আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -০৫ ( স্ট্রীটফুড রিভিউ প্রতিযোগিতা ) by @mrnazrul

বন্ধুরা

সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে,"আমার বাংলা ব্লগ"
কমিউনিটিতে আনিত "স্ট্রীটফুড রিভিউ প্রতিযোগিতা"য় অংশগ্রহণ করার লক্ষে এই পর্ব উপস্থাপন করছি।

আশাকরি মহান আল্লাহর কৃপায় সবাই সুস্থতার সাথে কালাতিপাত করিতেছেন।
আমিও মহান আল্লাহর মেহেরবানি, এবং সকলের দোয়ায় ভালোই আছি।

আমি প্রথমেই, সংশ্লিষ্ট সকল আয়োজন কারি বন্ধুদের অভিনন্দন জানিয়ে, আমার পোস্ট বর্ননা শুরু করছি।

আজ শুক্রবার, ২০ আগস্ট ২০২১ খৃষ্টাব্দ।

আজ আমার ভেন্ডাবাড়ী হাটবার। হাটটি সপ্তাহে দুই দিন, সকাল এবং সন্ধ্যা দুই ধাপে বসে।

সকালে ধানচাল ও কাচামালের পাইকারি বাজার বসে। বিকেলে এসব মালামালের পশরা সাজিয়ে দোকানিরা বসে। এসব মালামাল তারা রাত বারোটা- একটা পর্যন্ত খুচরা ভাবে বেচাকেনা করে।

আমিও আমার প্রয়োজনীয় বাজার সদাই করতে, সন্ধ্যা পাঁচটা -ছয়টার দিকে হাটে বের হই।
চার মাথার মোড়ে পৌঁছিলেই, ঝাল চানাচুর ওয়ালা সুশীল বাবু আমার চোখে পড়ে। সে প্রতিদিনই বিকেলে এখানেই দাড়িয়ে ঝাল চানাচুর বিক্রি করে। কমপক্ষে রাত ১০টা পর্যন্ত এখানে দাড়িয়ে চানাচুর বিক্রি করে।

আমার এলাকায় এই ঝাল চানাচুর গুলোকে, " বারোমিশালী"বলে ডাকে।

সুশীল বাবু এখানকার স্থানীয় ছেলে। সবার পরিচিত। সবার সাথে তার অমায়িক ব্যবহার। সে এই পাড়ারই ছেলে। আমিও এই পাড়াতেই বাস করি। পাড়াটির নাম "হিন্দু পাড়া হলে ও,এথানে আমরা হিন্দু মুসলমান একসাথে বাস করি। একে-অপরের সুখ-দুঃখ আমরা ভাগ করি নিয়ে,একসাথে বসবাস করি।

আমাকেই দেখেই সে স্বতস্ফুর্ত ভাবে আদাব জানাল।
কুশলাদি জিজ্ঞেস করল।আমাকে ঝাল চানাচুর দিয়ে খেতে বলল।
আমি বললাম, আজকের চানাচুর খাওয়ার সময় ছবি তুলতে হবে

সে বলল দাদা মোরও(আমার) ফটো তোলো।

আমি চানাচুর খেতে খেতে আমার খাওয়ার সেলফি তুললাম। সাথে তার ও দোকানের ছবিও ক্যাপচার হয়ে গেল। সে আবার বলল,মোর(আমার) আর দোকানের ছবি আলদা(আলদা) করে তোলো।
এসময় আমি আরো দুটো শুট নিলাম।

এবার ছবি গুলো ওকে দেখালাম। বলল ভালোই হছে(হয়েছে) দাদা।

এবার আমি বাজােরের ভিতর প্রবেশ করলাম। এখন বাসায় এসে এই পোষ্ট লিখছি।

ছবি বর্ননা নিচে দেওয়া হলো।
দেখুন,কমেন্ট করুন।

আলোক চিত্র #০১

IMG_20210820_182133.jpgআমার সেলফি। ঝাল চানাচুরের দোকানে দাড়িয়ে চানাচুর খাচ্ছি

3w3 Location

https://w3w.co/induces.touchy.deducted

÷=========‌‌‌÷=========÷

আলোক চিত্র #০২

IMG_20210820_182051.jpgবিক্রেতা সুশিল বাবু তার দোকানে দাড়িয়ে এবং ডান হাতে ঘড়ি পরা হাতটি আমার

3w3 Location

https://w3w.co/induces.touchy.deducted

÷=========‌‌‌÷=========÷

আলোক চিত্র #০৩

IMG_20210820_182208.jpgসুশীল বাবু ও তার দোকান

3w3 Location

https://w3w.co/induces.touchy.deducted

÷=========‌‌‌÷=========÷

আলোক চিত্র #০৪

IMG_20210820_182134.jpgআমি নিজে

3w3 Location

https://w3w.co/induces.touchy.deducted

÷=========‌‌‌÷=========÷

আলোক চিত্র #০৫

IMG_20210820_182130.jpgআমি

3w3 Location

https://w3w.co/induces.touchy.deducted

÷=========‌‌‌÷=========÷

পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Original Content/ Photography.

Photography and Written by @mrnazrul Bangladesh .

Device, Walton Primo-6 Max

3w3 Location

https://w3w.co/induces.touchy.deducted

Sort:  
 3 years ago 

ধন্যবাদ আপনাকে আমাদের প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য। আপনার মূহুর্ত গুলো আসলেই ভালো ছিল।

আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

 3 years ago 

সাধারণের মধ্যে অসাধারণ কিছু। কেন বললাম আপনার এত সুন্দর খাবার দেখে জিভে জল চলে এসেছে। অনেক মজাও ছিলো আপনার পোস্ট। আপনার অনুভূতি ভাগ করার জন্য ধন্যবাদ।

সিনিয়র
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

 3 years ago 

চাচা আপনেও। মজা করলাম ব‍্যক্তিগতভাবে নিবেন না। খুব সুন্দর পোস্ট।

ভালো থেকো

 3 years ago 

🙂

 3 years ago 

অনেক সুন্দর উপস্থাপনা করেছেন।প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

অনেক অনেক ধন্যবাদ আপনাকেও

ধন্যবাদ এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য,হাট বাজার এখন দেখাই জায়না।সুন্দর ব্যাখ্যা করেছেন

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

You have been upvoted by @sm-shagor A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.033
BTC 64271.38
ETH 3157.43
USDT 1.00
SBD 4.25