ভিডিওগ্রাফি পোস্ট|| মৌমাছি ও বল্লা পোকার ভিডিওগ্রাফি। 📸📹
আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
পোষ্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
![]() | ![]() |
---|
গতানুগতিক ধারার বাইরে পোষ্টের ভেরিয়েশন বাড়ানোর জন্য আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আর আজকে আমি আপনাদের মাঝে ভিডিওগ্রাফি পোষ্ট নিয়ে উপস্থিত হয়েছি। যদিও এই পোস্টটি করার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছি আমাদের প্রিয় দাদার পোস্ট ভেরিয়েশনের যে পোস্টটি করেছিলো সেটা দেখে।
আর আজকের ভিডিওগ্রাফি পোস্টের মাধ্যমে আপনারা দেখতে পারবেন কয়েকটি পোকার ভিডিও চিত্র আর সেটা খুব কাছে থেকে।আসলে এই ভিডিওগ্রাফি গুলো কোথায় থেকে করেছি সে বিষয়ে আপনাদের অবগত করছি।আমাদের ছাদের উপরে উঠেছিলাম শাকসবজি দেখাশোনা করতে।তখন দেখতে পাই বল্লা অথবা বোলতা পোকাটি।আর তখনই এই ভিডিওগ্রাফিটি করি।
তারপর ছাদ থেকে নামার সময় আমাদের সিঁড়ির পাসে কুমড়া গাছ রয়েছে, সেই কুমড়ার ফুলের মধ্যে মৌমাছির আগমন।আর সেটা দেখে মৌমাছিরও ভিডিওগ্রাফি করে নিলাম । আর এই দুটো ভিডিওগ্রাফি একসাথে এডিট করে আপনাদের মাঝে তুলে ধরলাম।আশা করছি আপনাদের মনভূত হবে। তো বন্ধুরা চলুন ভিডিওগ্রাফি গুলো ইনজয় করা যাক।
১ নং ভিডিওগ্রাফি
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
ফোনের বিশদ বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোষ্ট | ভিডিওগ্রাফি |
মডেল | M32 |
ফটোগ্রাফার | @nevlu123 |
সম্পাদনা | শুধু সেচুরেশন |
অবস্থান | বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
https://twitter.com/Nevlu123/status/1636368101729267714?s=20
আপনার ভিডিওগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। প্রতি সপ্তাহের প্রত্যেকটা ভিডিও পোস্ট দেখতে ভালো লাগে। এভাবে সব সময় আপনার কাছ থেকে ভিডিওগ্রাফি পোস্ট দেখতে চাই। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
প্রতি সপ্তাহে একটা করে ভিডিও পোস্ট দেখতে পাবে ধন্যবাদ মন্তব্য করার জন্য।
আপনার ফটোগ্রাফি গুলো সবসময়ই দারুণ হয়।আর আপনার প্রথম ভিডিওগ্রাফি টাও অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অসাধারণ হয়েছে ভাইয়া ভিডিওগ্রাফিটি।
আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য করার জন্য।
ভাইয়া আপনার ছবি তোলা যেমন চমৎকার তেমনি ভিডিওগ্রাফিও খুব সুন্দর করেন। আজ আপনি বল্লার ভিডিওগ্রাফি করেছেন এবং পাশাপশি মিষ্টি কুমড়া ফুল দেখতে পেলাম। খুব ভাল লেগেছে আপনার ভিডিওগ্রাফি। ধন্যবাদ ভাইয়া।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য করার জন্য।।,
আশা করি ভাইয়া ভালো আছেন? আজকে আপনি বেশ দুর্দান্ত ভিডিওগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন । অত্যন্ত অসাধারণ হয়েছে। আসলে বল্লা পোকা শরীরের মধ্যে কামড় দিলে কি যে ব্যথা তা বলে বোঝানো সম্ভব নয়। যে কামড় খেয়েছে সেই বুঝবে কত ব্যথা এত সুন্দর ভিডিওগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ঠিক বলেছ আসলে বল্লা পোকা শরীরের মধ্যে কামড় দিলে কি যে ব্যথা তা বলে বোঝানো সম্ভব নয়। যে কামড় খেয়েছে সেই বুঝবে কত ব্যথা।
ভাই কিছুদিন ধরে দেখছি আপনি অনেক অনেক সুন্দর ভিডিও গ্রাফি করছেন ৷ যেটা দেখে অনেক ভালো লাগলো ৷ মৌমাছি আর বল্লার ভিডিও গ্রাফি ব্লগটি পড়ে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য ৷ এভাবেই নিত্য নতুন ব্লগ দেখবো এমনটাই প্রতার্শা ৷
আপনাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য করার জন্য।,
বাড়ির ছাদ থেকে এত সুন্দর ভিডিওগ্রাফি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে বল্লা পোকাটা কিন্তু অনেক বেশি ভয়ংকর। কাউকে কামড় দিলে সেই জায়গাটা একদম ফুলে অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু আপনি যে ভিডিও করেছেন তাতে হাঁটতে দেখে বেশ ভালই লাগতেছিল ভিডিওটা।
ঠিক বলেছেন কাউকে কামড় দিলে সেই জায়গাটা একদম ফুলে অবস্থা খারাপ হয়ে যায়।
আপনার ভিডিওগ্রাফি পোস্ট অনেক সুন্দর হয়েছে ভাই। ভিডিও একেবারে ক্লিয়ার হয়েছে। মৌমাছি এবং কুমড়া ফুলের ভিতরে থাকা পোকাটি দেখতে সত্যিই ভীষণ ভালো লাগছে। সবমিলিয়ে পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ সবসময় সাপোর্ট করার জন্য ভালো থাকবেন সর্বদাই 💟