতীয়ত,এরপর থেকে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেলো যে টিভি তে বরাবর কার্টুন দেখতাম টিনটিনের।ছবি আঁকার ইচ্ছে আরো বেড়ে গেলো। তাই আজ আপনাদের সামনে নিয়ে এলাম।আজ আমার শরীর অতটা ঠিক নেই। যতটা সম্ভব ঠিক ভাবে আঁকার চেষ্টা করেছি। ভালো হোক। মন্দ হোক, কেমন লাগলো জানাবেন। আমাদের ছোট্ট টিনটিনকে আমার আঁকা এই ছবি টি উৎসর্গ করলাম।সামনেই ওর জন্মদিন আসছে।আমি আশীর্বাদ করি ও খুব বড় হোক। বড় মনের মানুষ হোক। আর টিনটিনের মতই সাহসী,বিচক্ষণ ও বুদ্ধিমান হোক।

ক্রমিক নংসামগ্রী
পেন্সিল
ইরেজার
স্কেল
খাতা
মোম রং
পেন্সিল মার্কার

ea3c0b54-bf62-42f7-8080-0dc541ee62ec.jfif

প্রণালী

প্রথম ধাপ,

প্রথমে স্কেল দিয়ে মেপে খাতার চারপাশে একটা বর্ডার দিয়ে নিলাম।

58b1a10f-c1a6-4f13-b420-3b2d5b1919fd.jfif

দ্বিতীয় ধাপ,

এবার চরিত্রের মাথা এবং শরীর আঁকলাম।

932b5652-7bdb-462d-9e9d-48c17bebe829.jfif

তৃতীয় ধাপ,

এরপর টিনটিনের হাত এবং প্যান্ট আঁকলাম।

1fd3182d-31f4-4995-9725-1fa5e21c3a20.jfif

চতুর্থ ধাপ,

এরপর টিনটিনের পা এবং কুট্টুস কে পাশে আঁকলাম।

37239335-2593-4564-b4e7-7dbfa9942625.jfif

পঞ্চম ধাপ,

এরপর টিনটিনের মুখ, হাত, গলা রং করলাম এবং জামার রংটা একবার অ্যাপ্লাই করে চেক করে নিলাম।

0da7a829-33f5-4c1f-9191-a9fc701dd19b.jfif

ষষ্ঠ ধাপ,

মুখের রংটা একটু হাল্কা করার জন্য একটু ঘষে দিলাম।জামাটা রং করলাম।

2aad7b63-3c02-46ae-bbec-22476b50dbd4.jfif

সপ্তম ধাপ,

এবার প্যান্ট রং করলাম।

5c7e9080-78d8-49e2-ac59-8276d64872b9.jfif

অষ্টম ধাপ,

এবার টিনটিনের জুতো, চুল এবং কুট্টুসের জিভ, নাক ও মুখে থাকা হাড্ডি টা রং করলাম।

79ab85a8-d524-431f-b1c1-dabee08c9925.jfif

নবম ধাপ,

এবার বর্ডার দেওয়ার পালা।এবার টিনটিন এবং কুট্টুস উভয়কেই বর্ডার দিয়ে ফুটিয়ে তুললাম।

52ec91c3-a7b0-435f-aa4e-a8bbf5a43d27.jfif

দশম ধাপ,

এবার ব্যাকগ্রাউন্ড টা কে মন মত একটা রং করলাম।এবং টিনটিন ও কুট্টুসের (স্নোই) নাম লিখে দিলাম।

b5c98bee-6946-4fbe-990a-c7a944aa1fe3.jfif

একাদশ ধাপ,

এবার মার্জিন টা বর্ডার দিলাম, নিজের নাম লিখলাম

dfd0c184-14fe-4599-8c30-b4a4f41cb1cf.jfif

আজ এই পর্যন্ত রইলো। কাল আবার আসব নতুন কিছু নিয়ে।

🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

Sort:  
 2 years ago 

আপনার চিত্র অংকটা আমার কাছে বেশ ভালো লেগেছে। দৃশ্যপট দেখে মনে হচ্ছে কোন এক মনিব তার পোশা প্রাণী পাশে দাঁড়িয়ে রয়েছে। আর প্রাণীটি একটি হাড় মুখে নিয়ে পাশে বসে রয়েছে। দারুন আপনার আর্ট শিল্প।

 2 years ago 

শুরু থেকে লেখা টা পড়লে আপনার কাছে বিষয়টা পরিস্কার হয়ে যেতো। একটা রিকুয়েস্ট করলাম, যারা প্রকৃত খাটাখাটনি করে কাজ করছে, লিখছে এখানে দয়া করে একটু পড়ে কমেন্ট করলে ভালো হয়। তাহলে খাটনিটা মনে হয় সফল হলো।আমার কথায় কিছু মনে করবেন না। ধন্যবাদ।

 2 years ago 

@sumon09 আপনি বিষয়টি বুঝেন নি, একটা টিকিট ক্রিয়েট করুন এখন ই।আপনাকে বুঝিয়ে বলছি।

@payelb আপনাকে ধন্যবাদ সুন্দরভাবে শুধরে দেওয়ার জন্যে।

 2 years ago 

ধন্যবাদ ম্যাডাম। ❤

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে কমিক চরিত্রের টিনটিনের ছবি এঁকেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে। 😊

 2 years ago 

অঙ্কনটি সুন্দর হয়েছে ।যদিও রঙের ব্যবহার একটু এলোমেলো হয়েছে হয়তো মোটা মোম রং এর জন্য।এমনি ভালোই হয়েছে।যদিও আমি টিনটিনের কার্টুন কখনো দেখিনি তবে বড়ো দাদার মুখ থেকে শুনেছি।ওই কার্টুনের টিনটিন চরিত্রের প্রতি ভালোবেসেই দাদার ছেলের নাম রেখেছেন।ধন্যবাদ দিদি।

 2 years ago 

ধন্যবাদ বোন। আসলে প্যাস্টেল টা ভীষণ ধেবড়ে গেছে। সরু ছিলো না। তাই এমন হয়ে গেছে।

 2 years ago 

প্রথমেই বলি টিনটিনের নামের এই অজানা রহস্য শুনে খুবই ভালো লাগলো আমার। আমিও জানতাম দাদার ছেলের নাম টিনটিন কিন্তু এটা এই নাম রাখার কারণটা আমি সঠিক জানতাম। আজকে আরো ভালো লাগলো জানতে পেরে যে টিনটিন একটি ভালো একটা সাহসী, বুদ্ধিমান চরিত্র। আপনার ছবিটি অংকন করা বেশ ভালই হয়েছে। সুন্দর ছবি এবং তথ্য প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

ধন্যবাদ তবে রংটা আরেকটু ভালো করতে পারতাম। ওয়াক্স কালার হওয়ায় বিষয়টা একটু আনইভেন হয়েছে।

 2 years ago 

হ্যাঁ ঠিকই বলেছেন, তবে এই রং দিয়ে এর থেকে বেশি ভালো আঁকা সম্ভব হয় না। সবকিছু মিলিয়ে ভালোই ছিল।

 2 years ago 

আপনি টিনটিন এবং কুট্রুসের অনেক সুন্দর ছবি এঁকেছেন। টিনটিন কমিকের বেপারে অনেক তথ্য আপনি দিয়েছেন যা আমার আগে জানা ছিল না। কুট্রুসের ছবিটি বেশি কিউট লাগছে। টিনটিনের ছবিতে রঙের ব্যবহার টা আরেকটু স্মুথ হতে পারত। ধন্যবাদ দিদি।

 2 years ago (edited)

হ্যাঁ, আসলে রংটা ভীষণ মোটা হয়ে গেছে, আর ওয়াক্স কালার হওয়ায় একটু জমে জমে গেছে।ধন্যবাদ।

 2 years ago 

আপনার পোস্টের কোয়ালিটি,আর্ট সব কিছুই বেশ ভালো।জাস্ট ছোট একটি সাজেশন হলো, হাতের ছবিটা আর একটু ভালো ভাবে দিবেন যাতে বোঝা যায় আপনিই আঁকছেন।

 2 years ago 

আঁকছিলাম না তো। রং তুলছিলাম মুখ থেকে। এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে ছবি তুলতে অসুবিধা হয়। আর আমার নার্ভের একটু সমস্যা থাকায় এক হাতে কিছু করতে গেলে হাত কাঁপে। তাই ভালো ভাবে তুলতে পারি নি।চেষ্টা করব পরের বার ঠিক করার।

 2 years ago 

আপনারা সুন্দর ভাবে কমিক চরিত্রের চিত্রটি অংকন করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.033
BTC 63458.69
ETH 3084.37
USDT 1.00
SBD 3.99