কবিতা ||বোবা কান্না ||১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ -৩১ই, শ্রাবণ,|১৪২৯ বঙ্গাব্দ||সোমবার||বর্ষাকাল||


mistake-1966448_640.webp
Source


আমাদের দেশে যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে এতে আমাদের জীবিকা নির্বাহ অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। হঠাৎ করে জ্বালানি তেলের দাম এমন ভাবে বৃদ্ধি পেল যা আমাদের কল্পনারও বাইরে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়াতে অটোমেটিকলি সবকিছুর দাম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে কারণ যখন কোন পণ্যের যাতায়াত খরচ বৃদ্ধি পায় তখন আস্তে আস্তে সে সব দ্রব্য বা পণ্যের দাম ও বৃদ্ধি পেতে থাকে। আর আমাদের মত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের জন্য জীবিকা নির্বাহ অনেক কষ্টসাধ্য হয়ে ওঠে ।আমরা নিরবে কাঁদতে থাকি এজন্য এক বোবা কান্না এ কান্না কেউ দেখে না।


বোবা কান্না


শক্তি - সাহস সব হারালাম

নেইকো মনোবল
তেলে দামে উর্ধ্বগতি
কি করি আজ বল?

চোখের জলে ঘুরতো যদি
যানবাহনের চাকা
চোখের জলেই যান চালাতাম
লাগতো না আর টাকা।

দ্রব্যমূল্যের তেজী ঘোড়া
লাগাম ছাড়া ছোটে
আয়ের ঘোড়ার লাগাম টানা
দুর্দিনের সূর্য ওঠে।

নিম্নবিত্ত কাঁদে যখন
সবাই তাহা জানে
বিত্তের অভাব সত্য বলেই
সবাই তাহা মানে।

মধ্যবিত্তই জানে কেবল
বিত্ত হারার জ্বালা
বন্ধু, স্বজন পর হয়ে যায়
গলায় ব্যথার মালা।


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

এভাবেই সাপোর্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

মধ্যবিত্ত মানুষরা যে কত কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে।কেবল তারাই জানে এই কষ্টের তীব্রতা কত।যাইহোক বাস্তব ধর্মী একটি কবিতা ছিল।

 2 years ago 

মধ্যবিত্ত মানুষরা যে কত কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে।কেবল তারাই জানে এই কষ্টের তীব্রতা কত।

একদম ঠিক বলেছেন ভাইয়া

 2 years ago 

কবিতা টা নিয়ে কিছু বলার ভাষা নেই ভাই। একেবারে বাস্তব কথাগুলো তুলে ধরেছেন। আসলেই চোখের জলে যদি যানবাহন চলতো তাহলে ভালোই হতো 😩। দারুণ ছিল ভাই কবিতা টা। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই চোখের জলে যদি যানবাহন চলতো তাহলে ভালোই হতো 😩।

একদম ঠিক। ধন্যবাদ

 2 years ago 

আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা শেয়ার করে থাকেন আপনার কবিতাগুলো একদম জীবন্ত মনে হয় আমার কাছে। পরবর্তীতে এরকম সুন্দর কবিতা আপনার থেকে আশা করি শুভকামনা রইল।

 2 years ago 

পরবর্তীতে এরকম সুন্দর কবিতা আপনার থেকে আশা করি শুভকামনা রইল।

ইনশা আল্লাহ

 2 years ago 

নিম্নবিত্ত কাঁদে যখন
সবাই তাহা জানে
বিত্তের অভাব সত্য বলেই
সবাই তাহা মানে।

কবিতাটির এই অংশগুলোর প্রত্যেকটি কথা যেন একদম বুকে এসে আঘাত করল আসলেই ভাইয়া বাস্তব জীবনের একটি অসাধারণ দৃষ্টান্ত তুলে ধরেছেন।

 2 years ago 

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

মধ্যবিত্তই জানে কেবল
বিত্ত হারার জ্বালা
বন্ধু, স্বজন পর হয়ে যায়
গলায় ব্যথার মালা।

লাইনগুলো দারুন লিখেছেন ভাইয়া যেমন ছন্দের মিল ছিল তেমন বাস্তব কেন্দ্রিকখ।

 2 years ago 

লাইনগুলো দারুন লিখেছেন ভাইয়া যেমন ছন্দের মিল ছিল তেমন বাস্তব কেন্দ্রিকখ।

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66028.29
ETH 2694.36
USDT 1.00
SBD 2.89