কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরি করেছি আজকের পোস্ট।
কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আসলে ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে তাই তো সময় পেলে আর ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে কখনো মিস করি না। আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই অনেক ভালো ভালো ফটোগ্রাফি করে থাকেন। আসলে রেনডম ফটোগ্রাফি এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পায়।আজ বেশ কিছু দিন ধরে বাইরে যাওয়া হয়নি তবে আমার বাগানের কিছু ফুল ও খাবারের ফটোগ্রাফি করেছি। আসলে এখন জবা গাছে তেমন ফুল নেই তবে দুই একটা ফুল আছে দেখতে অনেক ভালো লেগেছিল। সত্যি ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট ।
ফটোগ্রাফি -১
এগুলো হয়তো আমরা সবাই চিনি। এগুলো হচ্ছে আমার গাছের পাকা মরিচ।মরিচের গাছ অনেক দিন আগে লাগিয়েছিলাম। তবে এবার দামের সময় গাছের মরিচ অনেক খাওয়া হয়েছে। তবে আজ বিকেলে গিয়ে দেখি গাছে কয়েকটি মরিচ পেকে আছে। আসলে পাকা মরিচের চারা দেব তারজন্য আর তুলা হয়নি।সত্যি মরিচ গুলো দেখে অনেক ভালো লাগলো। আমরা বাড়ির আশেপাশে এমন কিছু গাছ লাগালে নিজের খাওয়া হয়ে যাবে।মরিচ গুলো কিন্তু অনেক ঝাল।
ফটোগ্রাফি -২
একি হচ্ছে জবা ফুল। জাবা ফুল হয়তো আমরা সবাই চিনি বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই জুরে জবা ফুলগুলো আমাদের বাড়িতে বেশ কিছুদিন ধরে লাগিয়েছি। তবে অনেকদিন গাছে ফুল ধরেনি তেমন একটা। আজ যখন বাগানে ঘুরতে গিয়েছিলাম তখন দেখলাম বেশ কিছু ফুল ধরেছে। আসলে ফুল গুলো দেখতে অনেক ভালো লেগেছিল। তাই ভাবলাম ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করি।আশাকরি ফুলটি আপনাদের কাছে ও ভালো লাগবে।
ফটোগ্রাফি -৩
এই ফুল হয়তো আমরা সবাই চিনি। এটি হচ্ছে সাদা জবা ফুল। জবা ফুলের বিভিন্ন ধরনের থাকে। যদিও সব জবা ফুল আমার কাছে অনেক ভালো লাগে তবে আমার কাছে সবচেয়ে সাদা জবা ফুল বেশি ভালো লাগে। আমাদের উঠানের সামনে বড় একটা জবা ফুল গাছ রয়েছে। যদিও গাছটি অনেক পুরানো।তবে এবার আবার নতুন করে ফুল ধরেছে। সকাল সকাল এমন ফুল দেখে ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি ফুলটি দেখতে অনেক ভালো লেগেছিল।
ফটোগ্রাফি -৪
এগুলো হচ্ছে নাড়ু।আমাদের বেশ কিছু নারকেল গাছ রয়েছে। যদিও গাছে আগের মতো নারকেল ধরেনা তবে কিন্তু ধরলেও পারার মতো লোক পাওয়া যায় না। যাইহোক কয়েক দিন আগে কয়েকটি নারকেল পাড়িয়ে ছিলাম তাই ভাবলাম কিছু নাড়ু তৈরি করি।আসলে আমাদের এখানে এগুলোকে নাড়ু বলে। হয়তো অন্য জায়গায় অন্য নাম থাকতে পারে।তবে নাম যাইহোক খেতে কিন্তু অনেক মজার। আমি বানিয়ে রেখেছি বিকেলে মুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।
ফটোগ্রাফি -৫
এগুলো হচ্ছে লাল শাক।আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় শাক থাকা অতি জরুরী। আসলে শাকে রয়েছে অনেক পুষ্টি। আর যদি নিজের হাতের শাক হয় তাহলে তো কথাই নেই। আসলে সার মুক্ত শাকগুলো খেতে বেশি পুষ্টিকর ও স্বাস্থ্যকর। আমাদের ঘাসের পাশ দিয়ে এভাবে বেশ কিছু শাক বুনেছিল। মাঝে মাঝে এনে রান্না করি খেতে অনেক ভালো লাগে। সত্যি এমন তাজা শাক তুলে এনে রান্না করা মজা মতো হবেই।
ফটোগ্রাফি -৬
এই খাবার গুলো হয়তো আমরা অনেকেই পছন্দ করি। এগুলো হচ্ছে পায়েস। আসলে নিজের গুরুর দুধ দিয়ে পায়েস খাবার মজাই আলাদা। তাই আমি মাঝে মাঝে পায়েস রান্না করি। আসলে পায়েস বাচ্চাদের অনেক পছন্দ তাই রান্না করে রাখি।তারা মন চাইলে ফ্রিজ থেকে বের করে খায়।আসলে নিজের গরুর দুধ দিয়ে পায়েস সত্যি খেতে অনেক মজার। কয়েক দিন আগে রান্না করেছিলাম অনেক মজা করে খেয়েছিল সবাই।
ফটোগ্রাফি -৭
এগুলো হয়ত সবাই চিনি।এগুলো হচ্ছে আমার পালিত মুরগি।আমি বেশ কিছু হাঁস মুরগি পালন করি।তবে এবার হাঁস গুলো মারা যাওয়াতে আর কেনা হয়নি।বেশ কিছু মুরগি হয়েছিল কিন্তু কয়েক দিন আগে চারটি জবাই করেছি আর দুটি বিক্রি করেছি।আসলে মাঝে মাঝে বাচ্চাদের জবাই করে খাওয়ায়।আসলে দেশি মুরগী সব সময় পাওয়া যায় না তারজন্য নিজে পালন করে বাচ্চাদের খাওয়ায়। দুটি মুরগী ডিম দেয়। তবে মুরগি গুলো অসুস্থ হলে অনেক খারাপ লাগে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1855601441471426676?t=mDX7s09HfWXMKqGjZskBAQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রকৃতি আর ঘরকন্না নিয়ে বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। প্রতিটা ছবিই কথা বলে। জীবনের কথা বলে, আরামের কথা বলে, সমৃদ্ধির কথাও বলে৷ র্যান্ডম হলেও এই ছবিগুলি কিন্তু একটি সিরিজ হিসেবেই মনে হচ্ছে।
প্রশংসানীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে খুব ভালো লাগে আপু। যেহেতু একটি অ্যালবামের মধ্যে খাবারের ফটোগ্রাফি শেয়ার করলেন এবং ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। এছাড়া আপনি অন্যান্য দৃশ্যের ফটোগ্রাফি নিয়ে খুব সুন্দর একটি অ্যালবাম তৈরি করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো।
সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আপনি বেশ কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। জবা ফুলের ফটোগ্রাফি টা অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ভাইয়া জবা ফুলটি অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে।
ওয়াও আপনি আজকে অনেক ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অসাধারণ ছিলো আপু। বিশেষ করে লাল শাক ও জবা ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
লাল শাক আমাদের জন্য অনেক ভালো খেতে ও অনেক মজা হয়েছিল,ধন্যবাদ আপনাকে।
আজকে আপনি চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফির মধ্যে অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।নাড়ু এর ফটোগ্রাফি এবং লাল শাকের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে উপস্থাপনা করেছেন আমাদের মাঝে।
পোস্ট করে গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভিন্ন ধরনের জবা ফুল দেখলাম আপু। আর আপনি খুবই চমৎকারভাবে ফটোগ্রাফিগুলো করেছেন। আর এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন দেখে মুগ্ধ হয়েছি। দারুন হয়েছে ফটোগ্রাফি গুলো।
আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।