কেমন লাগলো 'রাম সেতু'(১০% @shy-fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
তারিখ-০৪.১১.২০২২
নমস্কার বন্ধুরা
আশাকরি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন।আমার ও সব মিলিয়ে একরকম কেটেই যাচ্ছে।বেশ কিছুদিন ধরেই দেখছিলাম কিছু নতুন সিনেমা বলিউড তথা দক্ষিণভারতীয় টলিউডে রিলিজ করেছে।আমি ভাবছিলাম একা একা কি ভাবে সিনেমা হলে গিয়ে দেখব।আগে হলে ভাইয়ের সাথেই যেতাম। কিন্তু এখন তো সিনেমা হলে যাওয়ারও সঙ্গী নেই।

আর একা একা হলে গিয়ে সিনেমা দেখব আর কিছু জাজমেন্ট লোকজন আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে সেই সাহস আমার নেই। বন্ধু বান্ধব সবাই ব্যস্ত। আর আমার মুভি টেস্ট বাড়ি ওদের থেকে খুবই আলাদা।আমরা বেশীরভাগ বান্ধবীই রোমান্টিক প্রেমের কাহিনী দেখতে পছন্দ করে। কিন্তু আমি একটু আলাদা ধরণের সিনেমা পছন্দ করি। তাই একসাথে সিনেমা দেখা খুব কমই হয়।তা অনেক ভেবে চিন্তে এক দাদার সহায়তায় টেলিগ্রামে একটা বটের সাহায্য পেয়ে গেলাম সিনেমাগুলো।তার মধ্যে 'রামসেতু' এবং :বিক্রম' এই দুটোই এখন পর্যন্ত দেখেছি।

f5dd5a17-1702-4c0c-b5c7-fa0857b1896a.jfif

আজ আমি আপনাদের সামনে রাম সেতু সিনেমার রিভিউ তুলে ধরব।

কাস্টচরিত্রের নাম
অক্ষয় কুমারডক্টর আরইয়ান কুলশ্রেষ্ঠ
জ্যাকলিন ফার্নান্দেজডক্টর স্যান্ড্রা রেবেল্লো
সত্যদেব কাঞ্চরানাঅঞ্জনীপুত্র/AP
নুসরাত ভারুচ্চাপ্রফেসর গায়ত্রী কুলশ্রেষ্ঠ
প্রভাস রানাবালী
জেনিফার পিসিনাটোডক্টর গ্যাব্রিয়েল
নাসরইন্দ্রকান্ত
ডিরেক্টরঅভিষেক শর্মা
প্রডিউসারঅরুণা ভাষায়, বিক্রম মলহোত্রা
উপরে আমি কাস্টমার নাম এবং তাদের চরিত্রের নাম বলে দিলাম যাতে আমি যখন বর্ণনা দেব কারো বুঝতে অসুবিধা না হয়।

গল্পের বিষয়বস্তু

গল্পের নাম শুনে আশা করি বুঝতে পারছেন যে ধর্মীয় বিষয়ের উপর ভিত্তি করেই এই সিনেমাটি তৈরি হয়েছে। ধর্মীয় বিষয় বললেও ভূল হবে, ধর্মীয় আস্থার উপর ভিত্তি করেই এই সিনেমা তৈরী। মূলত সিনেমা শুরু দেখানো হয় এই ভাবেই যে আফগানিস্তানে তালিবান হামলায় বৌদ্ধদের দেবতা বুদ্ধদেবের একটি মূর্তি ভাঙা যায়।ফলে সারা বিশ্ব ব্যাপি সিদ্ধান্ত নেওয়া হয় আর্কিওলজিস্টদের দিয়ে ওই ধ্বংসাবশেষ সংগ্রহ করা হবে এবং বুদ্ধদেবের মূর্তিকে পুনরুদ্ধার করা হবে। এই কারণে ভারত থেকে আর্কিওলজিস্ট আরিয়ান কুলশ্রেষ্ঠ (অক্ষয় কুমার), পাকিস্তান থেকে একজন এবং জাপান থেকে একজন আর্কিওলজিস্টকে নিযুক্ত করা হয়।

52f6aa67-62da-4d2d-9e83-f615ebf47c16.jfif
[আরিয়ান (অক্ষয়) --ট্রেইলার থেকে স্ক্রিনশট নেওয়া]

537af77f-f19f-4961-a966-4433ed5ba7b2.jfif
[গয়ত্রী(নুসরত) -ট্রেইলার থেকে স্ক্রিনশট নেওয়া]

তারা গিয়ে তাদের মত কাজ করে এবং অনেক টানাপোড়েনের পর তালিবানদের হাত থেকে অতি কষ্টে বেঁচে ফেরে।এরপর ভারতে ফিরে আরিয়ান জানতে পারে যে তামিলনাড়ু তে যে রাম সেতু আছে অর্থাৎ মা সীতাকে রাবনের হাত থেকে রক্ষা করতে ভগবান রাম যে সেতু বানিয়েছিলেন সেই সেতু ভাঙতে হবে উন্নত ট্রান্সপোর্ট সিস্টেম তৈরী করির জন্য।কিন্তু হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগায় তারা বিদ্রোহ ঘোষণা করেছে। তাই আরিয়ান যদি কোন ভাবে প্রমাণ করতে পারে তার থিওরি দিয়ে যে রাম সেতু একটি প্রাকৃতিক উপায়ে তু সেতু। সেখানে ধর্মের কোন ব্যাপার নেই। তবে কোর্ট থেকেই আদেশ দেওয়া হবে সেই সেতু ভাঙার।

0a3cde12-8e7d-4b89-9cf3-bd8ce08f5c27.jfif
[সুপ্রিম কোর্টের দৃশ্য-ট্রেইলার থেকে স্ক্রিনশট নেওয়া]

আরিয়ান একজন নাস্তিক বিজ্ঞানী ছিলেন। তার স্ত্রী গায়ত্রী(নুসরত) তাকে বার বার মানা করাতেও সে শোনে নি এবং শেষ পর্যন্ত সে ধর্ম নিয়ে এমন থিওরি কোর্টে দিলো যে তাকে সাসপেন্ড হতে হল। এরপর একদিন আরিয়ানের কাছে অফার এলো ইন্দ্রকান্তের(নাসর) তরফ থেকে যেনো আরিয়ান তার হয়ে কাজ করে প্রমাণ করে রামসেতু প্রাকৃতিক। আরিয়ান অনেক ভেবে চিন্তে রাজি হয়ে গেলো এবং ইন্দ্রকান্তের শীপে গেলো এবং সেখানেই ডক্টর গ্যাব্রিয়েল(জেনিফার) এবং ডক্টর স্যান্ড্রার(জ্যাকলিন) সাথে পরিচয় হয় এবং তাদের প্রজেক্ট ম্যানেজার থাকে বালী(প্রভাস রানা)।

3a1ff1c9-f86d-4c6f-83be-4331985746cf.jfif
[ডঃ আরিয়ান(অক্ষয়),ডঃ স্যান্ড্রা(জ্যাকলিন),ডঃ গ্যাব্রিয়েল(জেনিফার)-ট্রেইলার থেকে স্ক্রিনশট নেওয়া]

4de0037d-56e9-40fc-bc5a-1826aab69266.jfif
[বালী(প্রভাস রানা)--ট্রেইলার থেকে স্ক্রিনশট নেওয়া]

এরপর বিভিন্ন ঘটনার মধ্যদিয়ে যখন আরিয়ান প্রমাণ পেতে থাকে যে রাম সেতু কোন প্রাকৃতিক উপায়ে তৈরী নয় বরং যীশু খ্রিস্টের জন্মের ৭০০০ বছর আগে এই সেতু তৈরী করা হয়েছে তখন সে ডক্টর গ্যাব্রিয়েল এবং ডক্টর স্যান্ড্রা ইন্দ্রকান্তকে জানায় এবং ইন্দ্রকান্ত তাদের ৩ জন কে মারা জন্য বালী কে নিযুক্ত করে।বালী অনেক চেষ্টা করেও শুধু ডক্টর গ্যাব্রিয়েল কে মারতে পারে কিন্তু আরিয়ান এবং স্যান্ড্রা কে মারতে পারে নি কারণ তাদের সাথে তখন শ্রীলঙ্কার একজন টুরিস্ট গাইড অঞ্জনীপুত্রের (সত্যদেব) পরিচয় হয় এবং সে ই রক্ষা করে তাদের। এরপর অঞ্জনীপুত্রের সহায়তায় তারা শ্রীলঙ্কায় গিয়ে সব প্রমাণ খুঁজে পায় এবং কোন ভাবে প্রমাণ করে ফেলে যে রাম সেতু দৈবিক।

13b73e89-ee4d-4971-8267-edc2d6c15fa5.jfif
[অঞ্জনীপুত্র(সত্যদেব)-ট্রেইলার থেকে স্ক্রিনশট নেওয়া]

আমি এখানে পুরো ঘটনাটা বর্ণনা করলাম না। কারণ কোন ভাবেই আমি স্পয়েলার হতে চাই না। আমি চাই আপনারা সিনেমাটি দেখুন এবং উপভোগ করুন।

আমার মতামত

আমার মতে সিনেমার কনসেপ্ট ভালোই ছিলো।মানুষের মধ্যে ধর্মীয় সচেতনতা তৈরীর একটা প্রচেষ্টা তো ছিলোই অপরদিকে কোন ধর্মকেই নিজের স্বার্থসিদ্ধির জন্য ছোট করা উচিত নয় এবং কারোই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা উচিত নয় সেটাও এখানে শিক্ষণীয় ছিলো।
হিন্দু সমাজ তথা সনাতন ধর্মে ভগবান রামের গুরুত্ব কতটা অপরিসীম সেটাও এখানে দেখানো হয়েছে।তথা দীর্ঘ কয়েকশো হাজার বছরের পুরোনো রীতি কে বা মানুষের মনের আস্থা কে উন্নয়নের নামে আঘাত হানা যে খুবই ন্যাক্কারজনক একটি কাজ সেটাও এখানে আলচ্য বিষয়।এই দিকগুলো সিনেমার সত্যিই বেশ ভালো। তবে সিনেমার চরিত্রগুলো কতটা নিজেদের অভিনয় কে সফলতার দিকে নিতে পেরেছে সেটা বিচার্য।

প্রথম অংশে অক্ষয় কুমার এবং দ্বিতীয় অংশে সত্যদেবই পুরো সিনেমাতে ফোকাস পেয়েছে।নুসরাত এবং জ্যাকলিনের বিশেষ ভূমিকা প্রায় ছিলোই না। এটা ভীষণ চোখে লেগেছে আমার কারণ অ্যাক্সেসদের একরকম সাইডরোল হিসেবেই যেনো রাখা হয় এখনও। ভিলেইন হিসেবে নাসরের অর্ডার করা ছাড়া কোন কাজ ছিলো না আর প্রভাসের কাজ ছিলো বসের অর্ডার মেনে ধাওয়া করা যেটা টিপিক্যাল ৯০ এর সিনেমা তে আমরা দেখতাম। সিনেমার মধ্যে ভীষণ তাড়াহুরো দেখা গেছে।মনে হচ্ছিল কত ক্ষণে শেষ করবে। গান বিশেষ ছিলো না। মিউজিক, সাউন্ড এবং এডিটিং আকর্ষণীয় ছিলো।সব মিলিয়ে সিনেমা টি আমার মধ্য মানের লেগেছে।
রামসেতুরেটিং
অভিনয়
মিউজিক
ভিএফএক্স
IMDB রেটিং৫.২/১০
আমার রেটিং৫/১০

আজ এখানেই শেষ করলাম। আবার আসব অন্য কোন পোস্ট নিয়ে।

🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

330c68fa-d267-405f-8d9e-8f34533fedc4.jfif

পরিচিতি

250c6bf5-0fab-4e98-b28b-2299d4f6bc0f.jfif

আমি পায়েল।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছাকাছি ডাক্তার বিধান রায়ের স্বপ্নের শহর কল্যাণীর বাসিন্দা।একসময় যদিও চাকরী করেছি কিন্তু বর্তমানে ফুলটাইম ব্লগার এবং ভ্লগার।যদিও নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করি। আর তা ই থাকতে চাঈ।সফল হয়েছি কিনা বা কতদিনে হব তা জানি না, কিন্তু নিজের প্যাশনকেই লক্ষ্য করে এগিয়ে চলেছি।বাকিটা আপনাদের হাতে।আশাকরি আমার সাথে যুক্ত থাকলে আশাহত হবেন না।

330c68fa-d267-405f-8d9e-8f34533fedc4.jfif

Vote @bangla.witness as a witness

d3bda13e-40b1-47f0-ae6e-12bd9e3cafa7.jfif

OR

Set @rme as your proxy

79210fdd-a2bc-44f9-b76d-6aa43122ce75.jfif

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHasrbANgiURdsJZbqzojRuxTqrn8BwVMhvjW2bszpJVcHcPW7rxPZLtrPVi9FWSiNoAnyKt4P3qfRidjbh5nr88gtri9qE2ohuC3tavoQ5nX9ihXXuBCWz.jfif

Sort:  
 2 years ago 

সত্যি বলতে মুভিটির এড দেখেছিলাম, তবে মুভিটি পুরো দেখা হয়নি। আপনার রিভিউ দেখে মনে হচ্ছে মুভিটি একবার হলেও দেখতে হবে। ধন্যবাদ আপনাকে রিভিউ আকারে আমাদের সাথে তুলে ধরার জন্য।

 2 years ago 

ধন্যবাদ দাদা। একবার দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।

 2 years ago 

দিদি কেন একা সিনেমা দেখতে ভালো লাগে না ৷ একটা সঙ্গি খুজে নিলেই পারেন ৷ হি হি হি !!!
যা হোক কয়েকবছর আগে খুব মুভি সিনেমা দেখতাম তবে এখন তেমন দেখি না ৷
তবে আপনার রিভিউ করা রাম সেতু মুভিটি অক্ষয় দাদা ৷
অক্ষয় প্রতিটি সিনেমা কিন্তু দারুন লাগে ৷
ধন্যবাদ দিদি

 2 years ago 

অক্ষয় কুমার আমারও ভীষণ প্রিয় একজন।

 2 years ago 

আসলে আপু মুভি তেমন একটা দেখা হয় না সময়ের কারণে,তবে ছোট ছোট নাটক দেখি। কিন্তু আপনার রিভিউ দেখে কিছুটা ইন্টারেস্টেড হলাম মুভিটি দেখার জন্য এবং খুব শীঘ্রই দেখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে তুলে ধরার জন্য।

 2 years ago 

হ্যাঁ এখন ওয়েব সিরিজ ও নাটকই দেখে সবাই। কিন্তু ভালো সিনেমা দেখতে বেশ ভালোই লাগে। দেখবেন। আশা করি ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60752.38
ETH 2453.49
USDT 1.00
SBD 2.63