You are viewing a single comment's thread from:

RE: দু-পেয়ো কীট || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি বড্ড ক্লান্ত, বড্ড অসহায়
বেমানান আমি এসবের কাছে ।।

অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন ভাইয়া। বিশেষ করে আপনার লেখা এই লাইন দুটো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি আমাদের সমাজের এই নিচু মানসিকতার লোকগুলোকে কেন্দ্র করে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনি ঠিকই বলেছেন এরা হচ্ছে দু-পেয়ো কীট। এগুলো আজ মানুষ রূপ ধারণ করে সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছে নিজেদের আসল চেহারা। এই সমাজের মানুষগুলো বড়ই অদ্ভুত। অন্যের ভালো কখনো সহ্য করতে পারে না। সমালোচনাই মনে হয় তাদের একমাত্র কাজ। যখন আমরা না খেয়ে থাকি ও দিনের পর দিন কষ্টে কাটাই তখন কেউ দেখতে আসে না কিন্তু যখনই আমরা নতুন জীবনের সন্ধানে পথ চলতে শুরু করি এবং নতুন স্বপ্নে এগিয়ে যাই তখন সমালোচনার ঝড়ে নিজেকে খুবই ছোট মনে হয়। সমালোচনার ঝড়ে ভেসে যায় নিজের ইচ্ছে গুলো। হয়তো সেই সব কিছুর মাঝে নিজেকে আজ বড়ই বেমানান মনে হয়। তখন মনে হয় আমি বড় ক্লান্ত, বড্ড অসহায় এবং বেমানান এই মানুষের মাঝে। নিজেকে বড় অসহায় মনে হয় তখন। মনে হয় কেন আমরা এমন মানসিকতার মানুষ। আমরা সৃষ্টির সেরা জীব হয়েও কেন নিজের ব্যক্তিত্বকে ধরে রাখতে পারিনা। তখন খুবই আফসোস হয় কারণ সৃষ্টির সেরা জীব গুলোকে দু-পেয়ো কীট মনে হয়। আমি চাই এই সমাজের মানুষগুলো নিজের মানসিকতাকে বদলে একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসুক। হয়তো তখনই আমাদের মানব জীবন সার্থক হবে। এর মাধ্যমে আমরা দু-পেয়ো কীট থেকে মানুষ হতে পারব। আমরা মানুষ হতে চাই। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

Sort:  
 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 64884.95
ETH 2619.31
USDT 1.00
SBD 2.82