আমার একটি প্রিয় কার্টুন চরিত্র অঙ্কন।(১০% @shy-fox দাদার জন্য ও ৫% @abb-school এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সকলকে! আশাকরি সকলেই ভালো আছেন।আজ একটা অন্যরকম পোস্ট নিয়ে এলাম।ছোটবেলায় যখন পড়াশোনা করতাম তার পাশাপাশি বাবা মা ড্রয়িং এবং গানটাও শিখিয়েছিলো। যদিও বড় হওয়ার সাথে সাথে পড়াশোনার চাপ, টিউশনি পড়ার চাপে সবটাই ছাড়তে হয়। তবে ছবি আঁকা ছেড়ে দিলেও মন থেকে ভুলতে পারি নি। তাই যখন চাকরি করতাম আবার ছবি আঁকার সমস্ত প্রাথমিক সরঞ্জাম কিনেছিলাম। ছবি আঁকতাম। সবাই ঘুমিয়ে গেলে, অফিসের কাজ শেষ করে।আজ কাল হঠাৎ করেই কেন জানি না ইচ্ছে হল আবার পেন্সিলের আঁচড় কাটতে। তাই বসলাম নিজের প্রিয় কার্টুন ক্যারেক্টারের ছবি আঁকতে। আমি কার্টুন ক্যারেক্টার আঁকতে পছন্দ করি।আপনারা কমেন্টে বলুন তো এই ক্যারেক্টারের নাম কী? জানি সকলেই হয়তো পারবেন।
ছবি আঁকার ধাপ গুলো আপনাদের সাথে ভাগ করে নিলাম। ভালো লাগলে অবশ্যই জানাবেন।

6881f280-0781-41ae-8b72-3740e989fd5a.jpg

উপকরণ
১.খাতা
২.পেন্সিল
৩.ইরেজার
৪.অয়েল প্যাস্টেল (হলুদ, কমলা, আকাশী, ডীপ নীল)
৫.কালো কালার পেন্সিল।

প্রথম ধাপ

উপকরণের সব জিনিসগুলো নিয়ে নিলাম।

দ্বিতীয় ধাপ

ক্যারেক্টারের মাথা এঁকে নিলাম।
54f0a99c-cd61-45fb-8947-b7afd0c0b224.jpg

তৃতীয় ধাপ

চোখ,ঠোঁট, চুল, চোখের পাতা, ভ্রূ এঁকে নিলাম।
2865333e-e6a6-4c93-822f-d46bf3a91cbd.jpg

চতুর্থ ধাপ

এবার হাত দুটো জোড়া আছে সেটা আঁকলাম। আর শরীর টা আঁকলাম।
c2b111f8-a546-487d-81cc-172dd2b97ee4.jpg

পঞ্চম ধাপ

এবার পা এবং লেজ টা আঁকলাম।
9ac86a86-63a4-4b66-bb09-90c00acaf7c0.jpg

ষষ্ঠ ধাপ

এবার আসি রঙের পালা। এই ক্যারেক্টারের পুরো বডিই লেমন ইওলো হয়। তাই পা, ঠোঁট আর চোখ বাদে মাথা টা এবং মুখটা লেমন ইয়োলো রং করে নিলাম। এখানে আমি অয়েল প্যাস্টেল ব্যাবহার করেছি। কেউ ইচ্ছে হলে ওয়াটার কালার, ওয়াক্স কালার ও ব্যাবহার করতে পারেন।
276c7e2f-106d-46a0-8b26-d616609b7c3b.jpg

সপ্তম ধাপ

এবার পা বাদে বাকি শরীরটাও একই রঙ করে নেব।
95a4d8f1-fdd1-4f46-9f4b-3cad64544628.jpg

অষ্টম ধাপ

এবার আসি পা এবং ঠোঁটের রঙে। এই ক্যারেক্টারের পা ও ঠোঁট এর রঙ ভাইব্রেন্ট ইয়োলো। যেহেতু আমার কাছে সেই ইয়োলো টা ছিলো না। তাই আমি অরেঞ্জ এবং লেমন ইওলো মিশিয়ে সেই রঙ টা আনার চেষ্টা করেছি।আর তার সাথে চোখের ভেতরের অংশ ডীপ নীল বা নেভি ব্লু আর তার বাইরের অংশ আকাশী রং বা স্কাই ব্লু করলাম।
10839bd7-e4be-4bd1-ae6d-034cde7e74a0.jpg

নবম ধাপ

এবার কালো কালার পেন্সিল দিয়ে চোখ,ভ্রূ,চুল, ঠোঁট, হাত পা বর্ডার করে দিলাম।
a2fe5f2a-d480-425d-919d-4c65a261647a.jpg

দশম ধাপ

এবার ছবির পাশে নিজের নাম আর ডেট দিয়ে দিলাম।
a0a2ecaa-4659-4318-87ba-c1c676ed501d.jpg

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর হবে কার্টুনের চিত্রটা অঙ্কন করেছেন খুব কিউট হয়েছে এই কার্টুন চরিত্রটি । সত্যি এটা যে কারো পছন্দের হবে।

 2 years ago 

ধন্যবাদ। আপনাদের ভালো লাগলেই আমার সফলতা।

 2 years ago 

খুবই সুন্দর একটি কার্টুন চিত্র প্রস্তুত করেছেন অনেক সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশনটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য পরবর্তীতে এর থেকে আরো ভালো চিত্র আশা করি।।

 2 years ago 

খুব খুব খুশি হলাম আপনার ভালো লেগেছে দেখে। সাথে থাকবেন। সাপোর্ট করবেন।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে একটি কার্টুনের চিত্র তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপনাকে। আমি এখনও শিক্ষানবিশ ঐই কমিউনিটি তে। ভুল হলে ধরিয়ে দেবেন। আর পাশে থাকেন।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি কার্টুন চরিত্র অঙ্কন করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে। কালার কম্বিনেশন অনেক ভালো হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি কার্টুনের চরিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল ‌।

 2 years ago 

ধন্যবাদ।খুব ভালো লাগলো প্রশংসা শুনে চেষ্টা করেছি। অনেকদিনের অভ্যেস নেই। তাই বেশ কয়েক বার মুছতে হয়েছিলো।

 2 years ago 

সত্যি সময়ে এবং ক‍্যারিয়ারের চাপে গান ড্রয়িং এইগুলো সিকেয় তুলে রাখতে হয়।আপনি তো বেশ চমৎকার আর্ট করেন। আপনার প্রিয় কার্টুন চরিএের আর্টটা বেশ সুন্দর করেছেন। বেশ ভালো ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আপনার ড্রয়িং তো হলো একদিন গান শোনাবেন।।

 2 years ago 

সত্যি বলতে সবার বাড়ি থেকে নিজের স্বপ্ন কে অনুসরণ করার পার্মিশন দেয় না। যাক আর কি করা যাবে। ছবি আঁকতে আমার খুব ভালো লাগে। 😍

 2 years ago 

বাবা আপনি খুব সুন্দর ভাবে কার্টুনটি এঁকেছেন একদম বাস্তব কার্টুনের মত লাগছে। আমি প্রথমে বুঝতেই পারিনি এটি কোন আঁকা চিত্র। খুব সুন্দর ভাবে রং করেছেন ভালই লাগলো দেখে।

 2 years ago 

ধন্যবাদ। কিন্তু কেউই কার্টুন চরিত্রটার নাম বলল না। ☺

 2 years ago 

এটি তো আমারও খুব প্রিয় একটি কার্টুন চরিত্র। বেশ চমৎকারভাবে অংকন করেছেন। যাকে বলা যায় একদম পারফেক্ট। কার্টুন এমন নিখুঁতভাবে অঙ্কন করা সত্যিই খুব কঠিন। তবে আপনাকে অনেক অভিনন্দন কারণ আপনি পেরেছেন। এভাবেই এগিয়ে যান এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে। আশাকরি আরো কিছু ছবি কমিউনিটি তে উপহার হিসেবে দিতে পারব।

 2 years ago 

আপনারা কমেন্টে বলুন তো এই ক্যারেক্টারের নাম কী? জানি সকলেই হয়তো পারবেন।

সত্য কথা বলতে আপু এই কার্টুন চরিত্রটির নাম আমার জানা নেই কিন্তু আমার মনে হচ্ছে টম এন্ড জেরি কার্টুন এটাকে দেখেছি।

আজকে আপনি আমাদের মাঝে খুবই চমৎকার ভাবে আপনার প্রিয় কার্টুন চরিত্রের একটা চিত্র অঙ্কন করে শেয়ার করলেন আপু। অংকন করার কার্টুনের চরিত্রটি দারুন ভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন আপনি।

 2 years ago (edited)

এতজনের কমেন্টের মাঝে একমাত্র আপনিই দেখছি প্রশ্ন টা দেখতে পেলেন। ধন্যবাদ আপনাকে। এই ক্যারেক্টারের নাম 'টুইটি'।

 2 years ago 

চমৎকার একটি কার্টুন চরিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে রং পেন্সিল দিয়ে রং করার ফলে এটি আরো বেশি সুন্দর দেখাচ্ছে। এরকম সুন্দর অংকন আপনার থেকে পরবর্তীতে আশা করব।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে। চেষ্টা করব সবসময়ই ভালো কন্টেন্ট দেওয়ার

 2 years ago 

আপনার অংকিত চিত্রটি চমৎকার লাগছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার অংকন পদ্ধতি আমাদের সাথে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ আপনাকে। আপনাদের সহযোগিতা কাম্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66070.34
ETH 2691.62
USDT 1.00
SBD 2.88