স্বরচিত Poetry: হারিয়ে খুঁজি তোমায় Original Poetry by @narocky71
ABB 9.11. 2K24 ✅
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রেমের মধ্যে ধোঁকা খায়। প্রিয় মানুষ তাদের সাথে ছলনা করে। খুব সহজেই অন্যের হয়ে জীবন সুখে কাঁটায়। কিন্তু প্রিয় মানুষের জন্য দিনরাত ভেবে জীবন পার করে সে। এমনই ব্যর্থ প্রেমিকদের উৎসর্গ করে আমি আজকের এই কবিতাটি লেখার চেষ্টা করেছি। আসলে আমি ব্যর্থতার কবিতাগুলো লিখতে একদমই ভালো লাগেনা। কারণ আমি সফল তাই। এরপরেও ব্যর্থ প্রেমিকদের কথা মাথায় রেখে আজকের এই কবিতাটি আমি লিখেছি। আসলে সবাই আমরা প্রিয় মানুষটা যেন সুখে থাকে এই আশা করি। নিজের জীবনটা নতুন ভাবে সাজিয়ে ফেলার চেষ্টা করি। অনেকেই আছে প্রিয় মানুষের জন্য নিজের জীবনের অর্ধেকটা অংশ নষ্ট করে ফেলে। কিন্তু একটা সময় এসে মনে হয় যেন জীবনের অনেক বড় ভুল করে ফেলেছে। যদি নিজের জীবনটাকে অনেক ভালোভাবে সাজাত তাহলে আরো অনেক ভালো ভালো প্রিয় মানুষ জীবনে চলে আসতো। আমি আশা করি আজকের এই কবিতাটি আপনাদের সবার অনেক ভালো লাগবে।
স্বরচিত কবিতা: হারিয়ে খুঁজি তোমায়
হারিয়ে খুঁজি তোমায়
তাইতো পাই না খুঁজে।
বহুদূর গেছো চলে
আসবেনা জানি ফিরে।
তোমায় ভেবে ভেবে দিন রাত
ভাবি শুধু তোমায় ।
আশা নিয়ে বেঁচে আছি
হয়তো যদি ফিরে আবার।
জানি তুমি ফিরবে না আর
আসো অনেক দূরে ।
প্রিয় মানুষের সাথে থাকো
আছো মহাসুখে।
কাঁদি আমি দিনরাত
আশা নিয়ে বুকে ।
বাসি ভালো তোমায় অনেক
বাসবো ভালো জীবন ধরে।
দোয়া করি সুখে থাকো
করি অনেক প্রার্থনা।
মিথ্যা অনেক বলেছিলে
হাত কখনো ছাড়বেনা।
তোমার আশায় আমার জীবন
করে ফেলেছি নষ্ট প্রায়।
ভাববো না আর তোমায় নিয়ে
নিজের জন্য প্রার্থনা।
(সমাপ্ত)
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
দারুন ,দারুন একদম অসাধারণ লিখেছেন ভাই। এটাও ঠিক বলেছেন কিছু ছলনাময়ী স্বার্থন্বেষী প্রেমিক বা প্রেমিকা থাকে যারা আপন মানুষকে ধোঁকা দিয়ে সুখী জীবন কাটায়। আর এই কষ্টে অপর মানুষটা দিনের পর দিন নিজের জীবনকে শেষ করে দেয় তার অপেক্ষায়। তাদের উচিত অবশ্যই নতুন করে নিজেকে শুরু করা তাহলেই আরো প্রিয় মানুষ পাবে সে তার জীবনে। যাইহোক ভাই ব্যর্থ প্রেমিকদের কে উদ্দেশ্য করে গভীর ভাব সম্পন্ন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
কবিতা লিখতে আমার কাছে সব সময় অনেক ভালো লাগে।
https://x.com/NARocky4/status/1855074905131237855?t=rb-dyVXFbdzl-lscGy3WsQ&s=19
ভাইয়া আপনার রেনডম ফটো্গ্রাফি মাানেই কিন্তু ভিন্ন কিছু। আপনি সব সময় একটু আনকমন ফটো্গ্রাফি আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আজ আপনার প্রতিটি ফটোগ্রাফি কিন্তু বেশ দারুন ছিল। ধন্যবাদ এমন সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আমি গতকালকের পোস্টটি পুনরায় ভুলে করে ফেলেছি। আজকে কবিতা পোস্ট করছি।
রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। কেননা এর মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি থাকে। কাঠগোলাপ ফুলের চমৎকার ফটোগ্রাফি ধারণ করেছেন। আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি খুবই ভালো লাগলো ধন্যবাদ।
আপু আমি ভুলে গতকালকের ফটোগ্রাফি পোস্ট আজকে করে ফেলেছি পুনরায়। ক্ষমা করবেন মন্তব্য করার জন্য ধন্যবাদ
ওয়াও ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ ছিল।সবগুলো ফটোগ্রাফি দেখতে সুন্দর লাগছে।কাঠগোলাপ ফুল আমার অনেক ভালো লাগে।আপনার ফটোগ্রাফি তে কাঠগোলাপ মনে হচ্ছে তার সৌন্দর্য আরও বেশি প্রকাশ পেয়েছে,ধন্যবাদ।
দুঃখিত আপু আমি গত কালকের পোস্টটা আজকে ভুলে করে ফেলেছি। ক্ষমা করবেন আমাকে। মন্তব্য করার জন্য ধন্যবাদ
সমস্যা নেই ভাইয়া,মানুষ মাত্রই ভুল।🙃🙃।এখন আবার কবিতা পোস্ট করেছেন কবিতাটি পড়ে ভালো লাগলো,ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এমন বিরহের কবিতাগুলো আমার ভালো লাগে কিন্তু আপনি কেন এমন বিরহের কবিতা লিখছেন ভাইয়া। না জানি ভাবি আবৃতি করে কি বলবে। তবে যাই হোক দারুন হয়েছে কিন্তু কবিতার প্রত্যেকটা লাইন।
এরকম কবিতাগুলো আমি একটু বেশি পছন্দ করি।
ভাইয়া আপনি সব সময় সু্ন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আপনার শেয়ার করা কবিতা গুলো আমার কাছে দারুন লাগে। আজও আপনি সুন্দর একটি প্রেমের কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
সব সময়ের মতো আজকেও এত সুন্দর কবিতা লিখতে পেরে ভালো লাগছে আপু।
আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে কবিতা লিখে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার লেখা সুন্দর এই কবিতা আবৃত্তি করতে ভালো লাগলো আমার। দারুন লিখেছেন আপনি। অনেক সুন্দর হয়েছে আপনার লেখা। এমন ছোট ছোট বাক্য দিয়ে লাইন করলে আবৃত্তি করতে ভালো লাগে। খুব খুশি হলাম কবিতাটা আবৃতি করে।
আমার এই কবিতাটা আবৃত্তি করতে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ভাই।
ভাইয়া যারা প্রেমের মধ্যে সফল তারা ব্যর্থ কবিতা লিখতে তেমন পছন্দ করেনা। তবে আজকে আপনি চমৎকার একটি ব্যর্থ কবিতা লিখেছেন।হারিয়ে খুঁজি তোমায় কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভালোবাসার মধ্যে অনেকে ব্যর্থ হয়। চমৎকার ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আসলে অনেকেই ভালোবাসায় ব্যর্থ হয়। আবার অনেকেই সফল হয়। ধন্যবাদ আমার কবিতা পড়ে সুন্দর মন্তব্য করার জন্য