স্ট্রিট ফুড রিভিউ ||বাটি চাট||১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • বাটি চাট
  • ২৬, আগস্ট ,২০২৩
  • শনিবার

PhotoEditor_2023826235314932.jpg


হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো street ফুড রিভিউ। এর আগে কিছু গল্প শুনে নেয়া যাক। এই খাবারটা সম্পর্কে আমাদের ধারণা ছিল না হঠাৎ ফেসবুকে ঘুরতে ঘুরতে একটি ভিডিও সামনে আসে ভিডিওতে খাবারটি সম্পর্কে বলে। এবং এড্রেসটাও বলার পর যখন দেখি আমাদের পাশেই। প্রথমে একদিন খুঁজতে গিয়ে সেখানে পায়নি অর্থাৎ আমরা পুরা লোকেশন না খুজে অল্প একটু খুঁজে চলে আসছিলাম। কিন্তু আজকে পরীক্ষা শেষ করে আসার সময় মনে মনে প্রতিজ্ঞা করেছি আজকে ওই খাবারটি খুঁজবো তারপর খেয়ে দেয়ে বাসায় ঢুকবো যেই কথা সেই কাজ শুরু। আমরা খুঁজতে খুঁজতে রাস্তার শেষ মাথায় পেয়ে গেলাম দোকানটি দোকানটি রাস্তার পাশে অবস্থিত চলুন খাবার সম্পর্কে আলোচনা করা যাক।


অবস্থান


এই দোকানটির অবস্থিত ঢাকা মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের শেষ প্রান্তে তাজমহল রোডের মিলনস্থলে। এই অবস্থানটিতে গেলেই দোকানটি দেখতে পাবেন দোকানের নাম কাশ্মিরী টেস্ট। এ দোকানটিতে দুটি খাবার পাওয়া যায় একটা হলো বাটি চার্ট আর দই বড়া দুটোই বেশ বিখ্যাত।

IMG20230826210059-01.jpeg

IMG20230826210131-01.jpeg


Device:Realme 7
Location:



খাবারের মান


দাম মাত্র ৭০ টাকা দাম অনুযায়ী আনকমন একটি খাবার বেশ ভালো ছিল। একদম ভিন্ন ধরনের স্বাদ দ্বারা খাবারটি পরিপূর্ণ। আমরা অর্ডার দেয়ার ঠিক দশ মিনিটের মধ্যে আমাদের খাবারটি তৈরি হয়ে গিয়েছিল বেশি টাইমও লাগেনি।


IMG20230826210138-01.jpeg

IMG20230826210527-01.jpeg


Device:Realme 7
Location:



আমার মতামত


খাবারটা সম্পর্কে এক কথায় বলতে গেলে অসাধারণ একদম পয়সা উসুল। এর আগে বেশ খাবার ট্রাই করেছি কিন্তু এরকম একটি ভিন্ন স্বাদের খাবার কখনো খাইনি ‌‌। একটি খাবারের মধ্যে অনেক ধরনের টেস্ট পেয়েছি। দোকানের নাম দেখলেই বোঝা যায় এটি ভিন্ন ধর্মী খাবার। দোকানের নামটি কাশ্মীরি টেস্ট। খাবারের মধ্যে হয়তোবা কাশ্মীরি খাবারের টেস্ট পাওয়া গিয়েছে। এর আগে কখনো কাশ্মীর যায়নি তাই ওখানকার খাবার সম্পর্কেও ধারণ নেই তাই এই খাবার টেস্ট আন্দাজ করতে পেরেছি। একটি মজার বিষয় হলো যে বাটিতে খাবারটি দিয়েছিল ওই বাটি সহ খেয়ে ফেলা যায়।

IMG20230826210614-01.jpeg

IMG20230826211034-01.jpeg


Device:Realme 7
Location:


আমি এবং আমার বন্ধু অনেক তৃপ্তি সহকারে খাবারটি খেয়েছি এবং রাস্তা দিয়ে দুজন আলোচনা করতে করতে এসেছি এ ধরনের খাবার আগে কখনো খাওয়া হয়নি মাঝেমধ্যেই গিয়ে খেতে হবে। স্বল্পদামে এত ভালো খাবার এত তৃপ্তি সহকারে খাওয়া যাবে এটা আগে ভাবি নি। আপনারাও যদি এই লোকেশনের আশে পাশে থাকেন তাহলে এই খাবারটি টেস্ট করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

এরকম আনকমন স্ট্রিট ফুড খাবার জীবনে খুব কমবার খেয়েছি। তুমি সত্যি বলেছো বন্ধু একদম পয়সা উসুল খাবার। কাশ্মীরি টেস্টে "বাটি চাট" খাবারটি আমার কাছেও অসাধারণ লেগেছে। এখনো মনে হচ্ছে খাবারটি মুখে লেগে আছে। এ খাবারের সুন্দর একটি রিভিউ প্রকাশ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

 last year 

আসলেই বন্ধু খাবারটা অনেক টেস্ট ছিল মাঝেমধ্যে গিয়ে কিন্তু খাওয়া যায়

 last year 

ভাইয়া আপনার কাছ থেকে একদম নতুন দুটো খাবারের নাম জানতে পারলাম। খাবারের ফটোগ্রাফি দেখে জিভে জল চলে আসলো। খাবার দেখেই বুঝা যাচ্ছে কতটা সুস্বাদু। অনেক সময় অল্প দামে খুব ভালো মানের খাবার পাওয়া যায় আর খেতেও অনেক ভালো লাগে। আবার কিছু কিছু সময় দাম দিয়ে খেয়েও তৃপ্তি হয়না।

 last year 

যে খাবারটি খেয়েছে এর আগে আমি কখনো নাম শুনিনি তবে দই বড়াটা এর আগেও খেয়েছিলাম। জি আপু খাবারটি আসলে অনেক সুস্বাদু ছিল একদম আনকমন একটি টেস্ট

 last year 

রিভিউ পড়ার পরেই তো খেতে ইচ্ছে করছে 😁😁
তাছাড়া মাত্র ৭০ টাকায় এমন রেসিপি সবার পছন্দ হওয়ার কথা।ঢাকায় আসলেই টেষ্ট করাতে হবে কিন্তু 😜

 last year 

অবশ্যই বন্ধু তুমি ঢাকাতে চলে আসো তোমার টাকায় আমরা সবাই খেতে যাব

 last year 

আরে বাহ!! এটা তো আমাদের এলাকা থেকে কাছেই। তবে এই খাবারটা আগে খাওয়া হয় নি কখনো। আপনাকে ধন্যবাদ এই চমৎকার রিভিউ এর জন্য। আমিও আশা করছি আমিও খুব দ্রুত গিয়ে একদিন টেস্ট করে আসবো। অনেকদিন থেকেই দইবড়া খেতে ইচ্ছে করছিলো। ভালোই হলো আপনার পোষ্ট টি নজরে পড়েছে। আবারো ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

বাহ শুনে খুব ভালো লাগলো এটা আপনার এলাকার পাশেই। সময় করে একদিন গিয়ে খাবারটি টেস্ট করতে পারেন আশা করি নিরাশ হবেন না

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65725.56
ETH 2673.18
USDT 1.00
SBD 2.90