শখের ফটোগ্রাফি পর্ব- ৩৩||নদীর সৌন্দর্য ||১০%লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ -১৮ই, ভাদ্র ,|১৪২৯ বঙ্গাব্দ||শুক্রবার ||শরৎকাল||


PhotoEditor_202292215044520.jpg

আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম ফটোগ্রাফির পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে তাই সময় পেলেই ফটোগ্রাফি করতে ছুটে চলে যায়। ফটোগ্রাফি এমন একটি বিষয় যা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। আজকের ফটোগ্রাফি পোস্টে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি নদীর কিছু সৌন্দর্য।বাংলাদেশ নদীমাতৃক দেশ ।বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দিয়ে বিভিন্ন ধরনের নদী বয়ে গেছে।যা মানুষের জীবন যাত্রার মান ঠিক রাখে ।এই নদীগুলোতে মানুষ বিভিন্ন ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে।



ফটোগ্রাফি


IMG20220902172227_00-01.jpeg

IMG20220902172147_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

নৌকাতে বসে আছে ছোট মাঝি। তাদের বাড়ি নদীর ওপারে তারা তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে বাজারে এসেছে নৌকাতে করে।যাদের বাড়ি নদীর পাড়ে তারা সবাই নৌকা চলাতে পারে।নৌকাতে বসে থাকা ছেলেরা বসে গল্প করছে যা দেখে খুব ভালো লেগেছে।


ফটোগ্রাফি


IMG20220902172702_00-01.jpeg

IMG20220902161240_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :


নদীর তীরে কিছু নৌকা বাধা রয়েছে নদীর তীরে ঘুরতে গেলে এরকম নৌকা বাধা দেখলে আমরা নৌকার উপর বসে সময় কাটায়। আবার মাঝে মধ্যে নৌকা নিয়ে নদীর বুকে ভেসে বেড়াই যা অসম্ভব ভালো লাগে আমার।


ফটোগ্রাফি


IMG20220902172317_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

পড়ন্ত বিকেলে নৌকাতে করে কিছু মানুষ নদী পার হচ্ছে তাদের বাসা হল নদীর ওই পারে তারা সাধারণত বাজার করতে অথবা যেকোনো ছোটখাটো কাজে নৌকা নিয়ে পার হয়ে এদিকে আসতে হয়। তাদের নদীর পারাপার প্রতিদিনের সঙ্গী। আমরা তো শখের বসে নদীতে ঘুরতে যাই কিন্তু তাদের যেকোনো কাজ করতে নদী পারা পার হতে হয়।


ফটোগ্রাফি


IMG20220831135023_00-01.jpeg

IMG20220831135019_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

সেখানে কৃষকেরা পাঠ পানিতে রেখে দিয়েছে যাকে গ্রাম বাংলার ভাষায় পাট জাক দেওয়া বলা হয়।কৃষকেরা এই পাটগুলো ধৌত করে আলাদা পাটকাঠি নদীর পাশেই শুকাতে দিয়েছে যা নদী দিয়ে যাওয়ার সময় দেখতে চমৎকার লাগছিল। এই পাটকাঠি আবার বিক্রি হবে সাথে পাট আমাদের অনেক কাজে ব্যবহৃত হয়।


ফটোগ্রাফি


IMG20220826184333_00-01.jpeg

IMG20220826183333_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

সন্ধ্যা হয়ে এসেছিল পুরো আকাশটা লাল হয়ে গিয়েছিল এই সময়টা দেখতে চমৎকার লাগছিল নদীর সৌন্দর্যটা। আমরা সবাই মুগ্ধ হয়ে পরিবেশটা উপভোগ করছিলাম ।পড়ন্ত বিকেলে নৌকাতে ভেসে বেড়ানো এত মজা তা আগে জানা ছিল না ।আর আজকের আকাশটা দারুন রঙিন ছিল


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago (edited)

ইশ!! ভাইয়া এত সুন্দর জায়গা দেখে আমার নিজেরও খুব যেতে ইচ্ছে করছে। কিছুদিন আগে আমিও এমন একটি নদীর পাড়ে গিয়ে ঘোরাঘুরি করেছিল। আপনার ফটোগ্রাফিতে প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে। নৌকার ছবিগুলো দেখে আমার খুব উঠতে ইচ্ছে হচ্ছে।

 2 years ago 

নদীতে ঘোরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে তাই তো মাঝেমধ্যেই ঘুরাঘুরি করতে চলে যায়। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

তিন নম্বর , আর দেশের দুইটি ফটোগ্রাফি খুবই অপূর্ব লাগছে। অনেক অনেক ভালো লাগলো পোস্ট দেখে। ভালো থাকুন।

 2 years ago 

তিন নম্বর , আর দেশের দুইটি ফটোগ্রাফি খুবই অপূর্ব লাগছে

অসংখ্য ধন্যবাদ আপু আমার ফটোগ্রাফি পছন্দ হওয়ার জন্য

 2 years ago 

নদীর ফটোগ্রাফি দেখলে আমার মনটা একদম ভরে যায় ভাইয়া। আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে নদীর পাড়ের গোধূলি লগ্নের ফটোগ্রাফি গুলো আমার অনেক অনেক বেশি ভাল লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া নদীর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া নদী দেখলেই মনটা ভরে যায়। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদের মাঝে প্রকাশ করার জন্য

 2 years ago 

নদীর সৌন্দর্য্য ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ছোট্ট বাচ্চার নৌকা চালানোর দৃশ্য দেখে ভীষণ ভালো লাগে। চমৎকার চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া

 2 years ago 

ছোট্ট বাচ্চার নৌকা চালানোর দৃশ্য দেখে ভীষণ ভালো লাগে।

আমারও বিষয়টি অনেক ভালো লেগেছে তাই তো ক্যামেরা বন্ধি করে রেখেছি

Hi, @mrahul40,

Thank you for your contribution to the Steem ecosystem.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 2 years ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য দৃশ্য আপনার ফটোগ্রাফি মাধ্যমে ফুটে উঠেছে। নদীর পাড়ে সৌন্দর্যময় দৃশ্যগুলো সত্যিই আমার খুবই ভালো লেগেছেম এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য দৃশ্য আপনার ফটোগ্রাফি মাধ্যমে ফুটে উঠেছে।

গঠনমূলক মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

নৌকায় বসে থাকা ছেলেগুলা বেশি বড় না অথচ জীবনের তাগিদে তারাও শিখে গেছে নৌকা চালানো। এবং নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে জনপদ। দারুণ ছিল আপনার নদীকেন্দ্রিক ফটোগ্রাফি গুলো ভাই। অনেক সুন্দর হয়েছে।ধন‍্যবাদ আপনাকে।।

 2 years ago 

ঠিক বলেছেন নৌকার চেয়ে চালাচ্ছে সে খুব ছোট জীবনের তাগিদে শিখে গিয়েছে। আমি এখন পর্যন্ত নৌকা চালাইতে পারলাম না

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65792.18
ETH 2695.80
USDT 1.00
SBD 2.90