🤓🔥DIY- Project এসো নিজে করি: "কাগজের তৈরি ফুল "🌼🌸 || ১০% বেনিফিশিয়ারি @shy-fox ||🙂

in আমার বাংলা ব্লগ3 years ago
সোমবার
১৮ ( অক্টোবর )

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।কাগজ দিয়ে কত শত জিনিস বানানো যায় সেটা ধারনার বাইরে। আজকাল অনেকেই কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে ঘর সাজিয়ে রাখছে। এটা যেমন চমৎকার তেমনি ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে এর জুড়ি নেই।কাগজ দিয়ে বিভিন্ন রকম প্রোজেক্ট তৈরি করা যায়।এক কথায় মনের মধ্যে থাকা কাল্পনিক যতো অনন্য আইডিয়া মাথায় ঘুরপাক খায় সেগুলা আমরা খুব সহজেই কাগজের তৈরি প্রোজেক্ট গুলার মাধ্যমে সবার সামনে দৃশ্যমান করতে পারি।তো আজকে আমি আপনাদের সাথে কাগজের তৈরি একটি ফুল বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক।

🧐 প্রোজেক্ট এর বিষয় 🧐


🌼কাগজের তৈরি ফুল🌼

IMG-20211017-WA0008.jpg


👌উপকরন👌


IMG-20211017-WA0000.jpg

  • রঙিন কাগজ
  • পেন্সিল 2B
  • কলম
  • রাবার
  • স্কেল
  • আঠা
  • কাচি
    20210917_091016-1.png

👇 ধাপ ১👇

IMG-20211017-WA0001.jpg
প্রথমে একটি হলুদ রঙ এর রঙিন কাগজ নিতে হবে।এবার কাগজটির উপর স্কেল দিয়ে ৪.৫ ইঞ্চি অনুযায়ী মেপে নিয়ে একটি ছোট দাগ কেটে নিতে হবে।এরপর কাগজ টি একটি গোলাকার অংশে কেটে নিতে হবে।
20210917_091016-1.png


👇 ধাপ ২👇


IMG-20211017-WA0002.jpg
এবার অন্য একটি রঙিন কাগজ এর উপর স্কেল নিয়ে ১ ইঞ্চি পরিমান মেপে নিয়ে দুপাশে দুটি দাগ কেটে নিতে হবে।
20210917_091016-1.png


👇 ধাপ ৩👇


IMG-20211017-WA0009.jpg
এবারে HB পেন্সিল দিয়ে ছবির মতো করে এমন ভাবে সাইজ করে একে নিতে হবে।
20210917_091016-1.png


👇 ধাপ ৪ 👇


IMG-20211017-WA0004.jpg
এবার আগে থেকে দাগ দিয়ে রাখা অংশটি ছোট ছোট অংশে কেটে অনেক গুলা পাপড়ি তৈরি করে নিতে হবে।
20210917_091016-1.png


👇 ধাপ ৫👇


IMG-20211017-WA0005.jpg
এবারে প্রতিটি পাপড়ি তে আঠা লাগিয়ে নিয়ে একে একে ধাপে ধাপে সাজিয়ে ফুলের পাপড়িগুলা তৈরি করে নিতে হবে।
20210917_091016-1.png


👇 ধাপ ৬👇


IMG-20211017-WA0006.jpg
এবার একটি নীল কাগজ এবং একটি কাচি নিতে হবে।20210917_091016-1.png


👇 ধাপ ৭👇


IMG-20211017-WA0007.jpg
কাচি দিয়ে নীল কাগজ টি নিয়ে ছবির মতো করে কাগজের উপরের অংশটি কুচিকুচি সাইজ করে কেটে নিতে হবে।
20210917_091016-1.png


👇 ধাপ ৮ 👇


IMG-20211017-WA0008.jpg
এবার কুচিকুচি করে কেটে নেওয়া অংশটি ছোট ফুল বানিয়ে নিতে হবে। এরপর সেই ছোট ফুলটি ফুলের ঠিক মধ্যভাগে আঠা দিয়ে বসিয়ে দিতে হবে।তাহলেই তৈরি হয়ে যাবে সুন্দর কাগজের একটি ফুল।
20210917_091016-1.png

এতোটা সময় যারা আমার, কাগজের তৈরি ফুল বানানো দেখছিলেন তাদেরকে জানায় ফুলেল শুভেচ্ছা।আমার ডায় প্রোজেক্ট আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।

❤ ধন্যবাদ সবাইকে ❤

20210902_020400-1.png

Screenshot_2021-09-02-01-33-35-1-1.png

20210902_022200-1.png
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।

20210902_020227-1.png

Sort:  
 3 years ago 

ওয়াও!! অনেক সুন্দর হয়েছে আপনার ফুল তৈরিটি। হলুদ কালারের ফুলটি দেখেই ভালো লাগছে। দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মতো লাগছে।

 3 years ago 

হা হা হা! আসলেই ঠিক ভেবেছেন সূর্যমুখী ফুলের মতই দেখতে লাগছে।

 3 years ago 

আপু আমার কাছে আপনার ফুলটি অনেক বেশি সুন্দর লাগছে।
ফুলটি দেখেই মনে হচ্ছে ফোমের ফুল যেনো। অনেক ভালো কাজ করেছেন আপনি।

 3 years ago 

ধন্যবাদ আপু, চেষ্টা করেছি কাগজের ফুলটিকে যেন কিছুটা হলেও জীবন্ত মনে হয় সেভাবে বানাতে। আপনার কথা শুনে, মনে হচ্ছে কিছুটা হলেও পেরেছি।

 3 years ago 

খুব সুন্দর প্রতিভা ও দক্ষতার সঙ্গে আপনি ফুলটা তৈরি করেছেন। দেখতে অসাধারণ লাগছে।

 3 years ago 

তাই নাকি! আপনার কথা শুনে মনে হচ্ছে আমার কষ্ট করে বানানো কাজটি সফল হয়েছে।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

🏆🏆🏆

 3 years ago 

ফুলটি অনেক সুন্দর হয়েছে আপু। আর ধাপ আকারে ফলটি তৈরীর প্রক্রিয়া সম্পর্কে ভালো আলোচনা করেছেন। ধাপগুলো অনুসরণ করে যে কেউ সহজে তৈরি করতে পারবে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সহজেই যেন যে কেউ চাইলেই বানাতে পারে সেইভাবে উপস্থাপন করবার চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার কাগজের ফুল টি অসাধারণ হয়েছে। কি সুন্দর ধাপে ধাপে আপনি ফুলটি তৈরি করেছেন এজন্য আপনার প্রতিভার তারিফ না করে পারছি না। কাগজের তৈরি ফুল গুলো আমার খুব ভালো লাগে এই জন্য আমি নিজেও মাঝেমধ্যে কাগজের তৈরি অনেক কিছু তৈরি করি আমার ঘরে সাজিয়ে রাখার জন্য। অসংখ্য ধন্যবাদ আপু এরকম একটি ফুল তৈরি করা আমাকে দেখানোর জন্য। আমিও চেষ্টা করব।

 3 years ago 

কাগজের তৈরি জিনিস বানানোর মাঝে আলাদা একটা অনভূতি আছে। আমার খুবই ভালো লাগে।ধন্যবাদ আপু এতো সুন্দর ভাবে কথা গুলা বলার জন্য।

 3 years ago 

ওয়াও! আপনার কাগজের তৈরি ফুলটি দেখে আমি হতবাক। এত সুন্দর করে আপনি ধাপে ধাপে এর তৈরি করার প্রসেসটা আমাদের সামনে শেয়ার করেছেন এ জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

তাই নাকি ভাইয়া! আমি চেষ্টা করেছি আমার সবটুকু দিয়ে কাজ টি করার। আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

আপনি সুন্দর একটি পোস্ট করেছেন। কাগজ কেটে কেটে সুন্দর ভাবে ফুল বানানোর ধাপগুলো তুলে ধরেছেন। গঠন মূলক পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার পোস্ট টি এতো ভালো ভাবে লক্ষ্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার কাগজের তৈরি ফুলটি আমার অনেক ভালো লেগেছে। খুব যত্ন করে আপনি ফুলটি বানিয়েছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ আপু! আমি খুব যত্ন সহকারে কাগজের ফুলটি বানাতে চেষ্টা করেছি।

 3 years ago 

সুন্দর ফুল বন্ধু ,, শেয়ার করার জন্য ধন্যবাদ

 3 years ago 

অনেক ধন্যবাদ! আপনাদের এই ছোট ছোট অনুপ্রেরনা আরো ভালো কাজের প্রতি উৎসাহ জাগায়।

আপনার বানানো ফুলটি অনেক সুন্দর হয়েছে। দক্ষতার সাথে অনেক সুন্দর একটি ফুল বানিয়েছেন। শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবিরাম।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া! এতো সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.11
JST 0.034
BTC 66785.29
ETH 3229.75
USDT 1.00
SBD 4.30