স্বরচিত কবিতাঃউদাস মন।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।তবে কবিতা শেয়ার করার আগে কিছু কথা বলি।
শীতের দিন যেমন আমার অনেক পছন্দের তেমনি বৃষ্টির দিনও অনেক পছন্দের। তবে অনেক সময় উদাস মন থাকলে বৃষ্টির দিনে মন ভালো হয়ে যায়।বৃষ্টির দিন শেষে শীতের আগমনে এই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করলাম । কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
স্বরচিত কবিতাঃউদাস মন।
মনটা আমার বড়ই উদাস,
মেঘ করেছে খুব।
দূর আকাশে মেঘের গর্জন,
ভয় ও লাগে খুব।
আকাশ পানে চেয়ে দেখি,
কালো মেঘের ঘনঘটা।
যখন তখন নামবে বৃষ্টি,
হবে যে বর্ষণ রংচটা।
মুষল ধারে হবে বৃষ্টি,
রিমঝিম শব্দে এই ধরায়।
জানালার পাশে বসে থাকি,
হাতটা বাহিরে দেই বাড়াই।
আকস্মিক বিদ্যুৎ চমক
দেখতে পাই আকাশে।
শিরশির করে জানালায়,
কেঁপে উঠি ঠান্ডা বাতাসে।
বৃষ্টির ওই ফোটা পেয়ে,
সতেজ হলো সব গাছপালা।
ইদুর মামা মাটির নিচে,
আর ব্যাঙ,ছাতাতলে পালায়।
মাছে মাছে হয় আমেজ,
এই বৃষ্টির দিনে।
এদিক-ওদিক ছুটে বেড়ায়,
খেলে বৃষ্টি নিয়ে।
রাখাল মামা চুপটি করে,
বসে থাকে ঘরের কোণে।
কখন থামবে বৃষ্টি,
আর কখন নামবে উঠোনে।
কবিতার মর্ম কথা |
---|
শীতের দিন যেমন আমার অনেক পছন্দের তেমনি বৃষ্টির দিনও অনেক পছন্দের। তবে অনেক সময় উদাস মন থাকলে বৃষ্টির দিনে মন ভালো হয়ে যায়।বৃষ্টির দিন শেষে শীতের আগমনে এই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করলাম । আর আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
***
VOTE @bangla.witness as witness
OR
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
আমার কাছে ও শীতের দিনের পাশাপাশি বৃষ্টির দিনেও খুব ভালো লাগে। আপনার স্বরচিত কবিতার প্রতিটি লাইন আমার কাছে অনবদ্য লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
ভাই ধন্যবাদ আপনাকে যথাযথ মন্তব্য করার জন্য।।
খুব সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা বরাবরই খুব সুন্দর। বৃষ্টির দিন শেষে শীতের আগমন নিয়ে কবিতাটা লিখেছেন। কবিতার নামটাও খুব সুন্দর দিয়েছেন। এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপু যথাযথ গোছালো মন্তব্যের জন্য।
আপনার মত ঠিক আমারও বৃষ্টির দিন আর শীতের দিন অনেক বেশি পছন্দের। বৃষ্টির দিন শেষে এখন শীতের আগমন। আর আপনি এইগুলো নিয়েই অনেক সুন্দর করে আজকের কবিতাটা লিখেছেন। আপনার লেখা উদাস মন কবিতাটা সম্পূর্ণভাবে পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া। প্রতিনিয়ত কবিতা লেখার কারণে, আপনি এখন অনেক দারুণ কবিতা লিখে থাকেন।
অনেক অনেক ধন্যবাদ।, 💭
আমার কাছে শীতের দিন সবচেয়ে বেশি ভালো লাগে। তবে বৃষ্টির দিন মাঝেমধ্যে খুব ভালো লাগে। যাইহোক এমন ছন্দ মেলানো কবিতা পড়তে বেশ ভালো লাগে। দারুণভাবে কবিতাটি লিখেছেন ভাই। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই সবসময় পাশে থেকে সাপোর্ট করে যাওয়ার জন্য ভালো থাকবেন।
আজকে আপনি অসাধারণ একটি কবিতা লিখেছেন। উদাস মন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে এটি ঠিক কেউ শীতকাল পছন্দ করে কেউ আবার বৃষ্টি কাল পছন্দ করে। আর উদাস মনে বৃষ্টির সময় অন্যরকম অনুভূতি আসে। চমৎকার অনুভূতি দিয়ে সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ধন্যবাদ যথাযথ মন্তব্য করার জন্য।💭
এখনকার এই ওয়েদারটা আমার কাছে ভালো লাগে। খুব বেশি শীত পড়লে তখন আর ভালো লাগেনা। বৃষ্টির দিন আমার খুব পছন্দের যদি বাইরে কোন কাজ না থাকে। যাই হোক ভাইয়া শীত উপলক্ষ্যে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার প্রতিটি লাইন ভালো লাগলো পড়ে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
জি আপু এখনকার এই ওয়েদারটা আমার কাছে ও ভালো লাগে।