রাতে ধানমন্ডি লেকে কাটানো কিছু মুহূর্ত||১০% লাজুক

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ --২৪ই, শ্রাবণ,|১৪২৯ বঙ্গাব্দ||সোমবার||বর্ষাকাল||


PhotoEditor_202288225032701.jpg


যান্ত্রিক শহরে যানবাহন এর কোলাহল থেকে বাঁচতে সবাই চাই নিরিবিলি কিছু সময় কাটাতে। সবাই মোটামুটি কাজের চাপে থাকে এ কাজের চাপ থেকে ভালো সময় কাটানোর জন্য নিরিবিলি জায়গা খুঁজে আর এমনই নিরিবিলি জায়গা হল ধানমন্ডির লেক যেখানে যান্ত্রিক কোলাহল খুব কম। আমরাও গিয়েছিলাম নিরিবিলি সময় কাটানোর জন্য ধানমন্ডি লেকে। ধানমন্ডি লেকে বিকেলবেলায় অথবা সন্ধ্যার সময় অনেক যাওয়া হয়েছে কিন্তু কখনো রাতে যাওয়া হয়নি। তাই এবার আমি এবং আমার দুই বন্ধু ও এক বড় ভাই মিলে চিন্তা করলাম রাতের ধানমন্ডি লেকের সৌন্দর্য উপভোগ করব। আমরা মোহাম্মদপুর হতে দুইটা রিকশাতে রওনা করি চারজন। রাস্তায় জ্যাম থাকার কারণে বেশ সময় লেগে যায় লেকে পৌঁছাতে । রাতের বেলায় ঢাকা শহরে রিকশাতে ঘুরাঘুরি করতে আমার সব থেকে বেশি ভালো লাগে রিক্সা আস্তে আস্তে চলতে থাকবে গায়ে হালকা বাতাস লাগবে এই অনুভূতিটা আমার অনেক ভালো লাগে। আমরা ধানমন্ডি ৩২ নাম্বার এর লেগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে গিয়ে নামি। তারপর ওখান থেকে লেকের ধার দিয়ে হাঁটতে হাঁটতে এগোতে থাকি।


IMG20220807201831_00-01.jpeg

IMG20220807203111_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

মাঝে একটি স্থানে কিছু সময় বিশ্রাম গ্রহণ করি এবং লেকের মাঝে এবার থেকে ওপারে যাওয়ার জন্য একটি ব্রিজ আছে দূর থেকে ব্রিজটা বেশ দারুন লাগছিল তাই আমরা বসে বসে এই সৌন্দর্যটা উপভোগ করতে থাকি। তারপর আমরা আবার উঠে সামনের দিকে এগোতে থাকি। এগোতে এগোতে রবীন্দ্র সরোবরের সামনে চলে আসি।


IMG20220807203500_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

রবীন্দ্র সরোবরের যেতে হলে একটি ওভারব্রিজ পাওয়ার হতে হয় ওভারব্রিটি দাঁড়িয়ে নিচের রাস্তা দিয়ে গাড়ি চলাচল গুলো দেখি যা দেখতে সত্যিই অসাধারণ লাগছিল। আমরা আবার হাঁটতে হাঁটতে রবীন্দ্র সরোবরের প্রবেশ করি তখন লোডশেডিং ছিল অন্ধকার রাস্তা দিয়েই আস্তে আস্তে হাঁটতে থাকি এবং বিভিন্ন ধরনের সৌন্দর্য উপভোগ করতে থাকি। তখন একটি বাড়ি দেখতে পাই বাড়িতে চমৎকার লাগছিল দেখতে।


IMG20220807204003_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

বিশেষ করে বাড়ির লাইট গুলা এমনভাবে সাজানো যা পুরাবাড়ি সৌন্দর্য আরো একধাপ এগিয়ে দিয়েছিল। বাড়ির আলোকিত অংশটি একটি প্রতিবিম্ব লেকের পানিতে দেখা যাচ্ছিল ফলে সৌন্দর্যটা অনেক বেশি ভালো লাগছিল আর ওরা মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। আমরা লেকের ধার দিয়ে হাঁটতে হাঁটতে একটি পর্যায়ে ধানমন্ডি 4 এর রাস্তাই চলে আসি।তারপর এইখান থেকে রিকশা নিয়ে বাসার দিকে চলে আসি।রাতের ধানমন্ডি লেক সত্যি অনেক সুন্দর লাগছিলো।


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

বাহ লেকটা অনেক সুন্দর।বিশেষ করে চারদিকের আলো এসে যেভাবে প্রতিফলিত হচ্ছে সত্যিই দারুন লাগছে ফটোগ্রাফিতে।হয়তো বাস্তবে এর থেকেও বেশি সুন্দর জায়গাটা😍

 2 years ago 

জি ভাইয়া জায়গাটি আসলে বাস্তবে অনেক সুন্দর। ধন্যবাদ মন্তব্যের জন্য

 2 years ago 

ওয়াও অসাধারণ আপনি রাতের বেলা ধানমন্ডির লেগে খুব সুন্দর সময় কাটিয়েছেন ৷তার আলোকচিত্র দেখে বোঝা যাচ্ছে ৷খুুব সুন্দর হয়েছে ভাই

 2 years ago 

ওয়াও অসাধারণ আপনি রাতের বেলা ধানমন্ডির লেগে খুব সুন্দর সময় কাটিয়েছেন ৷তার আলোকচিত্র দেখে বোঝা যাচ্ছে

ধন্যবাদ মন্তব্যের জন্য

 2 years ago 

ছবিতে দেখেই আমার দারুণ লাগছে। একবার ঢাকা গিয়েছিলাম তবে তখন অতোকিছ জানতাম না। রাতের ধানমন্ডি লেকটা বেশ নিরিবিলি থাকে। বেশ সুন্দর সময় কাটিয়েছেন বন্ধু এবং বড় ভাইয়ের সঙ্গে। ধন্যবাদ
আপনাকে।।

 2 years ago 

ছবিতে দেখেই আমার দারুণ লাগছে। একবার ঢাকা গিয়েছিলাম তবে তখন অতোকিছ জানতাম না।

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

 2 years ago 

রাতে ধানমন্ডি লেকে খুবই সুন্দর সময় অতিবাহিত করেছেন আপনার ফটোগ্রাফি গুলা দেখেই বোঝা যাচ্ছে। আসলে এমন জায়গায় সময় কাটাতে । আমারও অনেক ভালো লাগে

 2 years ago 

রাতে ধানমন্ডি লেকে খুবই সুন্দর সময় অতিবাহিত করেছেন আপনার ফটোগ্রাফি গুলা দেখেই বোঝা যাচ্ছে।

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

 2 years ago 

রাতেরবেলা এই জায়গাগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগে। আপনি ধানমন্ডি লেকে আপনার বন্ধুর সাথে ভালো সময় কাটিয়েছেন দারুন কিছু রাতের সৌন্দর্যের ফটোগ্রাফি করেছেন খুবই সুন্দর লাগছে ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে মুহূর্তগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ধানমন্ডি লেকে আপনার বন্ধুর সাথে ভালো সময় কাটিয়েছেন দারুন কিছু রাতের সৌন্দর্যের ফটোগ্রাফি করেছেন

ধন্যবাদ মন্তব্যের জন্য

 2 years ago 

মানতে হবে মনে আপনি ধানমন্ডি লেকে রাতের বেলায় খুবই বিনোদনের মধ্য দিয়ে কাটিয়েছেন। অনেক সুন্দর জায়গা আপনার ছবির মাধ্যমে ফুটে উঠেছে বাস্তবে তাহলে কত সুন্দর হতে পারে। ফটোগ্রাফি গুলো ধাপে ধাপে বেশ সুন্দরভাবে সাজিয়ে গেছে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনার জন্য।

 2 years ago 

সত্যি ভাইয়া রাতে বেশ মজা করেছিলাম আমরা সবাই মিলে। অসংখ্য ধন্যবাদ মত প্রকাশের

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66028.29
ETH 2694.36
USDT 1.00
SBD 2.89